See More Post

☀️☀️তোমার প্রতিদ্বন্দ্বী শুধুই তুমি☀️

☀️☀️তোমার প্রতিদ্বন্দ্বী শুধুই তুমি☀️


✒️তুমি একজন উদ্যোক্তা আর তোমার প্রতিদ্বন্দ্বী শুধুই তুমি।পৃথিবীতে কেউ নেই তোমার রেসিপিতে।আর কোন দিনই কেউ আসবে না। তবেই তুমি সবার সেরা।সেরাদের সেরা।তবেই তুমি সফল,তুমি উদ্যোম্মি,তুমি একজন আইকন!তুমি একটি গল্প! 


💝হ্যাঁ আমি একজন উদ্যোক্তার কথাই বলছি।নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন আমায় সাহস দিয়েছে, প্রেরণা যুগিয়েছে,হেরে যাওয়ার পথে সফল হতে অদম্য অনুপ্রেরণা দিয়েছে।

বলা যায় হারতে গিয়ে জেঁগে উঠা।


✒️এই কঠিন পরিস্থিতিতে,এবং ভৈজ্য তেলের উর্ধ মুখী মূল্য, ডাউল ও মসলার লাগামহীন দৌরাত্ব আমাকে সীমাহীন পেরেশানিতে রাখলেও দমাতে পারিনি কখনো। কারন সবসময়ই আমি গবেষণা করে গেছি খরচ কমিয়ে চলতে।কোয়ালিটি ঠিক রেখে কম খরচে মানিয়ে নিতে এগুলোই আমার সবচেয়ে বড় অর্জন।যা আগামীতে আমাকে আরও বহু দুর নিয়ে যাবে সেই বিশ্বাস মনে প্রাণে।


✒️আজ তিন মাস আমি কিছু বিষয় নিয়ে কঠোর গবেষণা করে গেছি। যেখানে রাতদিন সমান ছিলো।আমার কাছে সোশ্যাল মিডিয়া,আত্মীয়- পরিবার কিংবা সাংসারিক বিষয়গুলো অনেক দূরে ছিলো।এবং আমি পেরেছি! আলহামদুলিল্লাহ আমি পেরেছি! একটি দ্বারপ্রান্তে পৌঁছাতে। এখন সফল রূপরেখা দিতে পারাটাই হবে নতুন এক অগ্রযাত্রার সোনালী দিন।


✒️আমার প্রতিষ্ঠান মারওয়া ন্যাচারাল অতিদ্রুত নতুনরূপে ভিন্ন কিছু নিয়ে,

বিশ্বসেরা আইকনিক রেসিপির (যা আমার নিজস্ব আবিস্কার)সাথে আপনাদের মাঝে প্রেজেন্টেশন করবে।

যা দিবে মানুষের মাঝে ভিন্ন কিছু স্বাদ।

তৃপ্তি আর একঘেয়েমিতা দূর করে দিবে প্রশান্তির পরশ!


✒️আজ যখন এই পোস্টটা লিখছি তখন রাত ২.৪৫ মিনিট বাংলাদেশ সময়।এবং এই দীর্ঘ তিনমাসের গবেষণার ফলাফল নিয়ে মনের আত্মতৃপ্তিতে লিখতে বসা প্রিয় গ্রুপে।কারন এই গবেষণার জন্যই প্রিয় গ্রুপে চারমাস কোন পোস্ট লিখতে বসা হয়নি। 


✒️আজ যখন আমি আত্মতৃপ্তিতে তৃপ্ত তখনই এই পোস্টটা আমার মনের প্রশান্তি।আগামী শুক্রবার বাড়ি ছাড়ব গবেষণার বাস্তবায়ন রুপ দিতে রসদ জোগাতে।সবাই দোয়া রাখবেন আমার ও আমার মারওয়া ন্যাচারাল এগ্রো ফুড

প্রাঃ লিঃ এর জন্য। 


✒️মানুষ পারে না এমন কিছু নেই। সময়, শ্রম আর স্বপ্ন  কখনো আপনাকে ফেলে দিবে না।এই তিন উপাদান সাথে থাকলে আপনি সব অসম্ভব কে সম্ভব করতে পারবেন। 


💝আর আমার কাছে এই তিনটি উপাদানের সাথে  থাকতে হবে "নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন"


✒️আমি বিশ্বাস করি আমার সময় আর শ্রম দিয়েই আমি মারওয়া'কে নিয়ে যাব সর্বোচ্চ উচ্চতায়।মারওয়া হবে আইকনিক।মারওয়া হবে একটা গল্প।

আমার"নিজের বলার মতো একটা গল্প " 


স্ট‍্যাটাস অব দ্যা ডে নং ৬২৭

তারিখ ঃ ২৩/৯/২০২১.

➡️মোঃ-ইব্রাহিম খলিল রুপক 

➡️কমিউনিটি ভলান্টিয়ার 

➡️নিজের বলার মতো একটা গল্প 

➡️নবম ব্যাচ

➡️রেজিঃ-১০৫১৯ 

➡️মিরপুর কুষ্টিয়া 


https://www.facebook.com/মারওয়া-ন্যাচারাল-এগ্রো-ফুড-প্রাঃ-লিঃ-103629284612612/

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।