See More Post

ফাউন্ডেশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুভূতি


"আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহ"

আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। কৃতজ্ঞতা মহান রবের নিকট যিনি আমাকে #নিজের_বলার_মতো_একটা_গল্প_ফাউন্ডেশন এর সদস্য হওয়ার সৌভাগ্য করে দিছেন।

যার কৃতজ্ঞতা আদায় করে শেষ হবে না তিনি আমাদের সবার প্রিয় মেন্টর, প্রিয় শিক্ষক,স্বপ্নের কারীগর Iqbal Bahar Zahid স্যার। 

🎉আজকের দিনটি আমাদের সবার জন্য বিশেষ একটি দিন।কারন  আমরা আজ ৫ বছরে পা দিলাম! 

আমাদের #নিজের_বলার_মত_একটি_গল্প_ফাউন্ডেশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী। সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা !

আলহামদুলিল্লাহ  ১৪৬০ দিন আমরা পার করেছি। এই ১৪৬০ দিনে রয়েছে আমাদের অনেক আবেগ অনুভূতি, প্রাপ্তি, ভালোবাসা ও ভালোলাগা। 

🍂আমি ১৪ তম ব্যাচ থেকে যুক্ত আছি ভালোবাসার প্লাটফর্ম এর সাথে। এখন ১৬ তম ব্যাচ চলে। আজ ফাউন্ডেশনে আমার ২০০ তম দিন ১৪৬০ দিনের ২০০ তম দিনে এই প্লাটফর্ম এর মধ্যে আমার আবেগ অনুভূতি,প্রাপ্তি,ভালোবাসা ও ভালোলাগা অনেক। যেটা আমি হয়তো লিখেও শেষ করতে পারব না।তার পরে শেয়ার করার চেষ্টা করছি। সবাইকে পড়ার অনুরোধ রইল।

#ফাউন্ডেশনের_প্রতি_আবেগ_অনুভূতিঃ

এই প্লাটফর্ম আমার কাছে আমার দ্বিতীয় পরিবার। আমাদের পরিবারের প্রতি যেমন ভালোবাসা ভালোলাগা আছে তেমন এই পরিবারের প্রতি।এই পরিবারের সকলের প্রতি একটা মায়া কাজ করে। কারন এইটা শুধু একটা ফাউন্ডেশন না এইটা আমাদের সবার পরিবার। এখানে আমাদের সবার অবিভাবক আমাদের প্রিয় স্যার। এখানে পেয়েছি হাজারো ভাই বোন যারা নিজের পরিবারের মানুষের মত আগলে রাখে।সবাই সবাইকে পজেটিভ কমেন্ট করে।এই প্লাটফর্ম এর প্রতিটি মানুষ আন্তরিক। 

#ফাউন্ডেশন_থেকে_আমার_প্রাপ্তিঃ

এই ফাউন্ডেশনের থেকে আমার প্রাপ্তির হিসেব লিখে শেষ হবে না।এখানে যুক্ত হওয়ার পর থেকে পেয়েছি। কিছুই দিতে পারেনি।এই ফাউন্ডেশন আমার কাছে একটা গাইড বই যেখানে একের ভিতর সব থাকে।আর সব এই পরিবারের মানুষ পেয়ে থাকে।সংক্ষেপে প্রাপ্তির হিসাবঃ

🌱 সবার আগে আমি একটা ভালো মানুষের পরিবার পেয়েছি।

🌱নিজের জীবন কে বদলাতে পেরেছি।

🌱নিজেকে নতুন ভাবে বুজতে শিখেছি।

🌱সুন্দর একটি জীবন গঠনের সুযোগ পেয়েছি।

🌱পজিটিভ মানুষ হতে শিখেছি।

🌱নিজের মধ্যে থাকা নেগেটিভ দিক গুলো দূর করতে পেরেছি।

🌱বাবা মা এর প্রতি ভালোবাসা অনেকে বেড়ে গেছে।

🌱প্রতিদিন সেশন চর্চা করে জড়তা কাটাতে শিখেছি।

🌱১৪ টি স্কিল শিখার সুযোগ পেয়েছি।

🌱উদ্যোক্তা হওয়ার অনেক কলা-কৌশল শিখতে পেরেছি।

🌱নেটওয়ার্ক বৃদ্ধি করতে পারছি প্রতিদিন। 

🌱নিজেকে এবং অন্যকে ভালোবাসতে শিখেছি।

🌱ভালোবাসার অনেক মানুষ পেয়েছি।

🌱নিজের প্রতি আত্মবিশ্বাস বেড়ে গেছে এখন নিজের পায়ে দাঁড়াতে শিখেছি।

🌱ভলেন্টিয়ারিং করতে শিখেছি।

🌱নিজের মানবিক গুন কে জাগ্রত করতেন পেরেছি।

🌱একজন ভালো মানুষ হয়ে বেঁচে থাকার প্রতিজ্ঞা নিচ্ছি।

🌱লিখার দক্ষতা অর্জন করেছি।

🌱অনেক গুলো ভাই বোন পেয়েছি।

🌱একজন মেন্টর, শিক্ষক, অবিভাবক পেয়েছি।

এই প্লাটফর্ম থেকে প্রাপ্তির কথা শেষ হবে না।আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। কারন আমি এই ফাউন্ডেশনের আজীবন সদস্য হতে পেরেছি।চির কৃতজ্ঞতা প্রিয় ভাই বোন দের প্রতি।

#ফাউন্ডেশনের_প্রতি_ভালোবাসা_ও_ভালোলাগাঃ

এই ফাউন্ডেশন হলো ভালোবাসার একটি পরিবার। যুক্ত হওয়ার পর থেকে একটা দিন এই পরিবার থেকে দূরে থাকতে পারিনি। শুধু মাত্র ভালোবাসা এবং ভালোলাগা থেকে।প্রতিদিন সেশন চর্চার মিট আপ গুলোতে যুক্ত হই।নতুন নতুন ভাই বোন দের সাথে পরিচিত হয়ে নিজের নেটওয়ার্কিং, ব্র‍্যান্ডিং ও বন্ডিং তৈরি করি।সবাই সবাইকে আপন মানুষের মত ভালোবাসে।এক দিন সেশন চর্চায় না আসলে মন খারাপ থাকে।

এই ফাউন্ডেশনের মত আর কোনো ফাউন্ডেশনের নেই বিশ্বের কোথাও। এই ফাউন্ডেশনে যুক্ত না হলে কখনও নিজের জীবন বদলাতে পারতাম না।কৃতজ্ঞতা #লক্ষ্মীপুর জেলার ভাই বোন দের প্রতি যারা প্রতিদিন সেশন চর্চায় আয়োজন করে। আর সেশন চর্চার মাধ্যমে আমরা নিজেদের জীবন বদলাতে পেরেছি।

👉ধন্যবাদ সবাইকে মূল্যবান সময় দিয়ে পড়ার জন্য।নতুন বছরে সবাইকে শুভেচ্ছা 🌹🌹



📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭১২

Date:- ০১/০১/২০২২ইং

👩‍🎓আমি তাহামিনা আক্তার 

🏅কমিউনিটি ভলেন্টিয়ার

🎗️ব্যাচঃ১৪ 

✍️রেজিষ্ট্রেশনঃ৬৬৩৯৩ 

🇧🇩জেলাঃ লক্ষ্মীপুর

🏡বর্তমান অবস্থানঃ নোয়াখালী 

🎨কাজ করছিঃ বেবি কাঁথা নিয়ে 

🎀পেইজঃhttps://www.facebook.com/অনলাইন-বেবি-কাঁথা-হাউজ-110173391120586/

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।