আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু
#জীবনের_অসমাপ্ত_গল্প
✅💚🥀আশাকরি আল্লাহর অশেষ মেহেরবানীতে সকলেই ভালো আছেন সুস্থ আছেন।মহান আল্লাহ রব্বুল আলামীনের কাছে ফরিয়াদ করি আল্লাহ আপনাদের সকলকেই ভালো ও সুস্থ রাখুন।কেননা এ যেন এক ভালো মানুষদের মিলন মেলা।আলহামদুলিল্লাহ,
আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি।
শুরুতে,
💚💚💚আমার মনের গহীন হতে যে ভালো লাগা ভালো বাসা তৈরী হয়ছে তার আলোকে আমাদের দেশের ৬৪ টি জেলা ও ৫০ টির বেশী দেশ থেকে যারা অক্লান্ত পরিশ্রম করছেন, কোড় ভলান্টিয়ার, ডিস্ট্রিক এম্বাসেডর, কান্ট্রি এম্বাসেডর, মডারেটর, ভলান্টিয়ার ও অন্যান্য সদস্যদের প্রতি রইলো আমার বিনম্র শ্রদ্ধা দোয়া ও আন্তরিক শুভকামনা ও সীমাহীন ভালোবাসা।
💚💚💚কালজয়ী, সময়উপযোগী মহা নায়ক, সকলের নয়নের আলো,আমাদের সকলের নয়নের মনি, শিক্ষাগুরু, আমাদের সকলের প্রিয় শিক্ষক মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি রইলো মনের গহীন থেকে শ্রদ্ধা ও ভালোবাসা।অফুরন্ত দোয়া ও শুভ কামনা।
আমার_জীবনের_অসমাপ্ত_গল্প
✅✅✅যেখান থেকে মনে পড়ে আমি খুব গরীব ঘরের সন্তান আমার অনেক স্বপ্ন ছিল আমি স্কুলে যাব
মাত্র ৫ম শ্রেণি পযর্ন্ত পড়াশোনা করছি
বাকি স্বপ্নটা কোনদিন পূরণ হয়নি!
✅✅😪স্কুলের বদলে যেতে হয়েছে গারমেন্টসে।
যখন আমার বয়স আনুমানিক 13 বছর তখন থেকে আমার গারমেন্টসে কর্ম জীবন শুরু
প্রথম মাসের বেতন 850 টাকা দিয়ে জীবন যাত্রা শুরু করলাম।
✅✅😪প্রথম দিন অন্যের জামা পরে অফিসে গিয়েছিলাম লিংকিন মেশিনে খোচা লেগে প্রথম দিনই জামাটা ছিড়ে গিয়েছিল।
বেতনের পরে মা নতুন জামা বানিয়ে দিয়েছিল।
✅✅✅মাকে বলেছিলাম মা আমি পড়াশোনা করতে চাই।
মা বলেছিলো?
মারে গরিবের স্বপ্ন কখনো সফল হয় না
আমি কিভাবে তোকে পড়াবো।
✅✅✅সেদিন থেকেই কাজের সাথে লেগে থাকলাম।
সে অনেক লম্বা গঠনা তা না হয় অন্য একদিন বলবো।
তার কয়েক বছর পর আমার বিয়ে হয়ে গেল সেখান থেকেই নতুন জীবন শুরু হলো।
👉👉😪বিয়ের কিছুদিন পরে জানতে পারি সে আগে একটা বিয়ে করেছিল।
অনেক কষ্ট পেয়েছি কথাটি শুনে।
কিন্তু সে আমাকে বলেছে?
আমি তো তাঁকে ছেড়ে দিয়েছে।
আমি বলেছিলাম আগে বিষয়টি জানাতে পারতেন।
আসলে যার কপালে কষ্ট আছে তার আর কি বলার থাকে নিরবে সহ্য করা ছাড়া?!
সে তাকে ছেড়ে দিয়েছিল তার পরেও তাঁর বলার উচিত ছিল যে,আমি বিবাহিত
✅✅✅যাইহোক মেনে নিয়েছি সবার ভাগ্যে তো সব সুখ হয় না। এটা আমি মেনে নিয়েছি যে আমার ভাগ্যে কষ্ট আছে। তাই কষ্টটাকে মেনে নিয়েছি বিয়ের পরেও।
বিয়ের পর একদিনের জন্য চাকরি থেকে বিরতি পেলাম না।
✅✅✅তারপর একদিন এক ভাইয়া বলল আপু আপনি তো অনেক সুন্দর কাজ পারেন
জর্ডান লোক নিচ্ছে আপনি কি যাবেন?
আমি এসে বাসায় তাকে বলেছি আমাদের অফিসের এক ভাইয়া বলেছে?
জর্ডান যাবেন লোক নিচ্ছে আপনি কি বলেন?
সে বললো গেলে তো ভালই হয় যাও।
✅✅✅আমি জার্মান টেকনিক্যাল থেকে ইন্টারভিউ দিয়ে জর্ডান চলে আসলাম।
আমাকে সে দেখিয়েছে আমার জন্য ব্যাংক একাউন্ট করেছে।
সেই একাউন্টে টাকা পাঠাতে বলেছে।
✅✅👉কিন্তু সেটা ভুল বলেছে সেখানেও সে আমার সাথে প্রতারণা করেছে।
সে প্রথম ভেবেছিলো এখানে অনেক টাকা সেলারি পাবো তাই আমাকে সে পাঠিয়েছিল।
আমি প্রতি মাসের পুরা টাকাটা তার কাছে পাঠিয়ে দিতাম।
তারপরেও সে টাকা বেশী করে পাঠানোর বিষয়ে আমার সাথে জগড়া করতো।
এভাবে কস্ট ময় সুখের জীবন অতিবাহিত হতে লাগলো।
👉😪😪তার আনুমানিক এক-দেড় বছর পর হঠাৎ করে জানতে পারি
সে আর একটা বিয়ে করেছে।
✅👉 বিষয়টি আমি জানার পরেও সে আমাকে টাকা পাঠানোর জন্য আমার সাথে জগড়া করতো।
✅✅✅ আমি বলেছি আপনি বিয়ে করে নিয়েছেন আমি কেন আপনাকে টাকা দিব?
👉😪সে আমাকে বলতো
(তুই আমার ওয়াইফ, আমাকে টাকা দিতে হবে )
সে আমাকে হুমকি দিতে লাগলো টাকা না দিলে তোর ছোট ভাইকে মেরে ফেলবো।
এরকম করে সে আমাকে প্রতিনিয়ত ভয় দেখাতো।
✅✅✅👉😪তারপর আমি প্রায় তিন বছর পরে গিয়ে তাকে ডিভোর্স দিয়ে দেয়।
তারপর বাংলাদেশ থেকে আবার জর্ডান চলে আসলাম।
এবার বাংলাদেশ থেকে আসার আগেই ব্যাংক একাউন্ট করে এসেছিলাম।
টাকা বাবা-মাকেও দিচ্ছি নিজেও কিছু জমাতে লাগলাম।
👉👉একদিন ছোট ভাই বলে কি টাকা দাও আমি বললাম আমি যা পারি তাই দিতেছি।
✅✅👉😪 ছোট ভাই বলে স্বামী নাই সংসার নাই এতো টাকা দিয়ে তুমি কি করবা?
এগুলো নিয়ে ছোট ভাইয়ের সাথে ঝগড়া হতে লাগলো।
একপর্যায়ে বলল 10 বছর বিদেশ করলেও আমার এখানে আসতে হবে আমি বললাম দেখা যাক যদি আসতে হয়।
আল্লাহ্ যেন তোর বাড়িতে তোর এখানে আমাকে না নেই।
এরকম করেই চলতে লাগলাম এখনো ওরকমই আছি জানিনা জীবন টা আর কোথায় গিয়ে দাঁড়ায়
✅✅✅তারপর থেকে অনেক হতাশার সাথে জীবন পার করছি।
ফেসবুকে একদিন ইকবাল বাহার জাহিদ স্যারের একটা ভিডিও দেখলাম
তখন থেকে তাকে ফলো করতে লাগলাম তার মোটিভেশনাল ভিডিও গুলো দেখতে লাগলাম এত সুন্দর করে একজন মানুষকে বোঝায়!
👉👉এরকম আমার ফ্যামিলি আমাকে কখনো বুঝায় না তারপর আমি দেখেছি স্যার বলেন যে আপনাকে দিয়ে হবে।
আমাকে কখনো আমার ফ্যামিলি ও বলেনি আমাকে দিয়ে হবে।
✅স্যারের মুখ থেকে শুনেছি মনে হচ্ছে যে আমাকে বলছে
লেগে থাকুন
শুরু করুন
💚💚💚 আপনাকে দিয়েই হবে।এ কথাটা শুনলে মনে হয় সবাই পারলে আমি কেন পারব না।
আমার একটা জায়গা অনেক দুর্বল আমি পড়াশোনা জানিনা।
স্যারের কথা যেটাই বলি না কেন কম হবে
✅✅✅আমি তার কথা শুনলে আমার মনে হয় যে আমার অভিভাবক আমাকে বলছে।
আল্লাহ আল্লাহ যেন স্যারকে নেক হায়াত দান করে আল্লাহর কাছে এই দোয়া করি।
আমার মত পথ হারা মানুষকে সে পথ দেখার দিশা দিয়েছে
স্যারের মত ভালো মানুষ হয়না
স্যার যেন আল্লাহ অনেকদিন বাঁচিয়ে রাখেন।
🤲🤲🤲স্যার যখন অসুস্থ হয়েছিল অনেক খারাপ লেগেছিল আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ আল্লাহ স্যারকে আপনি সুস্থ করে দেন সে অনেক ভালো একজন মানুষ।
স্যারের মত মানুষ আল্লাহ যেন বাংলাদেশের প্রতিটি ঘরেই দেয়।
💚💚💚স্যারের দেখানো পথে এগিয়ে আমিও গুরে দাড়াতে চাই।
সবাই আমার জন্য দোয়া করবেন।
স্বপ্ন দেখুন
সাহস করুন
শুরু করুন
লেগে থাকুন
সফলতা আসবে ইনশাআল্লাহ।
💚🥀💚এখন পর্যন্ত আমার গল্পটি ধৈর্য সহকারে যে সকল প্রিয় ভাই এবং বোনেরা পড়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ।
🙏🙏আমার কথা বলার মাঝে ভাষাগত বাক্যগত অনেক ভুল-ত্রুটি থাকবে সকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
শুভেচ্ছান্তে💚🥀💚
আমি
👩🦳আফরোজা আক্তার
🎖ব্যাচ ১৪
🔰রেজিস্ট্রেশন ৬৮০২১
🇧🇩নিজ জেলাঃ কিশোরগঞ্জ
🏘️বর্তমান অবস্থান জর্ডান প্রবাসী ইউ এ ই একজন রেমিট্যান্স যোদ্ধা
পেজ লিংক
https://www.facebook.com/Nissad-collection-109341518244490/
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।