See More Post

হ্যাঁ আজকে বিশ্বাস হবে যেটা শ্রদ্ধেয় মেন্টর ও আমার প্রিয় ব্যক্তিত্ব Iqbal Bahar Zahid স্যার বারবার বুঝাতে চান

ব্যবসা করতে টাকা লাগে না!  লাগে কমিটমেন্ট ও সততা। বিশ্বাস হচ্ছে নাহ! তাই তো? 

হ্যাঁ আজকে বিশ্বাস হবে যেটা শ্রদ্ধেয় মেন্টর ও আমার প্রিয় ব্যক্তিত্ব Iqbal Bahar Zahid স্যার বারবার বুঝাতে চান; যারা বুঝেছেন তারা কেউ বসে নেই। ঝাপিয়ে পড়েছে নিজের স্বপ্নকে সত্যি করতে। 

এবার আমার উদ্যোগ্যের কথা বলি। আমার বাড়ি সিরাজগঞ্জ। আর সিরাজগঞ্জের নাম শুনলেই প্রথমেই চলে আসে এর ঐতিহ্যবাহী তাঁতশিল্পের কথা!

যারা নিজেরা প্রডাক্ট খুঁজে হয়রান তাদের স্যার প্রথমেই বলেন ঐতিহ্য নিয়ে কাজ করতে। ঐতিহ্য হলো তাই যার জন্য আপনার জেলা বা শহর বিখ্যাত। অর্থাৎ ওই জেলার নামের সাথেসাথেই মানুষের মুখে মুখে ওইখানকার পণ্যের নাম।


হ্যাঁ, স্যারের পরামর্শ মতো আমার উদ্যোগ তাঁতপণ্য নিয়ে। কারণ আমার এলাকা বা জেলা তাঁতশিল্পের জন্যই বিশ্ববিখ্যাত। 


তবে আমার উদ্যোগের ধরণ একটু ভিন্ন কারণ আমার মেন্টর শ্রদ্ধেয় ইকবাল বাহার স্যার। 


আমি শুধুমাত্র কানেক্ট করছি তাঁতীকে বর্তমান এই ডিজিটাল প্লাটফর্মের যুগে! কারণ ন্যায্যমূল্য আর দফায় দফায় সুতার দাম বাড়ায় বন্ধ প্রায় ঐতিহ্যবাহী তাঁতশিল্প। 


আমার উদ্যোগের নাম তাই তাঁত থেকে তাঁতী শপ । অর্থাৎ আমি সরাসরি ন্যায্যমূল্য বঞ্চিত- শ্রম বঞ্চিত মানুষদের নিয়ে কাজ করছি। যারা দু-বেলা খেয়ে পরে দেশিয় ঐতিহ্য, বাঙ্গালীর নিজস্ব পোষাক তাঁতপণ্য নিয়ে কাজ করছেন। যাঁরা তাঁতের খটখট শব্দে ঘুমাতে যায় আবার খটখট শব্দেই জেগে উঠে। আমি সেই কাজটিই করে যাচ্ছি, যাতে করে তারা তাদের তাঁতপণ্যের ন্যায্যমূল্য পান। 


আমার উদ্যোগের সাথে জড়িত তাঁতীর সংখ্যা প্রায় ৫০ জন, যা প্রতিদিনই বাড়ছে। আমি চেষ্টা করছি তাঁতীদের বাড়ি বা কারখানা থেকে সরাসরি পণ্য নিয়ে সরাসরি ক্রেতাদের হাতে তুলে দিতে। এতে করে তারাও ব্যাপক খুশি কারণ তারা সরাসরি ক্রেতাদের হাতে তাদের নিজেদের পণ্য আমার Tati Shop 'র মাধ্যমে তুলে দিতে পারছেন। ভালো মুনাফা পাচ্ছেন। কাজের আগ্রহ বাড়ছে বহুগুণে।

এবার আসি আমার প্রথম কথায় ব্যবসা করতে টাকা লাগে না; যেটা উদ্যোক্তা হওয়ার পথে প্রথম বাঁধা। আমি আমার কমিটমেন্ট ঠিক রেখেছি, তাঁতীদের কাছে আস্থা অর্জন করেছি। তারাও আমাক বিশ্বাস করেছেন তাই বাকিতেই পণ্য দিচ্ছেন।

আর আমিও To Be an Entrepreneur নিজের বলার মত একটা গল্প Foundation এর প্রতিটি সদস্যকে বিশ্বাস করে তুলে দিচ্ছি আমার ঐতিহ্যের-গর্বের তাঁতপণ্য। 


কি এবার প্রমাণ হয়েছে শ্রদ্ধেয় স্যারের কথা! সত্যি! স্যার যা বলেন ভেবে চিনতে বলেন। কমিটমেন্ট ঠিক থাকলে পসয়া লাগে না, লাগে সততা আর আস্থা। 


এরকম আপনার উদ্যোগের গল্পও জানাতে পারেন তরুণ উদ্যোক্তাদের। ধন্যবাদ যারা কষ্ট করে পড়ছেন। মক্তব্যও করে যাবেন ইনশাআল্লাহ। 




স্ট্যাটাস অফ দ্যা ডে - ৬৫৬

২৬/১০/২০২১

সজীব হোসাইন

ব্যাচ নং- ১৫

উদ্যোগের নাম- তাঁত থেকে Tati Shop - তাঁতী শপ

রেজিষ্ট্রেশন নম্বর- ৭৪৬৩২

নিজ জেলা- তাঁতশিল্পে সমৃদ্ধ সিরাজগঞ্জ

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।