See More Post

সততা ও কমিটমেন্ট ব্যবসায়ের মূল ভিত্তি

বিসমিল্লাহির রাহমানির রাহিম

     আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 


            #গল্পে_গল্পে_সেল_পোস্ট


    🌹🌹 আশা রাখি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। 

আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সকলের দোয়ায় ভালো আছি...🌹🌹


     🌹🌹 সর্বপ্রথম লাখো কোটি শুকরিয়া জানাই সেই মহান রবের প্রতি যিনি আমাদেরকে সৃষ্টির সেরা মাখলুকাত হিসেবে প্রেরণ করেছেন এবং এই অসুস্থ পৃথিবীতেও সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ..🌹🌹

বরাবরের মতো আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই ব্যক্তির প্রতি, যার অক্লান্ত চেষ্টা ও পরিশ্রমের ফলেই আজ আমরা পেয়েছি এত সুন্দর একটি প্ল্যাটফর্ম.. 🌹🌹


     🌹🌹 যার কথা, গুণ বলে শেষ করা যাবে না। যার বুদ্ধিবলে, নেতৃমনোভাবাসম্পন্ন ও সৎ ইচ্ছায় আমরা পেয়েছি ভালো মানুষের মানবিক প্ল্যাটফর্ম #নিজের_বলার_মত_একটা_গল্প_ফাউন্ডেশন.. 🌹🌹


     🌹🌹 যার প্রতিষ্ঠাতা, হাজারো মানুষের পথপ্রদর্শক, লাখো তরুণ তরুণীর আইডল, আমাদের সকলের চোখের মণি শ্রদ্ধেয় স্যার Iqbal Bahar Zahid । সবসময় প্রিয় স্যারের সু-সাস্থ্যতা কামনা করি এবং আল্লাহতায়ালা যেন স্যারকে নেক হায়াত দান করেন আমিন..🌹🌹


     🌹🌹 প্রিয় স্যারের বদৌলতে আমরা প্রতিদিন প্রতিনিয়ত শিখতে পারছি ৯০ দিনের সেশন ও ১১ টি স্কিলস এর মাধ্যমে একজন ভালো মানুষ হওয়ার ও একজন উদ্যোক্তা হওয়ার প্রযোজ্য শিক্ষাগুলো। আর সেই উদ্যোক্তাদের প্রতিযোগিতায় নেমেছে আমাদের সাপ্তাহিক মঙ্গলবার অনলাইন হাট বাজারও...🌹🌹


     🌹🌹 তাই আজকে আমিও আমার পণ্য নিয়ে চলে আসলাম প্রিয় ফাউন্ডেশন এর সাপ্তাহিক #৭০তম অনলাইন হাটবাজারে..🌹🌹


 

     🌹🌹 আসলে এই আধুনিক যুগে নারীরাও পিছিয়ে নেই কোন অংশে। যুগের সাথে তাল মিলিয়ে নিজের পোশাক-পরিচ্ছদ ভেদে নারীরাও এগিয়ে যাচ্ছে। তাই সেই সুবাদে কয়েক সপ্তাহ আগে আমার সাথে কথা হলো ( Women and e- Commerce forum ) উই এর এক আপুর সাথে। 

যদিও আপুর সাথে আমার পরিচয় অনেক আগে থেকে উইয়ের মাধ্যমে। কিন্তু সময় স্বল্পতার কারণে আপুর সাথে এতদিন কথা হয়নি। এবং অনেক কথা বার্তার পর আপু আমাকে আমার উদ্যোক্তা জীবন সম্পর্কে জানতে চাইলেন...


♣️ তারপর এই বিষয়ে আপুর সাথে আমার ফোনে আলাপ প্রায় ঘন্টা দু'য়েক। তারপর আপু এক সময় আমাকে জিজ্ঞেস করতে লাগলো, 


👱🏻‍♀️ আপুঃ আচ্ছা আপু আপনাদের এই ফাউন্ডেশন এর সিস্টেম কি??

আপনারা এই ফাউন্ডেশন থেকে কি পাচ্ছেন?? 

বা এখানে সেল কেমন হয়?? 


👩🏻‍🦰 আমিঃ আপু আমিও এই ফাউন্ডেশনে চট্টগ্রাম থেকে যুক্ত আছি প্রায় ১ বছর ধরে। 

এবং আমি প্রতিদিন প্রতিনিয়ত শিখে যাচ্ছি। 


👱🏻‍♀️ আপুঃ আপু আপনি এখানে কি শিখার কথা বলছেন?? তা তো বুঝলাম না.. 


👩🏻‍🦰 আমিঃ আপু আমি বলছি, আমাদের প্রিয় মেন্টর #Iqbal_bahar_Zahid স্যার আমাদের প্রতিদিন ৯০ দিনের সেশন ও ১১টি স্কিলস এর মাধ্যমে কিভাবে একজন ভালো মানুষ ও উদ্যোক্তা হওয়া যায় তার শিক্ষা দিয়েই যাচ্ছেন।


👱🏻‍♀️ আপুঃ আলহামদুলিল্লাহ তা হলে তো খুবই ভালো আপু!


এইভাবে আমি আপুকে প্রিয় ফাউন্ডেশন সম্পর্ক সবকিছু বিস্তারিত বুঝিয়ে বললাম।। এবং এটাও বলেছি যে, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এই ফাউন্ডেশনে আমার অনেক অনেক সাফল্য অর্জন হয়েছে...🥰🥰


♣️ তারপর আমার কথায় মুগ্ধ হয়ে এবং প্রিয় ফাউন্ডেশন এর কথা শুনেই আপু ইম্প্রেসড হয়ে আমাকে বললেন.. 


👱🏻‍♀️ আপুঃ আপু তাহলে তো আপনার কথা শুনে মনে হচ্ছে এই গ্রুপ এ আমি আসলে আপনাদের মতো ভালো কিছু পাবো,, 


👩🏻‍🦰 আমিঃ ইনশাআল্লাহ আপু,, এই ফাউন্ডেশনে যদি আপনি নিজেকে ব্র্যান্ডিং করতে চান তাহলে আপনাকে সময় দিতে হবে, লেগে থাকতে হবে।। তবে ইনশাআল্লাহ আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে 💖

কারণ 


  স্বপ্ন দেখুন, 

              সাহস করুন, 

             ‌ শুরু করুন, 

                               লেগে থাকুন

                                      সফলতা আসবেই।।

                 - জনাব #ইকবাল_বাহার_জাহিদ স্যার


👱🏻‍♀️ আপুঃ ইনশাআল্লাহ আপু,, সেই চেষ্টা রাখবো সবসময়।

আচ্ছা আপু এই গ্রুপে জয়েন হওয়ার জন্য আমাকে কি করতে হবে?? 


👩🏻‍🦰 আমিঃ হ্যাঁ আপু। জয়েন করতে হলে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। আর এটি সম্পূর্ণ বিনামূল্যে। 


👱🏻‍♀️ আপুঃ ও তাই নাকি আপু তাহলে তো খুব ভালোই! প্লিজ আপনি সময় করে আমাকে একটু রেজিস্ট্রেশনটা করে দিবেন আপু।। 


👩🏻‍🦰 আমিঃ ( যেই বলা সেই কাজ ) আমি আপুকে সাথে সাথে রেজিস্ট্রেশন করে দিলাম। 


আপু তো মহাখুশি 💖

তারপর আপু জানতে চেয়ে ছিলেন, আমি এই ফাউন্ডেশনে কি কাজ করি?? 


তারপর আমি একটু হেসে আপুকে বললাম, 

👩🏻‍🦰 আমিঃ আপু আমি এই ফাউন্ডেশনে ভালোবেসে কাজ করে যাচ্ছি একজন ভলান্টিয়ার হিসেবে। তারপরও আপনি যখন জানতে চেয়েছেন তাই বলছি

আমি একজন কমিউনিটি ভলান্টিয়ার

টপ টুয়েন্টি ক্লাব মেম্বার

রেজিস্ট্রেশন টিম মেম্বার ও 

হাট মনিটরিং টিম মেম্বার।


👱🏻‍♀️ আপুঃ মাশাআল্লাহ মাশাআল্লাহ আপু, আপনি তো অনেক দূর এগিয়ে গেছেন দেখছি। 


👩🏻‍🦰 আমিঃ আপু আসলে এইসব কিছু আপনাদের দোয়ায় এবং প্রিয় স্যারের প্রতি ভালোবাসায়। 

আমি গর্বিত #নিজের_বলার_মতো_একটা_গল্প__ফাউন্ডেশন এর একজন গর্বিত সদস্য হতে পেরে। 


👱🏻‍♀️ আপুঃ শিরিন আপু, আপনিও আমার জন্য দোয়া করবেন আমিও যেন আপনার মতো হতে পারি।


👩🏻‍🦰 আমিঃ ইনশাআল্লাহ আপু সবসময় দোয়া করি যেন আমার থেকেও অনেক ভালো করবেন। 


তারপর কথাবার্তা শেষে আপু জানতে চেয়েছিলেন, আমি কি নিয়ে কাজ করি।। 


👩🏻‍🦰 আমিঃ আমি বিভিন্ন রকম বেডসিট, থ্রি পিচ ও বালাচাও নিয়ে কাজ করছি আপু,, 


👱🏻‍♀️ আপুঃ ও আচ্ছা আপু, তাহলে আপনি ইনবক্সে আমাকে আপনার প্রোডাক্ট এর কিছু ছবি পাঠাবেন।


আমিও আপুর কথামতো সেইদিন রাতে আপুকে আমার প্রোডাক্টের কিছু ছবি পাঠিয়ে দিলাম।

তার ২-১ দিন পরে হঠাৎ করে আপু আমাকে নক দিয়ে জানালেন, 


👱🏻‍♀️ আপুঃ আপু আপনার প্রোডাক্ট গুলো দেখলাম মাশাআল্লাহ সবগুলো খুবই সুন্দর হয়েছে আপু।। 


👩🏻‍🦰 আমিঃ আলহামদুলিল্লাহ আপু দোয়া করবেন..


👱🏻‍♀️ আপুঃ আপু আপনার ঐ সাদা বেডসিটটা কিন্তু খুবই সুন্দর। ঐটার প্রাইস কত ??


👩🏻‍🦰 আমিঃ আপু ঐটার প্রাইস ১৩৫০ টাকা। 


👱🏻‍♀️ আপুঃ ওয়াও আপু, ভালোই তো! মার্কেট প্রাইস থেকে অনেক কম আছে।। মার্কেটে তো এগুলো সচরাচর ১৭০০-১৮০০ টাকার হয়।


👩🏻‍🦰 আমিঃ ঠিক বলেছেন আপু। কিন্তু আমি প্রিয় স্যারের শিক্ষা নিয়ে ফাউন্ডেশনের ভাই-বোনদের জন্য সব সময় ভালোবেসে ওনার করার চেষ্টা করি।


👱🏻‍♀️ আপুঃ মাশাআল্লাহ আপু। আপনার চিন্তা চেতনা সবকিছুই অনেক ইউনিক । সত্যিই আপনাদের স্যার আসলেই একজন ভালো মনের মানুষ। তিনি আপনাদের ব্যতিক্রম অনেক কিছুই শিখাচ্ছেন। আপু দোয়া করেন আমি ও আপনাদের মত শিখতে চাই।


👩🏻‍🦰 আমিঃ ইনশাআল্লাহ আপু সবসময় দোয়া আপনার জন্য।। 


👱🏻‍♀️ আপুঃ ওহ আচ্ছা আপু, কি যেন বলছিলাম।। আপনার ঐ সাদা বেডসিটটা আর হলুদ বেডসিটটা আমার কাছে পাঠিয়ে দিবেন কিন্তু ,, 


👩🏻‍🦰 আমিঃ ইনশাআল্লাহ আপু,, আশা করি আপনি আমার থেকে প্রোডাক্ট নিয়ে কখনো নিরাশ হবেন না। কেননা আমি সবসময় বেস্ট প্রোডাক্টটি দেওয়ার চেষ্টা করি। বিকজ আমি মনে করি, আমার প্রোডাক্টটি সেরার সেরা।


👱🏻‍♀️ আপুঃ আলহামদুলিল্লাহ আপু আপনার প্রতি সেই বিশ্বাস আছে আমার। 

আর ঐ যে ব্লক বাটিক এর থ্রি পিস গুলোর ছবি দিয়েছিলেন, সেখান থেকে আমার এই ৩টা পছন্দ হয়েছে। থ্রি পিস গুলোও কিন্তু পাঠিয়ে দিবেন আপু।


👩🏻‍🦰 আমিঃ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপু। অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা অবিরাম প্রিয় আপু,,

তাহলে আপু কষ্ট করে আপনার ঠিকানাটা আমাকে ইনবক্স করবেন প্লিজ। 


তার পর আপু আমাকে এড্রেস সম্পর্কে সবকিছু বিস্তারিত জানিয়েছে। 

তারপর আপু সাথে সাথে আমাকে ৩টি ড্রেস ও ২টি বেডসিট অর্ডার করলেন, আলহামদুলিল্লাহ…🌹


❇️❇️ তারপর আমি আপুর এড্রেস নিয়ে তার দু'একদিন এর মধ্যেই উনার ডেলিভারি সম্পন্ন করলাম। 

প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপু অনেক হ্যাপি হয়েছিল। 

পরে আপু দুঃখ প্রকাশ করে জানিয়েছেন, তিনি সময় স্বল্পতার কারণে রিভিউ দিতে পারেননি। বিশ্বাস করুন, আপু যখন এই কথাটা বলেছে তখন আমি পুরাই ইমোশনাল হয়ে গিয়েছিলাম 🥲🥲


❤️ আসলে আমি আপুর কাছে পণ্য বিক্রি করিনাই, বিক্রি করেছি বিশ্বাস। আর সেই বিশ্বাসের উপরেই আপু আস্থা রেখে আমাকে এটাও জানিয়েছেন, যে তিনি পরবর্তীতে আমার কাছ থেকে তার ফ্যামিলির জন্য আরও পণ্য নিবেন। সত্যিই তখন আমি বলার ভাষা খুঁজে পাচ্ছিলাম না। আপুটা আসলেই অনেক ভালো এবং অনেক আন্তরিক 💜💜💜💜💜


কারণ প্রিয় স্যার আমাদেরকে সবসময় শিখিয়েছেন, সততা ও কমিটমেন্ট বজায় রেখে আমরা যেন রিপিট কাস্টমার তৈরি করি। আর সেই রিপিট কাস্টমার একদিন হবে আমার ব্র্যান্ড,,


   🌹🌹 কারণ এই বিশ্বাস আমার আছে, আর সেই বিশ্বাস নিয়ে আমি একদিন আসব আমার সফলতার গল্প নিয়ে আপনাদের মাঝে। 

সেই পর্যন্ত সবাই দোয়া রাখবেন আমার জন্য..🌹🌹


আমার পেইজ লিংকঃ

https://www.facebook.com/Shirins-Collections-105990271289004/


স্টাটাস অফ দি ডেঃ৬৫৬

তারিখঃ ২৬-১০-২১

শিরিন সুলতানা

ব্যাচ ঃ ১২/৪৬৫৩৮ 

কমিউনিটি ভলান্টিয়ার

টপ টুয়েন্টি ক্লাব মেম্বার

রেজিস্ট্রেশন টিম মেম্বার

হাট মনিটরিং টিম মেম্বার

জেলা ঃ চট্টগ্রাম

এই ফাউন্ডেশনের একজন গর্বিত সদস্য


ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।