আজ আমাদের ঝিনাইদহ জেলার পঞ্চম মিটআপ সফলভাবে শেষ হলো, এবং মিটআপ এর মধ্য দিয়ে আমাদের কমিউনিটি ভলেন্টিয়ার সফিক রহমান জুয়েল এর ব্যাবস্যা প্রতিষ্ঠান "কারুকাজ ডট কম"এর উদ্বোধন হয়েছে। আমাদের ঝিনাইদহ টিম এর বেশির ভাগই ইতিমধ্যে ব্যাবসায়িক কার্যক্রম শুরু করেছে, ইনশাআল্লাহ আমরা আগামি ডিসেম্বর ঢাকা মিটআপ এ আমরা টিম ঝিনাইদহ অংশগ্রহণ করবো, এভাবে এগিয়ে যাবে আমাদের ঝিনাইদহ। আমাদের প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যার এর প্রতি কৃতজ্ঞতা জানাই এমন একটি প্লাটফর্ম তৈরী করার জন্য।
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।