See More Post

ভুলের ক্ষমা আছে তবে,বেঈমানির ক্ষমা নাই

একজন অসহায় বাবা যখন তার সর্বোচ্চ সম্বল বিক্রি করে মেয়েকে সুখে সংসার করার জন্য বিয়ে দেয়।

তারপরও যখন সর্বোচ্চ চেষ্টা করে তার সংসার টা টিকাতে পারেনা।

তখন দোষ টা তো তার পরিবারের না😢

আজ ৩রা জানুয়ারী

২০২০সালের আজকের এই দিনেই সেই মানব টির সাথে সম্পূর্ন পারিবারিকভাবেই আমার বিয়ে হয়😪

যে কিনা প্রথম দেখাতে আমাকে পছন্দ করে ফেলে।

এমনকি আমাকে সারাজীবনের জন্য পাওয়ার জন্য কত নামাজ-দোয়া দুরুদ নাকি পড়েছে।

যা আমি বিয়ের পর তার মুখ থেকেই শুনি।

কিন্তু আফসোসের বিষয় হচ্ছে যে মানুষটা আমাকে আল্লাহর কাছে এই ভাবে চেয়েছে সেই মানুষটাই একসময় তার পরিবারের জন্য আমাকে ছেড়ে চলে গিয়েছে😒

হুম এটাই বাস্তবতা☹️

আমরা আল্লাহর কাছে চাইতে পারি ঠিকি কিন্তু পেলে তা সবাই ধরে রাখতে পারিনা।

ভালোবাসা :এই মানবটিকে আমি অনেক ভালোবাসতাম।এতোটাই ভালোবাসতাম তার এবং তার পরিবারের সব অন্যায় আবদার গুলো সর্বদা মাথা পেতে নিতাম😢

হুম যতদিন বাবার বাড়ি ছিলাম ততদিন ফিল করতাম সে আমার কোনো আবদার পূরন করুক বা না করুক সে আমাকে যথেষ্ট ভালোবাসে।

যদিও কখনো কোনো আবদার করিনি তার কাছে,কারন সে ছিল বেকার🥺

সে যাইহোক,তাকে আমি প্রচন্ড রকমের ভালোবাসতাম😢

তাকে নিয়ে প্রসঙ্গ-১

বিয়ের পর যখন দেখলাম জামাই বেকার,শাশুড়ি-শশুড়,ননদ,জেঠি শাশুড়ি আমাকে খাবারের খোঁটা+ভিবিন্ন ভাবে কথা শুনাতো তখন জামাইর জন্য কয়েক টা জব ঠিক করেছিলাম।বাট সে দুরে গিয়ে জব করবেনা।

কারন তার মা-বাবা তাকে দুরে জব করতে পাঠাবেনা।কিন্তু আমাকে ঠিকি খোঁটা দিত...

কোনো সময়ে চাকরির কথা বললে বলতো আমি নাকি তার বাবা-মা কে নিয়ে থাকতে চাইনা।

বিয়ের পর শশুড় বাড়িতে একটানা ৪দিন এক কাপড়ে থাকার পর একটা প্রিন্টের কাপড় লাগবে বলাতে শাশুড়ি বলেছিল তোর জামাই বেকার ক্যা??😒

অথচ বিয়ের আগে সেই শাশুড়ি আমাকে দেখতে গিয়ে নিজ মুখে বলেছিল ছেলে জব করে😢

সংসারে খোটা শুনতে শুনতে এক পর্যায়ে সংসার টাকে টিকিয়ে রাখার জন্য ডিসিশন নিলাম দুজনে মিলে শহরে চলে যাব😭

ভাবলাম সে যে কোনো একটা চাকরি করবে আর আমি একটা কেজি স্কুলে জব-টিউশনি করাবো।তাতে শহরে বাসা ভাড়া,খাওয়া-দাওয়া হয়েও শশুড়-শাশুড়ি কে কিছু দিতে পারবো।

(যদিও আমার মা-বাবা কখনোই শহরে যেতে দিতনা।কারন, মা বাবা কষ্ট করে আমাদের ৫বোনকে কে মানুষ করেছে।বাট কখনো কষ্ট কি জিনিস সেটা আমাদের কে বুঝতে দেয়নি।চাওয়ার আগেই সব আশা পূরন করতো)

কিন্তু তার ছিল না কোনো কর্ম তবে ছিল সেই লেভেলের প্রেস্টিজ😢

প্রেস্টিজের জন্য চাকরি ও করবেনা আমাকে ও খোঁটা শুনাবে😥

প্রসঙ্গ-২

ডিভোর্সের আগে যখন বাপের বাড়িতে ৫মাস ছিলাম।তখন সংসার টা টিকানোর জন্য বার বার ওকে বলেছি চলো দুজনে ২০তারিখের আগে কোথাও চলে যাই(২০তারিখ ডিভোর্সের ডেট)।পরিস্থিতি স্বাভাবিক হলে চলে আসবো।তার একটাই কথা ছিল,আমি নাকি তার মা-বাবা কে নিয়ে থাকতে চাইনা😥

আমার বৃদ্ধ নানু যখন আমাদের বাড়িতে এসে হাজার বার তাকে বেহাইয়ার মত কল দিয়েছে আসার জন্য।সে আমার নানুর মুখের উপর বলে দিয়েছে 1st To last সে আমাদের বাড়িতে আসবেনা😢

(নানু আমাকে খুব আদর করে তাই হয়তো এতোবার বেহাইয়ার মতন কল দিয়েছিল)

আমার আম্মু-আব্বুর সাথে ফোনে খারাপ আচরন করার পরও আমি যখন বললাম তুমি আসো, আমার মা-বাবার কোনো ছেলে সন্তান নাই,তারা তোমাকে ক্ষমা করে দিবে।

সব ঠিক হয়ে যাবে আগের মতন...

সে উত্তরে বলেছিল সব ঠেকা কি আমার(ওনার)?😢

আরো কত কী?

সংসার টা টিকানোর জন্য হাজার টা সুযোগ দিয়েছিলাম তাকে, সে কাজে লাগায়নি।

ডিভোর্সের দিন জনসম্মুখে তাদের এলাকার মেম্বার বলেছিল আমি নাকি নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি🙄

আজ সেই মেম্বারটাকে খুব বলতে ইচ্ছে করছে এই যে দেখেন আমি নিজের পায়ে নিজে কুড়াল মারিনি।

আমার ও বলেছিল আমার মা-বাবা,বোন-দোলাভাই নাকি আমার সংসার টা ভেঙ্গে দিচ্ছে।অথচ এই মা-বাবা,বোন-দোলাভাই ও সংসার টা কে টিকাতে চেয়েছে।

আমার মা কতো বলেছে একদিকে চলে যা দুজনে😭

ডিভোর্সের ২মাস পর আমাকে আমার ওনি বললো তার নাকি পরিবার কে ও লাগবে আমাকেও লাগবে😲

রাগে-ক্রোধে কিছু কথা শুনিয়ে দিলাম😡

সেদিন কোথায় ছিল এই ভালোবাসা?যেদিন মা-বাবার কথায় ডিভোর্স পেপারে সাইন করেছিল😢

বলতে পারেন কোর্ট-কাচারি তে না যাওয়ার মধ্যে কিছু কারন ছিল,সেটা হলো তার প্রতি আমার অতিরিক্ত ভালোবাসা।তাকে সত্যিই অনেক বেশি ভালো বাসতাম।

যার মাসুল এখনো দিচ্ছি😭

শুনলাম বেচারা নাকি এখন আমাকে চায়।আমার অপেক্ষায় আছে।সে আমার প্রতিটা পোস্ট ফলো করে মা-বাবার জন্য তো আমাকে পর করেছে।আমি না খারাপ ছিলাম আমি তো চলে এসেছি।এখন তো তার পরিবার নিয়ে ভালো থাকার কথা।

এখন কেনো আমাকে চাচ্ছে?হয়তো আরো প্রতিশোধ নেয়ার বাকি আছে...

সবার সব অপমান,অবহেলা,অত্যাচারের কথা আমার মনে আছে।তাই আজ আমার এই সংগ্রাম।

তবে,তাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। কারন,তারা আমাকে বাস্তবতা কি সেটা শিখিয়েছে😒

তারা যদি আমার সাথে বিশ্বাসঘাতকতা না করতো তো আমার আজ প্রতিষ্ঠিত হবার এই প্রত্যেয় হতোনা।

একটা জিনিস আমি খুব করে ফিল করি।

যাকে ভালোবাসা যায় তাকে নাকি ভুলা যায় না😢

কিন্তু আমি তাকে মনে রাখতে পারিনা।

সে যখন আমাকে ডিভোর্সের ২মাস পর থেকে ডিস্টার্ব করতো খুব চেষ্টা করতাম ওর প্রতি ভালোবাসা তৈরি করার। কিন্তু সেই ফিলিংস আমার আজো আসেনা।

কারন,আমার সব আশা,স্বপ্নগুলোকে সে নিজের হাতে হত্যা করেছে।সে যদি চাইতো তো আজো আমরা একসাথে কাটাতে পারতাম জীবনের বাকিটা সময়।

কিন্তু সে চায়নি😭

আমি জানি ক্ষমা মহত্বের লক্ষন

তবে এটাও জানি,ভুলের ক্ষমা আছে।তবে,বেঈমানির ক্ষমা নাই।তাই আমিও তাকে কখনোই ক্ষমা করতে পারবোনা🙏

সর্বোপরি অশেষ কৃতজ্ঞতা আমার শ্রদ্বেয় মেন্টর জনাব Iqbal Bahar Zahid স্যারের প্রতি।যার শিক্ষায় আজ আমি সফলতার পথে হাটছি।

এই মানুষটির প্রতি সর্বদা সম্মান,ভালোবাসা,কৃতজ্ঞতা জানাই।যার অনুপ্রেরণায় মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসে আজো সংগ্রাম করছি সফলতার জন্য❤️

ভালোবাসার পরিবারের প্রত্যেক ভালোবাসার মানুষগুলোর প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ।আপনাদের অনুপ্রেরণা,সাপোর্ট ই আমার চলার পথ আরো প্রশস্থ করছে।

সবার দোয়া ও ভালোবাসায় আমি আরো হাজার মাইল পথ পেরোতে চাই।

সবার জন্য দোয়া ও শুভকামনা রইল❤️


📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭১৪

Date:- ০৩/০১/২০২২ইং

 আমেনা আক্তার

কমিউনিটি ভলান্টিয়ার

রেজিষ্ট্রেশন টিম মেম্বার

সোশ্যাল মিডিয়া ফিডব্যাক টিম

ব্যাচ:১৪/৬২৭৮৩

মানিকছড়ি,খাগড়াছড়ি।

আমার পেজ:https://www.facebook.com/bangaliyana90/

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।