See More Post

আপাতত এই টুকু বলিস তারপর না হয় গ্রুপে জয়েন করার পর জানবে বাকি টা

আসসালামু আলাইকুম, 


আজ হাটের দিন অনেক দিন পর আবার হাটের সেই আমেজ টা পাচ্ছি, নিজের মনে অনেক আনন্দ লাগছে,, 


তাই আজ  👉👉 আপনাদের জন্য 


        ☘️ গল্পে গল্পে সেল পোস্ট   নিয়ে এলাম, যদি   আপনাদের বিবেচনায় ভাল  গল্প হয় তাহলে গিফট পেতে পারি। 


👉👉 দয়া করে পুরু টা পড়ে তারপর গঠন মূলক কমেন্ট করেবেন আশা করি। 


 👨‍🎨👨‍🎨  আমার ফার্মেসী তে আমার চাচাত ছোট ভাইয়ের সাথে  মাঝেমধ্যে টুক টাক কথা হয় গ্রুপ নিয়ে তার কিছুটা নিয়ে আর কিছুটা ভেবে  আজকের গল্পে গল্পে সেল পোস্ট টা দিচ্ছি। 


 🕋🕋  ১মে আল্লাহ ও রাব্বুল আলামীন কে শুকরিয়া জানাচ্ছি  আমাকে এখনও সুস্থ সবল ভাবে রেখেছেন।


💒  তারপর আমার রাসুল সাঃ এর পাক রওজা মোবারকে লক্ষ কোটি দরুদ ও সালাম   জানাচ্ছি যার জন্ম না হলে এই পৃথিবীর সৃষ্টি হত না এমনকি আমিও সৃষ্টি হতাম না। 


🕌  তারপর আমার মুর্শিদ কে কদম মুছি জানাচ্ছি  যার জন্য আমি আল্লাহ ও রাসুলের কাছে যাওয়ার সহজ রাস্তা চিনেছি । 


👉👉  তারপর বাবা মা, আমাদের লক্ষ প্রানের আইডল লক্ষ কোটি মানুষের ২ বেলা ভাত মাছ খেয়ে  সুখে বেঁচে থাকার সপ্ন বাজ আমাদের সবার প্রান প্রিয় স্যার ইকবাল বাহার জাহিদ স্যার কে সালাম জানিয়ে শুরু করছি আমার এই গল্পে গল্পে সেল পোস্ট। 


  🌹   আমি ঃ আচ্ছা  এখন প্রায় সবারই ঘরে ডায়াবেটিস, ব্লাড প্রেশার এই রোগ গুলো আছেই।


 👨‍🎨  ছোট ভাই  ঃ হুম সেটাই ত  আছে ত আপু কেন জান না তাইত আমাদের ফার্মেসী থেকে প্রতিদিন কত মানুষ  ঔষধ নিয়ে যায়। 


 🌹  আমি ঃ হুম সেটা ত জানি আমাদের ফার্মেসী থেকে নম্ভরী টেক,  মাস্টার টেক সহ &  ক্যান্টন মেন্ট এর ভেতর থেকে  অনেকেই  এসে এত এত ঔষধ নিয়ে যায় আমাদের ফার্মেসী তে ১ নাম্বার খাঁটি  মেডিসিন। 


 👨‍🎨 ছোট ভাই ঃ জ্বি ?  আপু সেদিন এক আন্টি এসে তোমার কথা জিজ্ঞেস করল?  


🌹  আমি ঃ কি বলল? 


 👨‍🎨 ছোট ভাই ঃ তুমাকে নাকি বিপি মেশিন নিয়ে আসতে বলেছিল। 


 🌹  আমি ঃ বিপি না ওয়েট মেশিন। 


 👨‍🎨  মনে হয় তাই, ভাল করে বুজিনি। 


 🌹  আমি ঃ হুম নিয়ে আসছি ত  অফ লাইন + অনলাইনের জন্য  আরও অর্ডার হলে আনব ইনশাআল্লাহ, কেন তুই ভুলে গেলি সেদিন ছবি তুলে দিলি যে, 


 👨‍🎨 ছোট ভাই ঃ ও হুম আমিত ভুলেই গেছিলাম, কি কি জানি নিয়ে আসছ। 


 🌹  আমি ঃ বিপি মেশিন, ডায়াবেটিস মেশিন, ওয়েট মেশিন, কিছু ডায়াবেটিস মাপার  স্ট্রিপ ইত্যাদি। 


 👨‍🎨  ছোট ভাই ঃ তুমার অনলাইনে  গ্রুপের খবর কি, 


 🌹  আমি ঃ আলহামদুলিল্লাহ  খবর ভালোই , 


 👨‍🎨  ছোট  ভাই ঃ তুমাদের নিজের বলার মত এত বড় গ্রুপে ত তুমি বিক্রি ই করতে পার না, আর সবাই ত বিক্রি করছে। 


 🌹  আমি ঃ আমাদের খালি বলছিস কেন তরত গ্রুপ তকে ত এড করে দিয়েছিলাম তুই ত আলসেমি করে আর  রেজিষ্ট্রেশন টাও করলি না ত,১০ তম না কি ১১ তম গ্রুপে এড করেছিলাম, ৩-৪ দিন আগে  ফোন টাও হারিয়ে ফেললি না হলে  এখন ১৬ তম ব্যাচে রেজিষ্ট্রেশন  করিয়ে দিতাম আবার। 


🌹 আগামী ৩০ তারিখ থেকে ১৬ তম ব্যাচ শুরু হতে যাচ্ছে, তর যত পরিচিত  বন্ধু বান্ধব আছে তাদের কে বলিস। 


 


 🌹 আমি ঃ নাম্বার ২ কি বল্লি আমার সেল হয় না গ্রুপে,  আমাদের প্রতি মংজ্ঞলবার হাট বার এটা নিশ্চয়ই জানিস, 


👨‍🎨 ছোট ভাই ঃ হুম জানি ত ? 


 🌹 আমি ঃ হাট বার & অন্যান্য বারে ত আমি সেল পোস্ট দেই না, প্রচারি করি না, তাহলে  আমাকে চিনেই না ত মানুষ, তাহলে আমার থেকে কিনবে কেন। প্রচারেই প্রসার। 


🌹  কেন তুই আমাদের জামালপুর  শহরের  ইমতিয়াজ মোরাদ ইমতি  ভাইকে ভাল করেই চিনিস  তুই যখন জামালপুরে থাকতিস তখন তর সাথে আলাপ হয়েছিল,   মনে নাই তর? 


👨‍🎨  হুম চিনি ত মুরাদ ভাই, 


 🌹  তর চোখের সামনেই জল জ্যান্ত প্রমান তার তখন তেমন সেল  ছিলই না আর এখন নিজেকে ব্যান্ডিংকরে  এমন জায়গায় নিয়ে আসছে যে গ্রুপ থেকেই এখন তার লাখ লাখ টাকার সেল হয়। 


🌹👨‍🎨 আসল কথা হচ্ছে প্রচারেই প্রসার যে যতবেশি  এক্টিভ থাকবে তার তত প্রসার হবেই।


 👨‍🎨 ছোট ভাই ঃ তুমি না আগে অনেক সময় দিতে গ্রুপে, সারাদিন অই গ্রুপেই পড়ে থাকতা ত এখন হটাৎ কি হল গ্রুপে থাক না কেন । 


 🌹 আমি ঃ হুম ঠিক কথা বলছিস ত, অন্য ১ টা গ্রুপে ১ মাসের জন্য বেশি এক্টিভ ছিলাম কন্টেস খেলেছি তাই আর হচ্ছে কি কিছুদিন যাবৎ সময় পাচ্ছি না  & ফোনে একটিভ  থাকতেও  ভাল লাগছে না এই কারনেই গ্রুপে থাকা হচ্ছে না নিয়মিত। 


 👨‍🎨  ছোট ভাই ঃ  আপা তুমাদের  গ্রুপে কি কি যেন শেখায় ৯০ দিনের কোর্সে। 


 🌹 আমি ঃ কেন তকে ত বলছিলাম সব , 


 👨‍🎨 ছোট ভাই ঃ হুম কিন্তু ভাল করে মনে নাই, আমার এক বব্ধুকে বলেছি এই গ্রুপের কথা কিন্তু বিস্তারিত বলতে পারি নি মনে না থাকার কারনে। 


 🌹 আমি ঃ শুন তাহলে আবার বলছি,  টানা ৯০ দিনের ফ্রি সেশন চর্চা ক্লাস, তারপর আইটি ক্লাস, ইংলিশে কথা বলার চর্চার ক্লাস,কোর - আন শিক্ষার ক্লাস,  কথা বলার জড়তা কাটানোর ভিডিও,সাপ্তাহিক অনলাইন হাট বার, ৬৪ টি দেশের ৫০ টিরও দেশের  অধিক   মানুষের সাথে পরিচিতি,  আরও অনেক কিছু  আছে ইত্যাদি। 


 🌹 আমি ঃ আপাতত এই টুকু বলিস তারপর না হয় গ্রুপে জয়েন করার পর জানবে বাকি টা। 


🌹  আমি ঃ অনেক গল্প হয়ে ছে  নে এবার  কাজ কর ডাঃ আসবে অনেক কাজ আছে রে। পরে আবার কথা হবে। 


🌹🌹👨‍🎨 স্যারের জন্য আমি সব সময় দোয়া করি এই বলে যে,  আল্লাহ যেন স্যারকে সুস্থ সবল ভাবে দীর্ঘ দিন বাঁচিয়ে রাখে, 


উপরের গল্প টা পড়ে কেমন লাগল জানাবেন  সবাই  আশা করি। 


বিপি মেশিন ঃ ১৮৫০/৮৫০ টাকা 


ওয়েট মেশিন ঃ  ৮৫০ টাকা 


 🌹🌹 আমার পরিচয় টা আবার স্মরন করিয়ে দিচ্ছি, 


🌹  আমি আবিদা সুলতানা পপি 


   🌹     আমার ফার্মেসী আছে আমিও সময় দেয়  তাতে, 

আর অন লাইনে সার্জিক্যাল প্রডাক্ট নিয়ে কাজ করছি আরও কিছু নিয়ে শিগ্রই কাজ শুরু  করব ইনশাআল্লাহ। 



স্ট্যাটাস অফ দ্যা ডে - ৬৫৬

২৬/১০/২০২১

🩸আবিদা সুলতানা পপি 

 🩸  উপজেলা এম্ভাসেডর জামালপুর 

🏜️  ৮ম ব্যাচ,রেজিঃ৬৯৫৭ 

 🏡  বর্তমানঃ ঢাকা ক্যান্টনমেন্ট আছি, 

🏠🏡  অনার অফ ঃ Hp Shops, 

 আমার পেইজ লিংক সবাই ঘুরে  লাইক দিবেন। 

https://www.facebook.com/HP-Shops-109127773973780/

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।