See More Post

ঘুমানোর আগে বউটাকে বললাম সকাল ৯টার আগে ঘুম থেকে ডাক দিতে!ডাক না দিয়ে সে রাজরানী হয়ে ঘুমাচ্ছে🙄🙄

গল্পে গল্পে চমৎকার পোষ্ট।


ঘুমানোর আগে বউটাকে বললাম সকাল ৯টার আগে ঘুম থেকে ডাক দিতে!ডাক না দিয়ে সে রাজরানী হয়ে ঘুমাচ্ছে🙄🙄


 Top Choice BD এর মার্কেটিং ডিরেক্টর  Saiful Islam Bhuiyan Sohel   ভাইয়ের কল পেয়ে ঘুম ভাঙ্গল।

সহেল ভাইঃ ভাই কি হাটে গিয়েছেন?আমি যাইতে দেরী হবে। আমার শালা ডুবাই থেকে আমার জন্য  iphone 12 নিয়ে  আসছে। মোবাইল নিতে গতকাল আমি শ্বশুর বাড়ি এলাম। আপনি স্টল সাজিয়ে বসেন আমি দুপুরের খাওয়া খেয়েই চলে আসবো🙃


আমি একা এতো বড় গাইট নিয়ে নি করে হাটে যাবো।লকডাউনের কারনে রাস্তায় একটা গাড়িও দেখা যাচ্ছে না।

  #top_choice_bd  এর চেয়ারম্যান #mh_Bhuiyan_shipon   ভাইকে কল দিলাম সেও কল ধরতেছেনা মনে হয় এখনো ঘুমাচ্ছে


কি আর করা গাইট মাথায় নিয়ে হাটের উদ্দেশ্যে রওনা দিলাম। পথে একটা গাড়িও নেই। একটু যেতেনা যেতে পেছন থেকে ডাক।পিছনের ফিরে দেখি Discountservice24.com   এর প্রতিষ্ঠতা Md Iqbal Hossain ভাইয়া। 


ইকবাল ভাই ঃ আরে সাইফুল তুমি এতো বড় গাঁইট নিয়ে কি হাটে যাচ্ছো নাকি?


আমিঃ গাড়ি পাচ্ছিলাম না তাই হেটে হেটে হাটে যাচ্ছি।


ইকবাল ভাই: আমিতো তোমার ভাবিকে নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছি, গাড়িতে জায়গায় নেই, না হলেতো লিভ দিতে পারতাম।


আমি ঃ আচ্ছা ভাইয়া দেরী হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি🚶‍♂️


আরেকটু পথ যেতে না যেতে দেখা মিলল IMAM Trade Limited   এর ম্যানেজিং  ডিরেক্টর   Mohammed Iftekher Alam   মামা তার বাইক নিয়ে বাড়ি থেকে বাহির হচ্ছে  বাইকে তার একটা গাঁইট দেখে আর লিভ চাইলাম না।

আর ৫ মিনিট হেঁটে গেলেই হাটের দেখা মিলবে।

এর মধ্যে পিছন থেকে একটা সিএনজি এসে দাড়ালো। গাড়িতে ওঠেন সাইফুল ভাই। 

কে---- কে -------------

পিছনে ফিরে দেখতে ফেলাম Fashion Food BD   এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান  Nowshin Taranum   আপু ও Bivor-বিভোর  এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নিঝুম আমিন  আপু। যাক কোন মতে ড্রাইভারের পাশে বসে হাটে পৌছালাম। হাটে এসে দেখি আরেক কান্ড আমার স্টলে বসে আছে Taiyeba   এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের Zia Uddin  ভাই।

এমনিতেই দেরী হয়ে গেছে তাই আর ভাইয়ের সাথে কথা না বাড়িয়ে সামনের দিকে গেলাম।ডানে বামে পিছনে তাকিয়ে একটা স্টল ও খালি দেখতে পেলাম না।দেখে পেয়ে চলে গেলাম Bichoron Mart - বিচরণ মার্ট  এর মার্কেটিং ডিরেক্টর Sagar Banik  দাদার কাছে।

দাদাকে গিয়ে বললাম আমার স্টলে অন্য জন বসে গেছে এখন স্টল পাচ্ছি না, এই কথা শোনার পর সাগর দাদা বিচরনের একাংশ আমার স্টলের জন্য খালি করে দেয়।


বিচরনের দেওয়া ওই চোট্ট জায়গাটুকুতেই টপ চয়েস বিডির জন্য স্টল সাজিয়ে পেলি ক্ষনিকের  মধ্যে।


আজকের হাটবারে আমার স্টলে যা যা পাবেন👇


টি শার্ট, পলো শার্ট, জিন্স প্যান্ট, পান্জাবি, নিডো দুধ, টেং, নেছকপি, হরেক রকম চকলেট, কাঠের ঘানিতে ভাঙ্গা সরিষার তৈল। ইত্যাদি

পন্যের গায়ে মূল্য সংযোজন করা আছে।


কুরিয়ারের মাধ্যমে সারা দেশে ডেলিভারি দিয়ে  থাকি

আমার স্টল নং ১৬০৬৯


https://www.facebook.com/topchoicesbd/


আমার স্টল থেকে বেড়িয়ে আসার আমন্ত্রণ রইল


হোমমেড তৈরিকৃত  মসলা নিতে এখনি চলে যান Jannat Touch  এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান Mohammed Forkan ভাইয়ের স্টলে।


আর হ্যা ভেজালের ভিড়ে খাঁটি পন্য পাবেন  শুধু মাত্র Young Entrepreneurs  "নিজের বলার মতো একটা গল্প" ফাউন্ডেশন এ।


এই ফাউন্ডেশনে আমারই ক্রেতা আমরাই বিক্রেতা 


আজকের হাটবারে সকলের সফলতা কামনায় 


স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬০৫

Date:- ২৪/০৮/২০২১

সাইফুল ইসলাম 

কমিউনিটি ভলান্টিয়ার 

রেজিষ্ট্রেশন টিম মেম্বার 

টপ টুয়েন্টি ক্লাব 

হাট মনিটরিং টিম 

দশম ব্যাচ

রেজি নং ১৬০৬৯

জেলা ফেনী 

ওমান প্রবাসী

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।