আসসালামু আলাইকুম।
🍂🍂
নামঃমঈন তালুকদার।(সুখী মানুষ)
রেজিস্ট্রেশন নাম্বার :২১৫৮০
ব্যাচ :১০
উপজেলা এম্বাসেডর
জেলাঃমুন্সিগঞ্জ (বিক্রমপুর)
ঢাকা, সাভার জোন
ব্লাড গ্রুপঃ O+
মোঃ০১৯৭২৯৩৬০১৬
🖤🖤
আলহামদুলিল্লাহ সফলভাবে সম্পাদিত হয়ে গেলো আমাদের ১০০০ তম দিন।
যা যা আয়োজন ছিলঃ
১।কোরআন তিলাওয়াত।
২।নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন সম্পর্কে পরিপূর্ণ একটি উৎসাহ মূলক আলোচনা।
৩।নবিনদের বরণ।
৪।উপজেলা এম্বাসেডরদের বরণ।
৫।অতিথিদের বরণ।
৬।সফল উদ্দোক্তাদের নিজের বলার মত একটা গল্প।
৭।১০০০ তম দিন উপলক্ষে কেক কাটা।
৮।এতিমদের বস্ত্র প্রদান।
৯।মাদ্রাসায় কোরআন মাজীদ দান।
১০।বৃক্ষ রোপন।
১১।উদ্দোক্তাদের পন্য প্রদর্শন।
১২।উদ্দোক্তাদের ব্যাবসা প্রমট
১৩।বিনোদন সহ
নানান ধরনের সামাজিক এবং মানবিক কাজ সম্পাদন করা হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেনঃ
👉জনাব মোহাম্মদ আমানুল্লাহ প্রধান (শাহিন) (বার সেক্রেটারি,আইনজীবী )
👉সামসুন্নাহার শিল্পী (চেয়ারম্যান, মহিলা সংস্থা মুন্সিগঞ্জ জেলা)
👉এনামুল হক (পরিচালক ESDP,মুন্সিগঞ্জ জেলা)
এছাড়াও বিশেষ কিছু অতিথিবৃন্দের উপস্থিতিতে এবং বিভিন্ন চেনেলের সাংবাদিক দের উপস্থিতিতে প্রোগ্রামটি সফলভাবে সম্পাদিত হয়েছে আলহামদুলিল্লাহ। বিস্তারিত আরও আপডেট আসবে ইন শা আল্লাহ।
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।