See More Post

সেশনচর্চায় জীবনের মোড় পরিবর্তন



🌿আসসালামুয়ালাইকুম🌿


"বৃষ্টি সবার জন্য পড়ে,

  ভিজে কেউ কেউ"

 (ইকবাল বাহার জাহিদ স্যার) 


শুরুতেই শুকরিয়া ও কৃতজ্ঞতা জানাচ্ছি মহান আল্লাহর নিকট যিনি আমাদের এখন পর্যন্ত ভালো রেখেছেন,সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ। 


ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের সবার প্রিয় মেন্টর, প্রিয় শিক্ষক,হাজারো তরুণ তরুনীর আইডল জনাব ইকবাল বাহার জাহিদ স্যারকে।যার অক্লান্ত পরিশ্রমের জন্য আজ আমরা পেয়েছি নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন। যেখানে বিশ্বের ৫০ এর অধিক এবং বাংলাদেশের ৬৪ জেলার মানুষ যুক্ত হতে পেরেছে।


শ্রদ্ধা ও ভালোবাসা রইল নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের আজীবন সদস্যদের প্রতি💜


✍️আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কি ভাবে আমি নিয়মিত সেশন চর্চায় উপস্থিত থেকে জীবনের মোড় পরিবর্তন কররে পেরেছি।সবাইকে পড়ার অনুরোধ রইল।আশা করি সেশন চর্চার গুরুত্ব টা বুজতে পারবেন।


✍️আমার পরিচয়ঃ

----------------------আমি তাহামিনা আক্তার। #লক্ষ্মীপুর জেলার মেয়ে।নোয়াখালী সরকারি মহিলা কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনা করছি।পাশাপাশি এখন আমি একজন উদ্যোক্তা।কাজ করছি বেবি দের নকশি কাঁথা নিয়ে।বর্তমান অবস্থান নোয়াখালী। 


✍️নিজের বলার মত একটা গল্প গ্রুপে আসার পূর্বে আমার অবস্থাঃ

-----------এই গ্রুপে আসার পূর্বে কখনও ভাবিনি আমার জীবনের মূল লক্ষ্য হবে,,

 "চাকরি করব না, 

 চাকরি দিব"


সব সময় পড়াশোনা নিয়ে নিজেকে ব্যস্ত রাখতাম।সরকারি চাকরি করব। এইটাই চিন্তা ছিল।বাবা মা এরও স্বপ্ন মেয়ে পড়াশোনা করে সরকারি কোনো চাকরি পেলে করবে। না হয় সংসার করবে। আর কিছু করতে হবে না।

হঠাৎ যখন ২০২০ সালে করোনা আসল পৃথিবীর সব থেমে গেলো।সবাই গৃহ বন্ধি।স্কুল কলেজ সব বন্ধ।কয়েক মাস ভালো কাটছিলো। কিন্তু একটা সময় বোরিং হয়ে গেলাম।মন চাইতো কিছু একটা করি।কি করব বুজতেচিলাম না।কারন তখন #নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন ফেলাম না।সারা দিন শুয়ে বসে কেটে যেতো।এর পরে একটা ফেইসবুক ফেইজ খুলি। কিন্তু সময় দিতাম না ফেইজে।কোনো মেম্বার ছিল না।আমি ভাবতাম কে কিনবে আমার থেকে কাঁথা।এই ভাবনা নিয়ে চলতেছিলাম-------


✍️এই গ্রুপে যুক্ত হওয়াঃ

-------------------------------  Utv  লাইভের ভিডিও দেখে এই  গ্রুপে যুক্ত হই।এক ভাই এর হেল্প নিয়ে রেজিষ্ট্রেশন করি।লক্ষ্মীপুর জেলা মেসেঞ্জারে যুক্ত করে দেন কেউ একজন।পরের দিন থেকে সেশন ক্লাস শুরু।


 ✍️আমার প্রথম সেশন চর্চা মিট আপঃ

--------------------------------------------------  আমার লাইফে প্রথম মিট আপ ছিলো। আমি জীবনে কেউরে করতেও দেখি নাই।আমি তো কত দূরে।কি ভাবে জানি জয়েন করেছি।দেখতেছি সবাই কথা বলে।এক জনের পর আরেক জন কথা বলে।আমি তো ভয়ে কাঁপছি।আমাকেও কথা বলার জন্য ডাকল।আমি কিচ্ছু বলিনি ভয়ে।আমি শুধু মেসেজ লিখতেছিলাম।আমার সামনে স্টুডেন্ট ছিলো লজ্জাও পাচ্ছিলাম ওদের সামনে কথা বলতে।ঐ দিন আর কথা বলা হয়নি।

এর পর থেকে প্রতি দিন সেশন চর্চা মিট আপে উপস্থিত ছিলাম।আলহামদুলিল্লাহ আমার পরিবর্তন আমি নিজেই লক্ষ্য করছি।অসম্ভব কে মনে হয় সম্ভব করেছি।সেশন চর্চা না করলে কোনো দিন পারতাম না।


✍️সেশন চর্চা কিঃ?

--------------------যারা নতুন পুরাতন সবাই জানে সেশন চর্চা কি।আমি আমার মত ব্যাখ্যা করছি।

সেশন আলোচনার বিকল্প কিছু নেই। বিশেষ করে নতুন সদস্যদের জন্য এটা অনেক উপকারী। এই সেশন চর্চা থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি ও অনেক অজানাকে জানার পাশাপশি কথা বলার জড়তাও কাটাতে পারছি।


#চর্চায়_সফলতার_মূল_চালিকা_শক্তি "


চর্চায় আপনাকে সৌন্দর্যের রশ্নিতে আলোকিত করবে। কারন চর্চায় আপনার জ্ঞানের পরিধি বৃদ্ধি করে।  যারা আমাদের প্রিয় নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনে যুক্ত হয়েছেন এবং নিয়মিত ধৈর্য ধরে লেগে থাকার অভ্যাসটা করেছেন প্রত্যেকের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ তার কারন, একটাই আপনি সেশন চর্চা নিয়মিত করার মাধ্যমে অন্যকে চর্চা করতে অনুপ্রাণিত করবেন এতে বাংলার অধিকাংশ মানুষ এই ফাউন্ডেশনের শিক্ষায় আলোকিত হবে এবং নিজে চাকরি করবে না চাকরি দিবে তাহলে সোনার বাংলার পরিবর্তন আমাদের হাত ধরেই হবে সেই সাথে সাথে ইতিহাসের সেরা আবিস্কার নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন যা পৃথীবির প্রথম ও একমাত্র ফাউন্ডেশন  টানা দীর্ঘ মেয়াদী কর্মশালা করাচ্ছে ও ভালো মানুষের ব্রান্ড হিসাবে নিজেদের পরিচয় ফুটিয়ে তুলবে। 


তাহলে নিশ্চিত আমরা গর্ব করে বুকি ফুলিয়ে বলতে পারি আমি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এর শিক্ষার্থী ও স্বেচ্ছা সেবক। 


আমি লক্ষ্মীপুরের সকল সদস্যদের উদার্থ আহ্বান করি আমরা যারা আনএক্টিভ  সদস্য আছি  আমরা এক্টিভ হয়ে সেশন চর্চার মাধ্যমে নিজেদের এগিয়ে নিয়ে যাব এবং প্রিয় স্যারের শিক্ষা গ্রহণ করে নিজের বলার মত একটা গল্প তৈরি করব।


✍️সেশন চর্চার মাধ্যেমে আমার পরিবর্তন গুলোঃ

------------------------------------------------------------------

আলহামদুলিল্লাহ প্রতিদিন সেশন চর্চা মিট আপে উপস্থিত থেকে আমার অনেক পরিবর্তন হয়েছে।


🍂আমি কথা বলার জড়তা কাটাতে পারছি।অনেক ভয় কেটে গেছে।

🍂সবার সাথে পরিচিত হয়ে নিজের ব্র‍্যান্ডিং করতে পারছি।

🍂সবার সাথে আন্তরিকতা বৃদ্ধি করতে পেরেছি।

🍂নেটওয়ার্ক তৈরি করতে পেরেছি।

🍂নিজের পণ্যকে সবার সামনে তুলে ধরতে পেরেছি

🍂অনেক অজানা বিষয় জানতে পেরেছি।

🍂স্যার এর সেশন টা খুব সহজে বুজতে পারি।

🍂লিডার শীপের দক্ষতা অর্জন করতে পেরেছি।

🍂একটা মিট আপ পরিচালনা করতে পারতেছি।

🍂অনেকের সাথে সুসম্পর্ক হয়েছে।


অনেক অনেক অভিজ্ঞতা অর্জন করেছি এই সেশন চর্চা মিট আপ থেকে।মিট আপে না আসলে এতো ভাইয়া আপুরা আমাকে চিনত না।কেউ আমার থেকেকিনতোও না।কারন আমাদের স্যার বলেন,

 

 "যে চিনে,সেই কিনে"


আর এই চেনা  হয় প্রতিদিনের সেশন চর্চার মাধ্যমে।আমি দুই জেলার প্রতিদিন এর সেশন চর্চায় উপস্থিত থেকে নিজেকে ব্র‍্যান্ডিং করার চেষ্টা করছি।

আলহামদুলিল্লাহ আমার প্রথম সেল পোস্টই আমার সেল হয়েছে।আমি আস্তে আস্তে আমার স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছি।

 

"স্বপ্ন দেখুন, 

 সাহস করুন

 শুরু করুন

 লেগে থাকুন"


এই স্যার এই স্লোগান বুকে ধারণ করে এগিয়ে যাচ্ছি।সফলতা আসবেই ইনশাআল্লাহ। সেশন চর্চা মিট আপে থেকে আমার জড়তা কেটে যাচ্ছে।আমি এখন সবার অনুপ্রেরণা নিয়ে লিখতে পারছি।৫ বার SOD হওয়ার সৌভাগ্য হয়েছে।শুধু মাত্র সেশন চর্চার অবদান।প্রতি দিন শিখছি।প্রতিদিন লিখছি।আমার জীবনের মোড় পরিবর্তনে সেশন চর্চার অবদান অপরিসীম।


✍️সেশন চর্চার গুরুত্বঃ

-----------------------------একটি  সেশন চর্চা মিটআপ হলো একঝাক উদ্যোক্তা ও স্বপ্নবাজ তরুন তরুনীর মিলনমেলা। যার মাধ্যমে আমাদের নিজেদের ও ব্যবসায়িক পরিচিতির বিস্তর সুযোগ থাকে। তাই নিজেকে ও নিজের আইডিয়া গুলো সকলের নিকট পৌছাতে এবং পার্সোনাল ব্রান্ডিং এর জন্য মিট আপের বিকল্প নেই।

স্যার এর সেশন আমরা প্রতিদিন পড়ি। অনুধাবন করতে পারি না।কিন্তু সেশন চর্চা মিট আপ করলে এক জন এক রকম ভাবে বিশ্লেষণ করে। ফলে ভিন্ন ভাবে শিখতে পারি।জানতে পারি অনেক কিছু। তাই সেশন চর্চা সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। 


✍️ মিটআপে কেন আসবেন বা থাকবেনঃ

-----------------------------------------------------


🍁মিটআপের মাধ্যমে আন্তরিকতা বৃদ্ধি পায়।


🍁মিটআপের মাধ্যমে নেটওয়ার্ক বৃদ্ধি পায়।


🍁মিটআপের মাধ্যমে একে অপরের সাথে পরিচিত    

     হওয়া যায়।

🍁মিট-আপ পরিচালনা করার দক্ষতা অর্জন করা যায়।


 🍁কথা বলার জড়তা কেটে যায়।

      

🍁নিজের ব্রান্ডিং হয়।


🍁পরস্পরের সাথে সুসম্পর্ক তৈরি হয়।


    #ভালো_কাজের_জন্য_আপনার_ইচ্ছা_যতেষ্ট


💐পরিশেষে , কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় মেন্টর স্বপ্নের কারিগর লক্ষ তরুণ/তরুণীর আইকন জনাব "Iqbal Bahar Zahid " স্যারের প্রতি। যার আইডিয়ার কারনে আজকে আমরা দুরে থেকেও অতি কাছে হতে পারছি একে অন্যের সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে পেরেছি। তৈরি হচ্ছে বিশাল একটি নেটওয়ার্ক এবং সুসম্পর্ক।



📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬০৯

Date:- ৩০/০৮/২০২১

👩‍🎓তাহামিনা আক্তার 

🏅কমিউনিটি ভলেন্টিয়ার

🎗️ব্যাচঃ১৪ 

✍️রেজিষ্ট্রেশনঃ৬৬৩৯৩ 

🇧🇩জেলাঃ লক্ষ্মীপুর

🏡বর্তমান অবস্থানঃ নোয়াখালী 

🎨কাজ করছিঃ বেবি কাঁথা নিয়ে 

🎀পেইজঃhttps://www.facebook.com/অনলাইন-বেবি-কাঁথা-হাউজ-110173391120586/

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।