🗣️🗣️সেশন চর্চার গল্প... 🍁🍁
আস্সালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ্
আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
সর্বপ্রথম ঐ মহান আল্লাহ তা'আলার প্রশংসায় সেজদায় অবনত হচ্ছি, যিনি আমাদের এবং আমাদের পরিবারকে সুস্থ, সুন্দর রেখেছেন। তার জন্য মহান আল্লাহতালার দরবারে শুকরিয়া আদায় করছি ,আলহামদুলিল্লাহ।
দুরুদ ও সালম পেশ করছি মানবতার মুক্তির দূত, সমস্ত নবীদের সরদার,সায়্যিদুস্সাক্বালাইন, খাতামুন্নাবিয়্যন হযরত মুহাম্মাদ মুস্তাফা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে,~~\\~~~~~~~~~
শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সহিত স্মরণ করছি প্রিয় শিক্ষক, মেন্টর, ভালো মানুষ গড়ার কারিগর, জীবন্ত কিংবদন্তী এ শতাব্দীর শ্রেষ্ঠ আবিষ্কার
যিনি সুখ খুঁজে না আপন নীড়ে, প্রাণের টানে এই আঙিনায় বারে বারে আসে ফিরে, কালজয়ী, সময়উপযোগী মহা নায়ক, সকলের নয়নের আলো,আমাদের সকলের নয়নের মনি, শিক্ষাগুরু, আমাদের সকলের প্রিয় শিক্ষক যার চিন্তা ভাবনা এই স্বপ্নের প্ল্যাটফর্ম কে ঘিরে, যিনি সবসময় যুক্তিময় উক্তি দিয়ে আমাদের অনুপ্রাণিত করেন, তিনি হলেন
আমাদের সকলের প্রিয়
ইকবাল_বাহার_জাহিদ স্যার, যার পরিশ্রম একাগ্রতা, সততা ও নিষ্ঠার ফসল হিসেবে আমরা পেয়েছি নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশনের মতো একটি মানবিক প্ল্যাটফর্ম। তার সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা তাদের মেহনত ধারা নিজের বলার মত গল্পঃ ফাউন্ডেশন তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে -অনেক অনেক ভালোবাসা নতুন পুরান সকল সদস্য ভাই বোনদের প্রতি ------
🦋🦋🌷🌷🦋🦋🌷🌷🦋🦋🌷🌷🦋🦋
সব মানুষের জীবনে কিছু না কিছু অভিজ্ঞতা আছে, সবার অভিজ্ঞতা একরম নয়। একেকজনের অভিজ্ঞতা একেক রকম,
আজ আপনাদেরকে শুনাবো আমার জীবনের
চমকপ্রদ এক গল্প, যা হয়তো আপনাকে অনুপ্রেরণা দিবে, তাই গল্প টি সম্পুর্ণ পড়ার অনুরোধ রইলো, এবং কমেন্ট করে জানাতে ভুলবেননা কিন্তু
মূল পর্ব...👇🍁
লিখার যোগ্যতা, আর বলার যোগ্যতা কখনো এক নয়,যে লিখিত পরিক্ষায় সবসময় প্রথম হয় সে হয়তো মুখিক পরিক্ষায় প্রথম নাও হতে পারে, কারন দুইটা দুই রকম যোগ্যতা,
সে ক্ষেত্রে আমিও বলার তুলনায় লিখায় বেশি ভালো ছিলাম,,সবার সামনে কথা বলতে পারতামনা, লজ্জা করতো, ভয় করতো,কিন্তু লিখায় ছিলাম অনেক ভালো
সবসময় লিখা লিখি করতাম এবং লিখার প্রতিযোগিতায় সবসময় ফাস্ট হতাম,কিন্তু বলার ক্ষেত্রে ঠিক তার বিপরীত
আল্লাহর নিকট হাজারো শুকরিয়া যে আমাকে এত সুন্দর একটা ফাউন্ডেশনে যুক্ত হওয়ার তাওফিক দান করেছন,
এ ফাউন্ডেশনে যুক্ত হওয়ার পর ধীরে ধীরে নিজের মধ্যে অনেক পরিবর্তন লক্ষ করতে লাগলাম, প্রথম যে দিন সেশন চর্চার জন্য, মিটআপে জয়েন করলাম, তখন আমার পুরা শরীর ঘামছিলো,, কি বলবো কি ভাবে
বলবো, মাথায় কিছু কাজ করছিলোনা তখন,
একবার ভবালাম বের হয়ে জাই মিটআপ থেকে, আবার ভবালাম না দেখি কি হয়,তখন আমাদের জেলায় মিটআপ হতো বিকালে,
মনে মনে ভাবলাম যাইহোক আজকে কিছু একটা বলবো সাহস করে, অতঃপর যখন আমাকে ডাকা হলো, তখন মিউট অন করে সালাম দিলাম কাঁপা কন্ঠে , তারপর নিজের পরিচয় বললাম থেমে থেমে, শরীর কাঁপছিলো,
তাড়াতাড়ি করে শেষ করে বের হয়ে হাপ ছেড়ে বাছলাম,
এবার ২য় দিন
অন্যদিন সাধারণত আসরের পর পরই মিটআপের লিংক দেওয়া হতো কিন্তু আজ কেউ মিটআপের লিংক দিচ্ছে না তাই সাহস করে আমি নিজেই লিঙ্কটা শেয়ার করলাম গ্রুপে
অতঃপর আস্তে আস্তে সদস্যরা জয়েন হতে শুরু করল কোন একজন ভাইয়া আমাকে জিজ্ঞেস করল কেমন আছেন তার নামটা ঠিক এখন মনে আসতেছে না বললাম জ্বি ভাই ভালো আছি তারপর তাকে বললাম যে ভাইজান আজকে কেউ লিংক দিচ্ছে না এজন্য আমি লিংক দিয়েছি কোন ভুল হলে ক্ষমা করবেন
তিনি বললেন আরে না কোন সমস্যা নেই লিংক দিয়েছেন তো কি হয়েছে আপনি তো আমাদের একজন সদস্য, কথাটা শুনে খুব ভালো লাগলো, তারপর আরো অনেক সদস্য যুক্ত হলো
এ দিকে আমি খুব ঘাম ছিলাম হাত পা গুলো কেমন যেন কাঁপছিলো,
তারপর ও সাহস সঞ্চার করে যুক্ত থাকলাম এবং সবার সাথে পরিচয় হলাম ধীরে ধীরে, এরপর প্রতিদিন মিটআপে উপস্থিত থাকতাম ফলে আমার ভিতরের ভয়টা কেটে গেলো, এবং মুখের জড়তা ও
আগে কথা বলতে দিলে ভয় কাজ করতো কি ভাবে কথা বলবো কি বলবো ইত্যাদি ইত্যাদি..
আর এখন মুখিয়ে থাকি কখন আমাকে দেওয়া হবে বলার জন্য, এখন কথা শুরু করলে শেষ হতে ছায়না, আগে লিখে রাখতাম কি বলবো,
আর এখন মুখস্ত ই বলে ফেলি ১৫/২০ মিনিট
মুলত সব কিছু সম্ভব হয়েছে শুধু মাত্র লেগে থাকার কারণে ,
মাঝেমধ্যে নিজেই অবকা হয়ে জাই কি ভাবে এত পরিবর্তন সম্ভব? যে ব্যক্তি কথা বলতে হতা পা কাঁপতো, আজ সপ ব্যক্তি উপস্থাপনার দায়িত্ব পালন করতেছ, জ্বি আমার কথাই বলছিলাম, আলহামদুলিল্লাহ এখন উপস্থাপনা ও করতে পারি সবলিল ভাবে, কোন কিছুই অসম্ভব নয়,
যে দিন আমাকে প্রথম বলা হলো বিপ্লব ভাই আজ আপনি উপস্থাপন করেন, আমি ভাবলাম হয়তো আমার সাথে দুষ্টামি করতাছে, আমি বললাম ভাই আমি এখনো জুনিয়র আরো পরে করবো,
বললো সমস্যা নেই আপনি শুরু করুন ভুল হলে আমরা আছি, তখন একটু অভয় পেয়েছিলাম, এটা যে আমার জন্য কত বড় একটা মাইলফলক ছিলো বলে বুজানো সম্ভব নয়, ঐ দিন তারা যদি আমাকে উৎসাহ না দিতো এবং অভয় বা দিতো তাহলে হয়তো আমার এ পরিবর্তন হতে আরো অনেক সময় লাগতো, যাইহোক প্রথম দিন উপস্থাপন এতটাও খারাপ ছিলনা, মোটামুটি ভাবে করেছি যা হয়েছে আলহামদুলিল্লাহ, তারপর সুযোগ পেলেই উপস্হাপনা করতাম, একটা সময় এমন হয়ে গেলো, যে বিষয়টাকে অনেক উপভোগ করতে শুরু করলাম,,
সব বিষয়ের মানুষের নেশা তৈরি হয়না, একমাত যে সব বিষয়ের প্রতি মানুষের ভালোবাসা রয়েছে সে গুলোর প্রতিই মানুষের নেশা তৈরি হয় তেমনি সেশন চর্চায় নিয়মিত উপস্থিত থাকার কারনে একটা ভালোবাসা সৃষ্টি হয়ে গেলো আর ফলে তা রূপ নিলো নেশা হিসাবে, আমি আমাদের এ ফাউন্ডেশনে যুক্ত হওয়ার পর থেকে টানা,, ১০০,, দিন পযন্ত, এক দিনও সেশন চর্চা মিস দি নাই, ৫মিনিটের জন্য হলেও জয়েন করেছি, এটা একমাত সম্ভব হয়েছ ভালোবাসা থাকার কারনে,
এখন পযন্ত আমার হিসেব অনুযায়ী ৫/৭ দিন হয়তো সেশন চর্চায় জয়েন হতে পারিনি ব্যস্তাতার কারনে, এ ছাড়া প্রতিদিন যুক্ত হয়েছি এবং অনেক কিছু আয়ত্ত করেছি
কথায় বলে ইচ্ছা থাকলে উপায় হয়,
কথা টা যে কি পরিমানে সত্যি সেটা কেবল আমি এবং আমার মত যারা এরকম জীবনের যে কোন ধাপে পরিবর্তন, ( উন্নতী) করতে পেরেছে তারাই অনুভব করতে পারে
আমি এ সেশন চর্চা থেকে অনেক গুরত্বপূর্ণ বিষয় আয়ত্ত করেছি
আপনাদের সাথে সে বিষ গুলো একটু শেয়ার করি
ইনশাআল্লাহ আপনাদের একটু হলেও উপকারে আসবে
সুন্দর করে সবালিল ভাবে গুছিয়ে কথা বলার বেশ কিছু উপায় আছে,
যেমন==
1** প্রথমত কথা বলার সময় নিজের আত্মবিশ্বাস থাকা খুবই জরুরী আত্মবিশ্বাস একমাত্র বস্তু যেটা নিজের মধ্যে অনেকটা শক্তি সঞ্চার করে ফলে আপনি যে কোন কথা গুছিয়ে বলার রসদ পেয়ে যান।
2**আপনি যদি কোন জনসমক্ষে ভাষণ দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনার ভাষণের যে বিষয় বস্তু সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় । ভাষণের বিষয়বস্তুকে এক্ষেত্রে রাজার সাথে তুলনা করা হয়ে থাকে। জনসমক্ষে ভাষণ দেয়ার সময় অনেক সময় অনেক কিছু কথা মাথায় আসে না সেইজন্য আগে থেকে একটি ছোট কাগজে আপনার ভাষণ এর বিষয়বস্তু যদি লিপিবদ্ধ করে রাখেন তাহলে এটি গুছিয়ে বলার ক্ষেত্রে আপনার অনেক সাহায্য করবে।
উদাহরণ সরূপ আমাদের রামগঞ্জের অফলাইন মিটআপে আমার তেমন প্রস্তুতি ছিলনা তাই কথা গুলো ঠিকমত সাজিয়ে বলতে পারিনি
পরে আমি নিজেই খুজতে লাগলাম কি জন্য আমার এমন হলো, তার পর ফলাফল যেটা দাড়ালো সেটা হলো আমি কিছুই নোট করিনি এবং বিষয় বস্তু নির্ধারিত ছিলনা তাই এজন্য জারা সরাসরি কথা বলবেন তারা অবশ্যই আগে থেকে কিছু কথা নোট করে রাখবেন
3** অনেক মানুষ আছেন যারা অনেক কিছু জানেন কিন্তু কথা বলতে গিয়ে খুব তাড়াতাড়ি করে কথা বলেন ফলে কথাগুলো জড়িয়ে যায়। সে ক্ষেত্রে সেই সব মানুষদের আয়নার সামনে বাড়িতে প্র্যাকটিস করা উচিত কারণ একমাত্র অনুশীলন বা প্র্যাকটিস মানুষকে তার উন্নতির শিখরে পৌঁছে নিয়ে যেতে পারে।
4**আপনি যখন কোনো কিছুর উপরে কাউকে কোনো কথা বলতে চাইছেন, আপনি যে বিষয়ের উপর কথাটা বলতে চাইছেন সেটার উপরে আপনার সম্পূর্ণ জ্ঞান থাকা প্রয়োজন অযথা উল্টোপাল্টা বলে বিষয়টাকে বড় করার কোন মানে হয় না। বক্তৃতা ছোট হোক কিন্তু সেটা যেন যথাযথ হয় এবং সেটা যে শ্রোতা থাকবেন তার যেন উপকারে লাগে তবেই তিনি সেটা শোনার জন্য আগ্রহী হবেন।
5**কথা সব সময় সহজ এবং সাবলীল ভাষায় বলা উচিত তাহলে সেটা সবার কাছে বোধগম্য হবে, তবে এক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে যে কথা বলার সময় আপনি যেন আপনার বিষয়বস্তু থেকে অন্য দিকে সরে না যান।
এ বিষয়ে বলতে গেলে অনেক কথাই বলতে হয় আমাদের সমাজে বিভিন্ন ধরনের মানুষ আছে জারা কথার মাজে ভুল-বাল ইংরেজি বলে নিজেকে খুব শিক্ষিত এবং কুল,প্রমান করার চেষ্টা করে কিন্তু এটা বুজেনা জে আমি কার সাথে ইংরেজি বলতেছি তারা কি আমার ভাষা বুজবে?
আল্লাহ সবাইকে সঠিক বুজ দান করুন
6**কথা বলার সময় আপনি সামনের মানুষের দিকে চোখে চোখ রেখে কথা বলুন এবং মুখে হাসি রেখে কথা বলুন- এটা আপনার শুধু যে কনফিডেন্স বাড়াবে তা নয় আপনার মনে সাহস যোগাবে এবং আপনার ভীতি অনেক কমে যাবে।
7**কথা বলার সময় আপনি জড়োসড়ো হয়ে থাকবেন না আপনার হাত-পা এগুলো স্বাভাবিক ভাবে নড়াচড়া করতে দিন তাহলে এটা আপনার মনে অনেক সাহস যোগাবে।
8**সবশেষে এটাই বলা যে কথা বলার সময় আপনি নিজে আনন্দ উপভোগ করুন এবং জোরে শ্বাস নিন এবং ধীরে-সুস্থে কথাগুলো বলুন স্পষ্টভাষায়।।
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
কথা বলতে না জানার কারনে একটা সময় পদে পদে কত ধরা খেয়েছি তার কোন হিসেবে নেই,
কথা দ্বারা নিজেকে প্রমান করা জায় যে আপনি কত টুকু ভদ্র ও শিক্ষিত, মানুষের কথা বলার ধরন দেখলেই বুজা জায় যে সে কি ধরনের লোক অথবা কোন এলাকার লোক
এ ফাউন্ডেশনে আশার আগে আমি কখনো এতো মানুষের সামনে দাড়িয়ে এত কথা বলিনি বা বলার সাহস হয়নি, কিন্তু যখন এ ফাউন্ডেশনে আসলাম, তখন থেকে আমি সবার সাথে কথা বলার আলাদা যে দক্ষতা রয়েছে তা রপ্ত করতে পেরেছি আলহামদুলিল্লাহ
পরিশেষে একটা কথা বলতে চাই আর সেটা হলো নিয়মিত সেশন চর্চা করা এবং কথা বলার জড়তা কাটানো ভিডিও করা এ দুটা আপনি টানা ৩০ দিন করুন আমি ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পার আপনার কোন কথা বলার জড়তা থাকবেনা, ইনশাআল্লাহ
লেগে থাকুন সফলতা আসবেই ইনশাআল্লাহ
🍁🍁ধন্যবাদান্তে,,,🍂🍂
🥀নাঈমুল হাসান(বিপ্লব)
🥀কমিনিটি ভলেন্টিয়ার
🥀জেলা★লক্ষীপুর
🥀থানা★রামগন্জ
🥀ব্যাচ★১৫
🥀রেজিঃ★৬৭৬৫০
💻বর্তমানে কাজ করছি গ্রাফিক্স ডিজাইন নিয়ে
🧭পেইজ লিংক https://www.facebook.com/Alif-Graphics-design-100780982356827/
🖊কাজের বিবরণ
👉পেইজ লোগো
👉ওয়েব ব্যানার
👉ফেসবুক প্রোফাইল ও কাভারফটো
👉ভিজিটিং কার্ড
👉গ্রুফ লোগো
👉ব্যানার ও শুভেচ্ছা কার্ড
👉নাম কালিগ্রাফি ডিজাইন
👉 লোগো ডিজাইন (থ্রীডি প্রিমিয়াম কোয়ালিটি)
👉 ইউনিক বিজনেস কার্ড
👉 বিজনেস পেইজ সেট আপ
যে ফাইলগুলিতে পাবেন JPG,PNG,PSD,PDF,AI,WORD
নোট :
১. আমরা প্রিন্টিংয়ের কাজ করি না।
২. ডিজাইনে কোনো প্রকার হারাম এলিমেন্টস ব্যাবহার করি না।
Contact us
Call : 01309770746(Whatsapp)
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।