See More Post

আমার বাবা অনেক কষ্ট করে আমাদের জন্য,আমরা গরীব মানুষ তখন থেকে আব্বার কষ্ট দেখে আমি ভাবলাম আমার ও কিছু করতে হবে।

🌺🌺বিসমিল্লাহির রাহমানির রাহিম 🌺🌺

🌺🌺🌺আসসালামুআলাইকুম🌺🌺🌺


👉শুরুতেই মহান আল্লাহ্‌ তায়ালার নিকট শুকরিয়া। আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে এবং সকলের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ্। আল্লাহ পাক আমাদের এই মহামারি সময় প্রথিবীতে রহমত দান করুন। সবার জন্য দোয়া রইল।


👉কৃতজ্ঞতা, ভালোবাসা এবং শ্রদ্ধা প্রিয় মেন্টর জনাব Iqbal Bahar Zahid স্যারের প্রতি যিনি অনেক স্বপ্নবাজ তরুন-তরুনীদের স্বপ্ন পুরনের জন্য তৈরি করেছেন বিশাল এই অনলাইন প্লাটফর্ম। এই প্লাটফর্ম এ নারী-পুরুষ সমান তালে স্বপ্ন পুরনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।যার কারনে আমরা সবাই ঘরে বসে বিশাল প্লাটফর্মে বিজনেস করার সুযোগ পাচ্ছি। আল্লাহ পাকের কাছে দোয়া রইলো প্রিয় স্যারকে নেক হায়াত ও সুস্থতা দান করুন, আমিন।


👉প্লাটর্ফমের সকল সদস্যের প্রতি আন্তরিক সুভেচ্ছা ওঅভিনন্দন রইল, আজ আমি সবার সাথে আমার জীবনের কিছু কথা শেয়ার করব,


👉আমার জীবনের ঘটে যাওয়া কিছু ঘটনা বলবো। আপনাদের হাত থেকে যদি ১০টা মিনিট সময় চেয়ে নিলাম, হয়তো আমার গল্পে আপনার এবং আমার দুজনের উপকারে আসবে। 


👉আমি খুব সাধারণ পরিবারের একটি ছেলে, আমার বাবা একজন কৃষক।

আমি যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে দেখেছি 

আমার বাবা অনেক কষ্ট করে আমাদের জন্য,আমরা গরীব মানুষ তখন থেকে আব্বার কষ্ট দেখে আমি ভাবলাম আমার ও কিছু করতে হবে। 


👉আমার পরিবার এবং আব্বারে সাহায্য করা যায় কিভাবে ভাবতে লাগলাম।আমি ভাবলাম কি এমন করা যায় যেটা পড়ালেখার পাশাপাশি, আমার আগে থেকেই কেন জানি ব্যবসা ভালো লাগে, যাই হোক ভাবতে ভাবতে একদিন আমাদের ঐখানে একটা ওয়াজমাহফিল ঐখানে গেলাম, দেখলাম যে ঐখানে অনেকে ভ্যান করে টেবিলে করে ঝাল মুড়ি, বাদাম,গজা ভাজা, টেডি চানাচুর বিক্রি করতেছে এবং ভালো বেচা কেনা হচ্ছে, আমি মনে মনে ভাবলাম যে এখান থেকে যে কোন একটা কিছু বিক্রি করতে হব।


👉আমি বাড়ি গেলাম ভাবতে ভাবতে ভেবে পেলাম, যে বাদামের ব্যবসা করবো, বাড়ি যেয়ে মাকে বললাম মা আমি বাদাম বিক্রি করতে চাই, মা বললো হটাৎ কি হলো আমি বললাম কিছু জানিনা সামনের মাহফিলে আমি বাদাম বিক্রি করবো, আব্বারে বলবা বাদাম কিনে এনে দিতে, অনেক বলার পরে মা বললো আচ্ছা ঠিক আছে। 


👉তার পর আব্বা দুই কেজি বাদাম কিনে এনে দিলো, মাহফিলের দিন বাদাম বিক্রি করলাম আমার ভালোই লাভ হলো, তার পর থেকেই আসলে শুরু হলো এভাবে ব্যবসা, যেখানে অনুষ্ঠান হয় সেখানে আমি বাদাম, চানাচুর, ঝাল মুড়ি এগুলোতে বিক্রি করতে লাগলাম।


👉তার পর মনে চাইলো এটা না এর থেকে ভালো কিছু করতে হবে তার পর বাজারে বিভিন্ন প্রকার গুড় বিক্রি করতে লাগলাম।


👉এর মাঝে আরও অনেক ব্যাবসা করেছি,

তার পর ভাবতে লাগলাম এখন তো বড় হচ্ছি এসব ব্যবসা অনেক মানুষ অনেক কিছু বলে তবে বলে বলুক সমস্যা নেই কিন্তু এমন কিছু করতে হবে যাতে না বলতে পারে, তার পর কিছু দিন পর শুনলাম একটা বাজারে একটি কম্পিউটারসহ কিছু পুরাতন মালামাল বিক্রি করবে, তখন আমার ইকবাল বাহার জাহিদ স্যারের দিক নির্দেশনা আমার মাথায় ঘুর ঘুর করছিল, তাই ভাবলাম যে এখন তো ডিজিটাল যুগ কম্পিউটার চালানো শিখাটা ভালো কিন্তু যে পরিবারে জন্ম কম্পিউটার কিনে কখনো শিখতে পারবো না।


👉তাই ভেবে কম্পিউটারসহ ঐ মালামাল কিনে নিলাম বাড়ি থেকে যদিও রাজি ছিল না কিন্তু বুঝানোর পর রাজি হলো।


👉তার পর কম্পিউটার এর কিছু কাজ শিখলাম শিখে শুরুতে গান ভরা, মোবাইল সার্ভিসিং, আর ছবি তোলা দিয়ে শুরু করলাম। তার পর থেকে ভালো ই চলতে ছিলো, দুই বছর হলো এখন কম্পিউটার এর পাশাপাশি জুতা ছেন্ডেল,কসমিটিক,মোবাইলের সমগ্রি সহ বিভিন্ন প্রকার মালামাল বিক্রি করি, আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি।


👉প্রিয় স্যারের মহৎ সকল কর্ম দেখে, আমি আপনাদের নিকট আমার উদ্যেগের বিষয় বলিলাম, আমার ছোট কালের ইচ্ছে যে আমি একজন ব্যাবসায়ি হইবো, আমি উদ্যেগ নিয়েছি যে, বর্তমান যেহেতু ইন্টারনেটের যুগ,সেহেতু যত দিন যাবে মানুষ এই ইন্টারনেটে বেশি সময় দিবে,আর যেখানে মানুষ বেশি সেখানে ব্যাবসা করা ও সহজ,তাই আমি অনলাইনে ব্যবসা করতে চাই, আমার ইচ্ছে আমি বিভিন্ন সোসালমিডিয়াতে আমার পন্যসামগ্রিই বিক্রি করতে চাই।  


👉যেমনঃ ফেসবুক গ্রুপ এ, ফেসবুক পেজ এ,ইউটিউব এ,ইনস্টাগ্রামে, টুইটারে, পিন্টারেস্ট এ, গুগল ব্লোগার সাইডে, দারাজয়ে আমার এ সকল বিষয় ধারণা আছে আমি (আউটসোর্সিং ইন্সটিটিউট জামাল স্যার) এর ভিডিও দেখে শিখেছি এবং ব্যাবসায়ি বিষয় গুলো ( নিজের বলার মত গল্প ফাউন্ডেশন থেকে জনাব ইকবাল বাহার জাহিদ স্যার) এর কাছ থেকে শিখেছি।


👉বর্তমান আমি আমার গ্রাম এ ছোট একটা দোকান চালাই, আমি এস এস সি এবং এইস এস সি পাস করেছি,এখন আপনারা সবাই দোয়া করবেন আমি যেন স্যারের নির্দেশনা মত চলে লেখা পড়া শেষ করে একজন সফল উদ্যোগক্তা হতে পারি।


👉আমি নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের একজন আজীবন সদস্য আমার নাম।


স্টাটাস অফ দি ডেঃ৭২৫

তারিখঃ১৮-১-২০২২

মোঃ মানিক শেখ 

ব্যচ নং - ১৩ 

রেজিষ্ট্রেশন নং- ৫৭৬৫৯

জেলাঃ- গোপালগঞ্জ।

অবস্থান গোপালগঞ্জ সদর।

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।