See More Post

নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের ইতিহাস ১ম ইউনিয়ন ভিত্তিক অফলাইন মিট আপ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে


অত্যন্ত সুন্দর ও সফল ভাবে সম্পন্ন হলো নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের ইতিহাস ১ম ইউনিয়ন ভিত্তিক অফলাইন মিট আপ। আজ ১৮/০২/২০২২ ইং রোজ শুক্রবার গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তেলিহাটা ইউনিয়ন সহ শ্রীপুর উপজেলার আরও তিনটি ইউনিয়ন এর আজীবন সদস্য ভাইবোনদের চমৎকার ও সফল ভাবে সম্পন্ন হলো নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের ১ম ইউনিয়ন ভিত্তিক অফলাইন মিট আপ। মিট আপটিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের সম্মানিত কোর ভলেন্টিয়ার প্রিয় Md Jayed Hasan Emran ভাই। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তেলিহাটা ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ড এর সম্মানিত মেম্বার শফিকুল ইসলাম সাহেব। উপস্থিত ছিলেন গাজীপুর জেলা এম্বাসেডর Sabbir Hossain ভাই ও Yousuf Hossen Tonmoy ভাই। আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা এম্বাসেডর AfreDa KoNa আপু, গাজীপুর সদর উপজেলা এম্বাসেডর মনির প্রধান ভাই ও Momin Sarker ভাই। উপস্থিত ছিলেন Lokman Mamun ভাই, Salim Ahmed ভাই আল আমিন শেখRafiq Shipul ভাই সহ আরও তেলিহাটা ইউনিয়ন এর আরও অনেক ভাইবোন যাদের নাম এ এ মূহুর্তে স্মরণ না থাকার জন্য আন্তরিক ভাবে দুঃখিত।
অংশ গ্রহণকারী সকলকে আন্তরিক ধন্যবাদ। অসাধারণ কিছু সময় কাটালাম আমরা সকলের সাথে।
এভাবেই প্রিয় মেন্টর Iqbal Bahar Zahid্যারের নির্দেশনায় দেশের প্রতিটি গ্রাম ও ইউনিয়নসহ প্রত্যন্ত অঞ্চলের ভাইবোনদের পৌঁছে যাবে নিজের বলার বলার মতো একটা গল্প ফাউন্ডেশন আর তৈরী হবে প্রত্যেকের এক একটি নিজের বলার মতো গল্প উদ্দ্যোক্তা ও ভালো মানুষ হওয়ার গল্প।

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।