See More Post

তখনই আব্বু খাওয়া-দাওয়া না করেই আমার স্কুলে আসে।

তখনই আব্বু খাওয়া-দাওয়া না করেই আমার স্কুলে আসে। স্কুল আমাদের বাড়ি থেকে কাছে ছিল। আমার জন্য একটি পাওয়া রুটি কিনে নিয়ে আসে।
তখন আমি অনেক খুশি হইয়া বাবাকে জড়িয়ে ধরি। বাবাও জড়িয়ে ধরে আমাকে ওই কথা মনে হলে এখনো আমার বাবার প্রতি ভালোবাসা এবং মায়া কখনো ভুলতে পারিনা।
🌿আমি ক্লাস সেভেনে পরা অবস্থায় বাবা একদিন স্কুলে আসে আমাকে খোঁজ করার জন্য কিন্তু আমাকে স্কুলের না পেয়ে খোঁজাখুঁজি করে। আমার মামার বাড়িতে যায় এবং বাড়িতে খোঁজ করে। আমার এলাকায় অনেক খোজাখুজি করেন। আমাকে না পেয়ে পরবর্তীতে মাই কে অ্যালাউন্স করে কারণ স্কুলের বন্ধুর পাল্লায় পড়ে স্কুলের নাম করে পিকনিকে গিয়েছিলাম ফিরতে অনেক দেরি হয়। ঐদিন বাবার অবস্থা অনেক খারাপ হয়েছিল। বাবা আমাকে অনেক ভালোবাসে তাই পরবর্তীতে আমাকে মারতে চাইছিলো কিন্তু আবার কি বলে আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছিল।
🌿আমাকে একা কোথায়ও যাইতে দিত না, আমি অনেক আদরের ছিলাম ।
একা কোথাও যেতে দিত না।
তাই স্কুলের বন্ধুর সাথে স্কুলের নাম করে পিকনিকে গিয়েছিলাম।
আমি বুঝতে পারিনি এমনটা হবে।
🌿আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন মুক্তিযুদ্ধের প্রথম থেকে মেজর ওসমানীর ডাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।
প্রথম থেকেই সক্রিয়ভাবে আমার বাবা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তখন ভারতে ট্রেনিংয়ের জন্য গিয়েছিলেন ওখান থেকে এসে যখন যে এলাকায় যুদ্ধের জন্য ডাকত সেখানেই যাইতো ঢাকায়, চাঁদপুরে, এবং কুমিল্লা, ওখানে চলে যেত। যুদ্ধ অবস্থায় দুই মাস পরে একবারে বাড়ি থেকে চলে যায় যুদ্ধ করার জন্য। এভাবে অনেকদিন হয়ে যায় পাঁচ মাস যোগাযোগের কোন ব্যবস্থা ছিল না। এমন অবস্থায় আমার দাদা এবং কাকারা সবাই জানতেন হয়তো আমার বাবা মারা গেছেন। এটা নিয়ে আমাদের ফ্যামিলিতে সুকের ছায়া নেমে আসছিল। অনেক মুক্তিযুদ্ধের মৃত্যুর সংবাদ শুনে। সবাই কান্নাকাটি করছিল। পরবর্তীতে দুই নম্বর সেক্টরে যুদ্ধ করেন। অনেক সফলতার সাথে নয় মাস যুদ্ধ করে আল্লাহর অশেষ রহমতে সুস্থ অবস্থায় আব্বু বাড়িতে ফিরে আসে। আব্বুকে কেউ চিনতে পারে না এবং সবাই এলাকার ভিতরে একটা বিড় সৃষ্টি হয় । মানুষ দেখার জন্য আসে কারণ আমাদের এলাকা থেকে মাত্র তিনজন যুদ্ধে অংশগ্রহণ করেছিল তার মধ্যে ছিল আমার বাবা একজন।
🌿আমার বয়স যখন তেরো চৌদ্দ বছর হবে। তখন আব্বুর সময় বয়সি কাকারা মুক্তিযোদ্ধা বলে টিটকারি করে করতো।
মোহাম্মদ মাহবুব আলম
👉ব্যাচ 12
👉রেজিস্ট্রেশন 38385
👉জেলাঃ চাঁদপুর
👉upazilaশাহরাস্তি
👉বর্তমানে ঢাকা ধানমন্ডি জোন
👉ব্লাড গ্রুপ বি পজেটিভ
👉ব্লাড ম্যানেজমেন্ট টিমের সদস্য
👉কমিউনিটি ভলান্টিয়ার
👉মোবাইল নাম্বার 01740 54 88 13

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।