আলহামদুলিল্লাহ,
খুবই চমৎকার ভাবে মুন্সিগঞ্জ জেলা টিম এগিয়ে যাচ্ছে। আগামী তৃতীয় মহাসম্মেলন ২০২১ কে বাস্তবায়নের জন্য মুন্সিগঞ্জ জেলা টিম যে কার্যক্রম হাতে নিয়েছেন।
তারি ধারাবাহিকতায় গতকাল টঙ্গিবাড়ী উপজেলার মিটআপ খুবই সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে। খুবই আনন্দের বিষয় হচ্ছে আমাদের গতকালকের এই অনুষ্ঠানটি দুইটি অনলাইন পত্রিকা নিউজ প্রকাশ করেছেন।
আলহামদুলিল্লাহ এগিয়ে যাচ্ছে ভালোলাগা ভালোবাসার প্ল্যাটফর্ম নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, তার সাথে এগিয়ে যাচ্ছে মুন্সিগঞ্জ জেলা টিম।
অনেক অনেক শ্রদ্ধা জ্ঞাপন করছি সকলের প্রিয় মেন্টর জনাব Iqbal Bahar Zahid স্যারের প্রতি।
আজ নিজের ভিতরে লুকিয়ে থাকা স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য যে পথে হাটা শুরু করেছি, নিজের ভিতর লুকিয়ে থাকা স্বপ্নটাকে জাগিয়ে তুলতে পেরেছি, নিজেকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলতে পেরেছি একমাত্র প্রিয় মেন্টরের দিকনির্দেশনা ভালোবাসা ও শিক্ষাকে কাজে লাগিয়ে।
শুভেচ্ছান্তে♥️♥️
----------------------------
আসসালামু আলাইকুম।
🍂🍂
নামঃমঈন তালুকদার।(সুখী মানুষ)
রেজিস্ট্রেশন নাম্বার :২১৫৮০
ব্যাচ :১০
জেলাঃমুন্সিগঞ্জ (বিক্রমপুর)
ঢাকা, সাভার জোন
ব্লাড গ্রুপঃ O+
পেষাঃরেষ্টুরেন্ট ব্যাবসায়ী এবং স্টুডেন্ট
পেজ লিংকঃ
১.
https://www.facebook.com/স্বপ্নঝুলি-Swapnojhuli-101491385009676/
২.
https://www.facebook.com/eatemup.goodfood/
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।