See More Post

যাদের কাছে ছিলাম আমি হিরোইন, এখন আমি তাদের চোখে তুচ্ছ

বিসমিল্লাহির রাহমানির রাহিম 

আশা করছি সবাই ভালো আছেন,

 আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি 

*শুরুতেই মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি সুস্থ রেখে দুনিয়ার মাঝে তার সুন্দর নেয়ামত উপভোগ করার সুযোগ দান করেছেন। 

* গভীর শ্রদ্ধা কৃতজ্ঞতার সহিত স্মরণ করিতেছি যে  প্রিয় মেন্টর ভালো মানুষ  গড়ার কারিগর  Iqbal Bahar Zahid স্যার এর প্রতি, প্রিয় স্যারের সুস্থতা কামনা করছি, যার পরিশ্রমে পেয়েছি নিজের বলার মত একটা গল্প গ্রুপ ফাউন্ডেশন, যার দৌলতে আমি আমার নিজের গল্প বলার সাহস পেয়েছি 

*আমি তাসনিম আহমেদ 

নিজ উপজেলা মুরাদনগর 

জেলা খাদির শহর কুমিল্লা 

বর্তমান অবস্থান ঢাকা মধ্য বাড্ডা 

✍️****আমার জিবন কাহিনী ****

আমার পরিবারের সদস্য চারজন 

বাবা মা আর আমি আর আমার বোন

আমার কোন ভাই নেই

তাই ছোটবেলা থেকেই ভেবে নিয়েছি সংসারের হাল টা আমাকেই ধরতে হবে 

***পড়ালেখা/কর্মজীবন ***

আমি যখন ক্লাস পঞ্চম শ্রেণীতে পড়ি, তখন থেকেই আমি টিউশনি শুরু করি ১ম ২য় শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নিয়ে,১৯৯৪ সালে আমি ssc পরীক্ষায় উত্তীর্ণ হই,তারপর একটা প্রাইভেট স্কুলে চাকরি নেই, সেই চাকরির টাকায়, নিজের পড়াশোনা নিজের খরচ চালিয়ে যাই, ১৯৯৬ সালে আলহামদুলিল্লাহ HSC পরীক্ষায় পাস করি,তারপর প্রাইভেট স্কুলের চাকরিটা ছেড়ে দেই, কারণ এই অল্প বেতনে সামনের পড়ালেখা চালানো সম্ভব হবে না  নিজের রো খরচ বেড়েছে, তাই একটা প্রাইভেট ফার্মে চাকরি নেই, মোটামুটি বেতন ছিল, ১৯৯৮ সালে গ্রেজুয়েশন কমপ্লিট করি, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি

**আমার বাবা**মা**

আমার বাবা একজন ব্যবসায়ী ছিলেন, একজন সৎ ভালো লোক ছিলেন,১৯৯৯ সালে বাবা ইন্তেকাল করেন😭,আমার মা ছিলেন আমার আদর্শ, আমার পৃথিবী ছিল আমার বাবা মা, আমার পৃথিবী একটা অংশ শেষ হয়ে গেল, 

**বিয়ে**সংসার **

বাবা মায়ের দোয়ায় বিয়ে হলো আমার ২০০১ সালে,শুরু হল আমার জীবনে ২য় মহাযুদ্ধ, সংসার জীবন,আমার স্বামী আমার জীবনের তাজ হয়ে আসলো,তার দৌলতে আমার জিবনে আসলো ১ছেলে ১মেয়ে, তাদের নিয়ে আমার জীবন হাসি খুশি যাচ্ছিলো,দুঃখিনির কপালে কি এতো সুখ জুটে😭২০১৩ সালে হার্ট অ্যাটাক করে আমার স্বামী ইন্তেকাল করেন 😭,যাদের কাছে ছিলাম আমি হিরোইন, এখন আমি তাদের চোখে তুচ্ছ,বর্তমানে আমি স্বামীর বাড়িতে অবস্থিত আছি, স্বামী নাইজার সেতু অবহেলা পাত্রী হবে, কিন্তু কি করবো মেয়ে ও ছেলের দিকে তাকাইলে সব ভুলে যাই,এখন তারাই আমার জিবন,যাদের জন্য ১২ বছর করেছি আমি, আজ আমি তাদের কাছে তুচ্ছ

**আমার ইচ্ছে এবং প্রতিজ্ঞা **

যারা আজ আমাকে সামনে থেকেও ইনবেইট করেনা, তারা একদিন হলেও পত্রিকা বা নিউজ এর মধ্যে আমাকে দেখবে আমি একজন সফল উদ্যোক্তা নারী হিসেবে,আর প্রধান অতিথি হিসেবে ঢাকবে, আল্লাহ যেনো কবুল করেন,🤲

নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনে এসে শিক্ষা নিয়ে  প্রথম কাজ ছিলো স্যার এর বই বিক্রি দিয়ে,এই টাকা গুলা আমি দান করছি🤲

এক ভাইয়ের অনুপ্রেরণায় স্যার এর শিক্ষা নিয়ে শুরু করেছি Hello Comilla Group কোম্পানি

সবাই আমার জন্য দোয়া করবেন যেনো সফল নারী উদ্যোক্তা হয়ে আমার নিজের ও সন্তানদের এবং দেশ ও সমাজের কাজে আসতে পাড়ি 🤲

"চাকরি করবো না চাকরি দিব" 



📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭১১

Date:- ৩০-৩১/১২/২০২১ইং

Tasnim Ahmed 

 ১৩ম ব্যাচ,রেজিষ্ট্রেশন-নাম্বার : ৫৫৯৬৬

ভলান্টিয়ার 

খাদির শহর কুমিল্লা জেলা (মুরাদনগর) 

কাজ করছি নিজ উপজেলা নিয়ে

হ্যালো কুমিল্লার সাথে 

HelloComilla(All In One)

Hello Comilla

https://www.facebook.com/hellocomilla17/ https://www.facebook.com/hellocomillagroupbookshop/

সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালোবেসে পাশে থাকবেন।🙏

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।