See More Post

আমি নতুন, আমার কাস্টমার কিন্ত নতুন না।


আমার ছেলের স্কুলের এক ভাবি আমার কাছে জামা কিনে নেন।তিনি তখন তা দেখেন।তখনও তিনি আমাকে চিনতেন না।তারপর কথা হতে থাকে। তারপর জানা যায় আমার মেয়ে ও ওনার মেয়ে দুজন ক্লোজ ফ্রেন্ড।
ওনি আমার বাসায় আসে।ও মেয়ের জন্য কিছু টপস ও জামা দেখাতে বললেন।আমিও দেখালাম।তিনি চয়েস করছেন ও এক সাইডে রাখছেন। তারপর কসমেটিক ও জুয়েলারি দেখাতে বললেন দেখালাম।
তারপর কোন দামাদামি নেই। বললেন আপনি দাম ধরেন যেন আমার ও আপনার দুজনের ই লাভ থাকে।
এরকম কাস্টমার আমার এই প্রথম।কারন দামাদামি ছাড়া কোন কিছু কেনেনা।একেক জনের দাম শুনে তো আমি থ হয়ে যাই।কারণ তারা যে দাম বলে তা আমার কেনা দামও না।
তাই অবাক হওয়ার কথা।
আমি তখন একটি সমস্যার সম্মুখীন হলাম।কারণ তার বিশ্বাস রাখার দায়িত্ব টা এখন আমার। সামান্য লাভ রেখে ওনাকে মোট হিসাব দেখালাম।তিনি কিছু না বলে টাকা দিয়ে দেন।
আমি তো চিন্তা য় পরলাম রাগ করল কিনা।
না তিনি রাগ করে নাই।বাসায় গিয়ে ওনি আমাকে ফোন করে বললেন সবার দাম এবং ড্রেস, কসমেটিক সব পছন্দ হয়েছে।
কিন্তু আমি একটা ভুল করে ফেলি হিসাবে৮০ টাকা বেশি রেখে ছিলাম।ভাবিকে বললাম।ভাবি বলল দরকার নেই। যাই হোক আমি টাকাটা আলাদা রেখেদিলাম।কারণ ওটা আমার জন্য বোঝা সরূপ।
আবার গত তিনদিন আগে সকালে আসলেন। ড্রেস দেখালাম, ওনি আগেই কসমেটিক ওজুয়েলারি চয়েস করে রেখেছেন। ড্রেস গুলো চয়েস করে দাম দরতে বললেন।আমি আগের মতো ই দাম ধরে দেখালাম। ওনি টাকা দিলেন। আমি আগের ৮০ টাকা কেটে রাখি।ভাবি বললেন আপনার এখনও মনে আছে
আমি বললাম ভাবি আমি আজকে হালকা হলাম।তিনি খুব খুশি হলেন। আমি নতুন।আমার কাস্টমার কিন্ত নতুন না। আমার কাস্টমার যে কয়েকজন সবাই আমার রিপিট কাস্টমার। আমি এতেই খুশি। আমি প্রচার করতে পারি না লজ্জা লাগে।আমার হয়ে আমার কাস্টমাররাই প্রচার কে দেন।

স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬২২

Date:- ১৬/০৯/২০২১

ফারহানা মুন্নি।
কমিউনিটি ভলেন্টিয়ার
ব্যাচঃ১৪
রেজিষ্ট্রেশন নংঃ৬৫৭৫৮
জেলাঃ জামালপুর সদর
বর্তমান অবস্থানঃ নান্দিনা
৯/১৫/২০২১

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।