
গল্পে গল্পে সেল পোস্ট


।সারাদিন হৈ হৈ করা,ছুটে বেড়ানো কি অসাধারণ মূহুর্ত।একদিন হঠাৎ করে কোন প্ল্যান ছাড়াই ঘুরতে চলে গেলাম আমরা কিছু বন্ধু বান্ধবী।কলেজ লাইফের পর সেইরকম ভাবে আর দেখা হয়নি কারো।সবার সাথে দেখা সাক্ষাৎ, কথা সব কিছুই কমে গিয়েছিল।কলেজ জীবনের সেই অসাধারণ মুহূর্ত গুলো মিস করতাম খুব।কত দুষ্টুমি ছিল
।কোচিং এর ভাইয়া দের কে নিয়ে কি দুষ্টামি 
।মনে পরলে এখনো হাসি পায়।সবাই কত ভালো ছিলাম।কিন্তু ভালো সময় মনে হয় সত্যি বেশিদিন থাকে না।আমাদের সময়টাও খুব তাড়াতাড়ি কেটে গেল।বড় হয়ে গেলাম আমরা।এক এক জন পড়াশোনার জন্য এক এক জায়গায় চলে গেলাম।
।রিকশা থেকে সবার আগে কে নামে তার প্রতিযোগিতা হতো কারন যে লাস্টে নামবে তার রিকশার বিল অবধারিত 
।কি সুন্দর সময় গুলো আমরা কাটিয়েছি।পড়াশোনা তেও হাড্ডাহাড্ডি লড়াই। আমাকে বেশি পেতে হবে,আবার বেশি পেলেও ট্রিট দিতে হবে।
।সব কিছু মধুর ছিল।সময় টা অসাধারণ ছিল।

।আমরা ফিরে গিয়েছিলাম ফেলে আসা দিন গুলোতে।আগের দিন গুলোর কথা মনে করা ই যেন ছিল মূল উদ্দেশ্য
যা হয় আরকি
।কিন্তু সে বেশ সিরিয়াস।তখন আমি জিজ্ঞেস করলাম কোন প্ল্যান করেছে নাকি,বা কিছু? বললো তার কোন আইডিয়া নেই বিজনেস নিয়ে কিন্তু সে জব করলেও পাশাপাশি এটা করবে স্বপ্ন তার।ইন্জিনিয়ার এর স্বপ্ন রেস্টুরেন্ট দেওয়া!!!এটা নিয়ে কেউ কেউ মজা করলো কেউ কেউ সাহস দিল।আর আমি টুক করে তাকে বললাম স্বপ্ন পূরনের গন্তব্যের পূর্ব রাস্তা টা আমি তাকে দেখিয়ে দিতে পারবো।সেই রাস্তার সন্ধান তাকে দিলাম।আর সেটা হলো #নিজের_বলার_মতো_একটা_গল্প।
।আমরা এইভাবে গল্প করতে করতে কখন যে বিকেল হয়ে গিয়েছিল আমরা বুঝতেই পারিনি।খাওয়ার কথাও ভুলে গিয়েছিলাম সবাই একসাথে গল্প করতে করতে।বন্ধু দের সাথে সময়টা মনে হয় এমন ই কাটে




।খুব ভালো লাগছিল এমন একটা মুহূর্তের সাক্ষী হতে পেরে।এতো ভালোবাসার অংশীদার হতে পেরে।

তুমি ফিরবে কোন একদিন হয়তো নীলিমায় হারানো কোন এক নিষ্প্রভ বেলায়। নতুবা কোন এক নবীন হেমন্তে, এক নতুন দিনের নির্মল খোলা হাওয়ায়। অথবা কোন এক শ্রাবণের দিনে অহরহ ঝরা ঘন কাল মেঘ বৃষ্টির মুহুর্মুহু নির্ঝর খেলায়। তুমি ফিরবে কোন এক রাতে পূর্ণিমার ভরা জোছনায়। তুমি ফিরবে জানি বহুদিন পরে হয়তো বা হাজার বছর পরে। কোন এক নিঃস্ব হৃদয়ে, লক্ষ্য প্রাণের ভিড়ে, তুমি ফিরবে। বহুরুপে সেই প্রাণে, অনেক নবীনের ভিড়ে, তোমার আমার গড়া ভালবাসার নীড়ে!ReplyForward |
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।