See More Post

কাতারে নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদের জন্মদিন পালিত

আবুল কালাম ফয়সাল, কাতার থেকে

নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদের জম্মদিন উপলক্ষে এন.আর.বি – কাতার এর জন্মদিন পালন এবং সম্পর্ক উন্নয়ন মিট-আপ পর্ব সফল ভাবে সম্পূর্ণ হয়েছে।

নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের মধ্যপ্রাচ্যের দেশ – কাতারে ট্রেড মার্ক গ্রুপের সৌজন্যে অনলাইন এবং অফলাইনে একযোগে উৎযাপিত হয়েছে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইকবাল বাহার জাহিদের জম্মদিনের জমকালো উৎসব।

অনুষ্ঠানের শুরুতে কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম হাফেজ মোঃ শাহাদাৎ হোসেনের মুগ্ধকর কোরআন তিলোয়াতের মাধ্যমে ট্রেড মার্ক গ্রুপের প্রতিষ্ঠাতা সি.এম. হাসানের সঞ্চালনায় জম্মদিনের অনুষ্ঠানের সূচনা করা হয়।

অনুষ্ঠানে ইকবাল বাহারের কেক কেটে জম্মদিনের শুভেচ্ছা জানান ফাউন্ডেশনের কোর ভলান্টিয়ার এবং মডারেটর সি.এম. হাসান শওকত আলী, ট্রেড মার্ক গ্রুপের ফাইন্যান্স ম্যানেজার এন্ড কান্ট্রি এম্বাসেডর ও মডারেটর ইকবাল হোসেন, কান্ট্রি এম্বাসেডর আব্দুল মোতালেব ও হাবিব মোহতাসিম।

এ সময় উপস্থিত ছিলেন কাতার টিমের সকল কমিউনিটি ভলান্টিয়ার ও আজীবন সদস্যগণ এবং ট্রেড মার্ক গ্রুপের ভাইস চেয়ারম্যান মো মনিরুল ইসলাম, প্রজেক্ট ম্যানেজার ইয়াকুব খন্দকার।

অনলাইনে ইকবাল বাহার জাহিদসহ বিশ্বের ৫০ টি দেশের ও বাংলাদেশের ৬৪ টি জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও আজীবন মেম্বারগণ উপস্থিত ছিলেন।

জম্মদিনের উৎসবে বক্তাগণ ইকবাল বাহার জাহিদের শিক্ষা চর্চার মাধ্যমে প্রতিটা মানুষের মনে “চাকরি করবো না চাকরি দিব ” এই স্লোগানকে ধারন করে প্রবাসে বসেও উদ্যোগতা তৈরী হচ্ছে হাজারও তরুণ-তরুণী। যার একটাই কারণ ইকবাল বাহারের উদ্যোগতা তৈরীর শিক্ষা পাল্টে দিচ্ছে সবাইকে, স্বপ্ন দেখছে সবাই বেকারত্ব মুক্ত সোনার বাংলা।

পরিশেষে হাফেজ মা: নেছার উদ্দিন হুজায়েফের মোনাজাতের মাধ্যমে ইকবাল বাহারের দীর্ঘআয়ু ও সু-স্বাস্থ্য কামনাসহ সমগ্র মুসলিম উম্মার জন্য দোয়া ও নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত করা হয়।

News Link:

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।