See More Post

নিজের একটা প্রতিষ্ঠান থাকবে

আসসালামু আলাইকুম। প্রিয় গ্রুপের সকল ভাই ও বোনেরা কেমন আছেন সবাই? আমি ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই আমাদের সবার ভালবাসার মানুষ, প্রিয় ব্যাক্তি, উদ্দ্যোক্তা তৈরির কারিগর জনাব Iqbal Bahar Zahid স্যারকে।

আজ আমি আমার এবং আমাদের গ্রুপের ব্যাপারে কিছু কথা বলবো। আমি যখন অনেক ছোট ক্লাস 2 কিমবা 3 তে পড়ি। তখন আমার দাদার ইচ্ছা ছিল আমাকে ডাক্তার বানাবে। আমি গরিবদের সেবা যন্ত করবো। একজন ভাল মানুষ হবো ইত্যদি। আমার পরিবারের ইচ্ছা একটা ভাল চাকরি করলেই হবে। কিন্তু আমি তখন থেকেই স্বপ্ন দেখতাম,  নিজে কিছু একটা করবো। নিজের একটা প্রতিষ্ঠান থাকবে। সেখানে অনেক লোক কাজ করবে। সে কারনেই J S C পড়িক্ষার পর বানিয্য বিভাগ নিয়ে পড়া লেখা শুরু করলাম। বাবা কাতার থাকে বাড়ি এনডোয়েট ফোন বলতে শুধু আম্মুর ফোন। থাকে বড় ভাইয়ের কাছে। আব্বা যখন ছুটিতে বাড়ি আসে ভাইয়ের জন্য একটা ফেন নিয়ে আসে আর ভাইয়ের বাটন ফোনটা দেয় আমাকে। আম্মুর ফোন তখন আমি মাঝে মধ্য ধরি। আমার S S C পড়িক্ষা শেষ হওয়ার পর আম্মুর ফোন দিয়ে একটা ফেসবুক আইডি খুলি। তারপর Youtube এ ব্যবসা সক্রান্ত ভিডিও দেখা শুরু করি। একদিন আমাদের স্যারের একটা ভিডিও দেখি যেখানে স্যার আমাদের গ্রুপ সম্পকে বলছিল। তো স্যারের কমেন্ট বক্সে আমি গ্রুপের লিঙ্ক চেয়ে একটা কমেন্ট করি। স্যার গ্রুপের লিঙ্কটা দেন। তখন আমি গ্রুপে যয়েন্ট করি। দিনটা ছিল ২৩ শে জুলাই ২০১৯। গ্রুপে ঢুকে স্যারকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠায় জানতাম এত বড় একজন লোক সে আমার রিকুয়েস্ট একসেপ্ট করবে না। তারপর ও দিলাম। যেই কথা সেই কাজ স্যার আমার রিকুয়েস্ট ডিলিট করে দেই। আমি একদিন খেয়াল করলাম স্যার প্রতি মাসে টপ ২০ তারোকাদের রিকুয়েস্ট পাঠায়। যদি ও আমার কোন ফোন নাই তবু আম্মুর ফোন দিয়ে চেষ্টা শুরু করলাম টপ ২০ তারোকার মধ্য থাকার জন্য। অবিশ্যর্শ ভাবে পরের মাস অর্থাত আগষ্ট মাসের শেষের দিন রাতে দেখি স্যার আমাকে রিকুয়েস্ট পাঠাইছে। দেখে তো আমি অবাগ। তারাতারি করে গ্রুপে ঢুকে দেখি টপ ২০ এর মধ্য ৯ তম স্থানে আমি। সে দিন রাতে আমি কি করবো কিছু ভেবে পাচ্ছিলাম না। আমি ওই দিন রাতে কতটা আনন্দিত হয়েছিলাম বলে বোঝাতে পারবো না। 

মানুষ মন থেকে যদি কিছু চায় তবে সে সেটা পাবে তার জলন্ত প্রমান আমি নিজে। নিজের ফোন না থাকার সত্তেও আমি স্যারে ফ্রেন্ড লিস্টে থাকতে পেরিছি। নিজের ইচ্ছার শক্তির উপর ভর করে।



📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৮৫

Date:- ১১/১২/২০১৯ ইং

কাউছার শেখ।

 ৭ম ব্যাচ।

কমিউনিটি ভলিন্টিয়ার।

রাজবাড়ি

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।