দীর্ঘদিন যাবৎ বাসায় হেলায় খেলায় সময় পার করছিলাম কখনো ভাবতে পারিনি যে আমার সামনে কেমন পরিস্থিতি অপেক্ষা করছে
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন
মহান রবের নিকট প্রার্থনা করি
যারা করোনা নামক মহামারীতে আক্রান্ত হয়ে
এই ধরাধামের মায়া ত্যাগ করে
পরপারে পাড়ি জমিয়েছেন
তাদের রুহের মাগফেরাতের জন্য।
আরো দোয়া করি
যারা মহামারীতে আক্রান্ত হয়েও
সুস্থ হয়ে পৃথিবীর আলো দেখতে পাচ্ছেন
এবং এখনো যারা সুস্থ আছেন তাদের জন্য।
আল্লাহ যেন সকলকেই সর্ব প্রকারের বালা মুসিবত থেকে রক্ষা করেন। آمین
اللهم احفظنا من كل المصائب
শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের প্রিয় শিক্ষক
একজন সপ্নবাজ মানুষ,
বর্তমান সময়ের একজন নিবেদিত প্রাণ
"নিজের বলার মতো একটা গল্প" ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা
জনাব, Iqbal Bahar Zahid স্যারের প্রতি।
আমার জীবনের নব্য তৈরি
ছোট একটি গল্প শেয়ার করছি।
আমি যখন নিজের জীবনের গুরুত্বপূর্ণ সময়ে উপনীত
তখন আমি ছিলাম হতাশার বেড়াজালে আবদ্ধ
করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায়
দীর্ঘদিন যাবৎ বাসায় হেলায় খেলায় সময় পার করছিলাম কখনো ভাবতে পারিনি যে আমার সামনে
কেমন পরিস্থিতি অপেক্ষা করছে
যেহেতু আমি মধ্যবিত্ত পরিবারের
দুই বোন এক ভাই এর মধ্যে সবার ছোট
বাবা মারা যাওয়ায় ও বোনদের বিয়ে হয়ে যাওয়াতে পরিবারে বাকি রয়েছি আম্মু আর আমি
স্বাভাবিকভাবেই পরিবার হাল ধরার দায়িত্বটা
আমার উপরেই বর্তায়।
এমন সময় অতিরিক্ত টেনশনের কারণে
আমি ভেঙে পরছিলাম।
চারদিক থেকে নিরব আওয়াজ শুনতে পাচ্ছিলাম
পরিবারের দায়িত্ব নেওয়ার সময় হয়েছে এখন তোমার।
তোমাকে কিছু একটা করতে হবে
আর নয় অন্যের উপরে ভরসা করে চলা
নতুন করে আমাকে কিছু একটা করতেই হবে
তাই আমি অনলাইনে ঘাটাঘাটি শুরু করলাম
বিভিন্ন বিষয়ে ব্যবসার আইডিয়া নিলাম
পরিপূর্ণ ভাবে সিদ্ধান্ত নিতে পারছিলাম না যে
কোন বিষয় নিয়ে কাজ শুরু করব।
কখনও মন বলে এই বিষয় নিয়ে কাজ করি
অনেক ভালো হবে
আবার কখনো মন বলে না
আরো ভালো কোন বিষয় নিয়ে কাজ করলে হয়তো আরো ভালো সফলতা পাওয়া যাবে।
অতঃপর একদিন অনলাইনে বিভিন্ন বিষয় নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে
একটি পোষ্টের উপর দৃষ্টি নিবদ্ধ হলো
যেটা ছিল
আমাদের ভালো মানুষদের প্রিয় সংগঠন
To Be an Entrepreneur নিজের বলার মত একটা গল্প Foundation এর কোন এক ভাইয়ের পোস্ট
লেখাটা দীর্ঘ হলেও আমি পুরোটাই পড়লাম।
এবং অভিভূত হলাম
আর আমি খুব আশান্বিতও হলাম যে
এই গ্রুপের মাধ্যমে আমি কিছু একটা করতে পারব
কারণ আমি এই গ্রুপের কয়েকটি পোস্ট পড়ে অনেকের জীবনের পরিবর্তনের গল্প সম্পর্কে জানতে পেলাম
আর নিজের জীবনেও পরিবর্তনের ঠেউ অনুভব করতে পারছিলাম।
অতঃপর আমি এই গ্রুপে রেজিস্ট্রেশন করলাম।
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬১৬
Date:- ০৬/০৯/২০২১
আমি কাজ করছি
মেয়েদের বিভিন্ন প্রকার দেশীয় থ্রি পিস ও শাড়ি
এবং ছেলেদের প্যান্ট,গেঞ্জি, টি-শার্ট আইটেম নিয়ে
আমার পেইজ
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬১৬
Date:- ০৬/০৯/২০২১
মুহা.সাইফুল্লাহ সাইফ
ব্যাচ নাম্বার :15
রেজি নাম্বার :68626
জেলার নাম: বরিশাল
থানা: কাউনিয়া
বর্তমান অবস্থান : ~ঢাকা ~নিউমার্কেট