See More Post

পণ্য নয় বিক্রি করি বিশ্বাস

#_গল্পে__গল্পে__সেল__পোস্ট

#__পণ্য__নয়__বিক্রি__করি__বিশ্বাস

*****************************************

🌹🌹 আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন? 🌹 চলুন গল্পে গল্পে পণ্যের বিবরণ উল্লেখ করি।

✒️ আব্দুল্লাহ! আসসালামু আলায়কুম।

🥀 আমিঃ ওয়াআলাইকুমুস সালাম!

✒️ আব্দুল্লাহ! শাহাদাত ভাই কেমন আছেন?

🥀 আমিঃ আলহামদুলিল্লাহ ভাই! আপনি কেমন আছেন?

✒️ আব্দুল্লাহ! আলহামদুলিল্লাহ!

✒️ আব্দুল্লাহঃ শাহাদাত ভাই! আমি আপনার কাছ থেকে আমার পরিবারের জন্য এক মাসের মসলার বাজারটা করে নিতে চাই।

🥀 আমিঃ আলহামদুলিল্লাহ! কাস্টমার আমার রাজা। আমি খুশি হলাম ভাইয়া!

✒️ আব্দুল্লাহঃ তবে একটা কথা ভাই!

🥀 আমিঃ জি বলুন ভাইয়া!

✒️ আব্দুল্লাহঃ আপনাকে বিশ্বাস করেছি বলে আপনার কাছে এসেছি। কিন্তু আপনার পণ্য সম্পর্কে কিছুই জানা হয়নি।

🥀 আমিঃ অবশ্যই ভাই। যা জানতে চান, দয়া করে জিজ্ঞেস করুন।

✒️ আব্দুল্লাহ! মরিচের তো অনেক প্রকার রয়েছে, তো আপনি কোন প্রকারের মরিচ দিয়ে গুড়া তৈরী করেন?

🥀 আমিঃ আব্দুল্লাহ ভাই! বালিজুরি মরিচ। আপনি জানেন বাজারের সবচে সেরা এবং দামী মরিচ হচ্ছে বালিজুরি মরিচ; যার কোন জুরি নেই। তবে বালিজুরি মরিচের মধ্যেও কোয়ালিটি রয়েছে। ভাই! আমি বালিজুরির মধ্যে যেটা সবচে উন্নত এবং সেরা অর্থাৎ সারা বাজারের সবচে সেরা এবং দামী মরিচ আমি নিজে গিয়ে নিজ হাতে সেটা ক্রয় করে থাকি।

✒️ আব্দুল্লাহঃ শুনে খুশি হলাম ভাই! আচ্ছা! তারপর?

🥀 আমিঃ তারপর এনে যতটুকু রোদ দেওয়ার প্রয়োজন রোদে দেই। এবং এলাকার সবচে ভাল সার্ভিস দাতা মেইলে নিয়ে ভাঙ্গায়। এবং কোন প্রকার কোন সন্দেহ যাতে না থাকে তার জন্য আমি নিজে উপস্থিত থেকে ভাঙ্গায়।

✒️ আব্দুল্লাহ! প্যাকেটের কাজ কে করে?

🥀আমিঃ আমার ক্রেতা আমার পরিবার! প্যাকেটের কাজ নিজ হাতে করে থাকি। সর্বোচ্ছ যত্নসহকারে করার চেষ্টা করি আমি।

✒️ আব্দুল্লাহ! শাহাদাত ভাই! হলুদের গুড়া কিভাবে প্রস্তুত করেন?

🥀 আমিঃ যে পদ্ধতিতে মরিচের গুড়া সংগ্রহ করে প্রস্তুত করি; ঠিক একই পদ্ধতিতে হলুদের গুড়া সংগ্রহ করে থাকি।

✒️ আব্দুল্লাহ! ভাই একটা প্রশ্ন- এত এত ব্যাবসা থাকতে আপনি এ মসলার ব্যবসাটা কেন বেচে নিলেন?

🥀 আমিঃ আসলে আমি গ্রামের ছেলে। আমাদের এখানে কম দামে ভাল মানের মসলা উৎপাদন হয়। আমি নিত্যপ্রয়োজনীয় মসলাটা যদি সর্বোচ্ছ মান বজায় রেখে প্রিয় গ্রুপের প্রিয় পরিবারের হাতে পৌছে দিতে পারি তাহলে এটা হবে আমার জন্য সবচে বড় সেবা। এই চিন্তা থেকেই মসলার ব্যাবসা শুরু।

✒️ আব্দুল্লাহ! অনেক খুশি হলাম আপনার কথা শুনে। এখন থেকে আমাকে প্রতি মাসের যত মসলা লাগে পাঠিয়ে দিবেন কিন্তু।

🥀 আমিঃ ইনশাআল্লাহ! ভাই! ধন্যবাদ আপনাকে প্রিয় ভাই আমার।

আামাদের কাছে পাবেন-----------------

    🌹শুকনা মরিচ ও মরিচের গুঁড়া, ২৯৫৳ (গুড়া) ।

    🌹হলুদ ও হলুদের গুঁড়া।  ২৪৫৳ (গুড়া)।

    🌹 ধনিয়া ও ধনিয়া গুঁড়া।  ২৩০৳ (গুড়া)।

    🌹 পাঁচ ফোড়ন ও পাঁচ ফোড়ন গুঁড়া। ৩৩০৳ (গুড়া)  ইত্যাদী।

 

🌶🌶 🚛 চাইলে যে কেউ পাইকারী নিয়ে ব্যবসা করতে পারেন।

📱 বিস্তারিত যোগাযোগঃ 0️⃣1️⃣7️⃣3️⃣9️⃣8️⃣9️⃣7️⃣7️⃣0️⃣4️⃣

✉️ অথবা কমেন্ট করুন।

যে কোন সমস্যায় মাল ফেরত দিতে পারবেন।


স্ট্যাটাস অফ দ্যা ডে - ৬৫৬

২৬/১০/২০২১

হাফেজ মাওলানা মুফতী শাহাদাত হোসাইন

ব্যাচঃ ১৪

রেজিঃ ৬৯৪৯১

কমিউনিটি ভলান্টিয়ার

জেলাঃ ময়মনসিংহ

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।