See More Post

প্রবাস নামের জেলখানা এসেছি নিজের স্বপ্ন পূরণ করতে কিন্তু অন্যের স্বপ্ন পূরণ করতে করতে আমি আমার স্বপ্নটা ভুলে গেলাম


 জীবনের_গল্প..! বিসমিল্লাহির রহমানির রাহিম। #আস্সালামু_আলাইকুম। আল্লাহর দরবারে কোটি কোটি শুখরিয়া জানাই.. মহান রাব্বুল আলামিন,আল্লাহ আমাদের কে সুস্থ সবল ভালো রেখেছেন,, #আমিন। রাসুলে (স:) এর প্রতি কোটি কোটি দরুদ ও সালাম হাজারো ভালোবাসা আমার মা-বাবার প্রতি..💕 যাদের অক্লান্ত পরিশ্রমে সেবা যত্ন করে বড় করেছেন গড়ে তুলেছেন মানুষের মত মানুষ হিসাবে। #কৃতজ্ঞতা সবার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি কৃতজ্ঞতা দেশ ও জাতীর শ্রেষ্ঠ সন্তান.... লাখো পথ হারা হতাশাগ্রস্থ যুবক যুবতীর তরুন তরুনীর আইডল সকলের প্রানের প্রিয় জনাবঃ iqbal bahar Zahid স্যারের প্রতি যার অক্লান্ত পরিশ্রমে আমরা পেয়েছি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। সূর্য যেমন আমাদের আলো দেয় চাঁদ আমাদের অন্ধকার আঁধার রাত কে জোছনার আলোতে আলোকিত করে তেমনি ইকবাল বাহার জাহিদ স্যার আমাদের কয়েক লক্ষ হতাশাগ্রস্ত বেকার যুবকদের হৃদয়ের আলো জ্বেলেছেন তাই স্যারকে আমি একটা নক্ষত্র মনে করে হৃদয়ে জায়গা দিয়েছি..! এবং স্যার যেন দীর্ঘজীবী হয় আল্লাহুর কাছে সেই দোয়া ও কামনা করি। 🤲 এই ফাউন্ডেশন কে ভালবেসে.. একজন গর্বীত সদস্য হতে পেরে... নিজেকে ধন্য মনে করছি..! আজ নিজের জীবনের একটা গল্প লিখার মত সাহস, মানুষিকতা সৃষ্টি হয়েছে। #আমার_ছোটবেলা...⛹️‍♂️ নিজ গ্রামে মুক্তো আকাশে বাতাসে ঘুরে বেড়ানোর সাথে নিজ গ্রামের ইস্কুলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার চাইতে কাজ করতে পছন্দ করতাম মনের ভিতর কাজ করার আগ্রহ ছিল বেশি তাই প্রাইমারি ইস্কুল শেষ করে হাই স্কুলে যাওয়ার সাথে সাথেই শুরু হলো আমার #উদ্যোক্তা_জীবনের_গল্প। প্রত্যেকটি মানুষের জীবনে একটা স্বপ্ন থাকে আর সেই স্বপ্ন নিয়ে মানুষ চিরজীবন বেঁচে থাকে আমারও তেমনি জীবনে একটা স্বপ্ন ছিল আমি একজন উদ্যোক্তা হব....! উদ্যোক্তা নামটি উচ্চারণ করা খুব সহজ কিন্তু একজন উদ্যোক্তা হওয়া কতটুকু কষ্ট সেটা যে হয়েছে সে বুঝেছে ছোটবেলা থেকে কর্ম জীবন আমার কিন্তু আমার স্বপ্ন ছিল আমি একজন উদ্যোক্তা হব..! আমি ছোটবেলা থেকে রেস্টুরেন্টে কাজ করেছি এবং রেস্টুরেন্টের কাজের প্রতি আমার খুবই ভাল অভিজ্ঞতা ছিল তাই আমি ভাবলাম আমি যদি ছোটখাটো একটি রেস্টুরেন্ট করি তাহলে আমি অবশ্যই ভালো কিছু করতে পারবো সেই স্বপ্ন নিয়ে আমি এগিয়ে যাচ্ছিলাম..! 2010 সালে আমি ঢাকা টঙ্গীতে একটি দোকান দেখি এবং দোকানটি আমার পছন্দ হয় দোকানের মালিকের সাথে কথা বলে দোকানটা চুক্তিবদ্ধ করে নিলাম আমার কাছে 20 হাজার টাকা ছিল বন্ধুদের থেকে ধার নিয়ে টোটাল 30000 টাকা হল সর্বমোট 50000 টাকার বাজেট ছিল আমি 30 হাজার টাকা ম্যানেজ করলাম কিন্তু আমি আশায় ছিলাম আমার পরিবার থেকে 20 হাজার টাকা আমি অবশ্যই ম্যানেজ করতে পারবো কিন্তু আমার সেই আশা যে আশা হয়ে থাকবে তা কখনো জানতাম না যখন আমি পরিবারের কাছে গিয়ে আমার ব্যবসার পরিকল্পনার কথা বিস্তারিত বললাম। কিন্তু পরিবারের কেউ আমাকে সাপোট করে নাই..😢 সবাই বলছে এসব ব্যাবসা টেব্যাসা দিয়ে কিছুই হবে না আমার সাথে এমন আচরণ করল এমন ব্যবহার করল যা আমি কখনো আশা করি নাই...😭 হয়ে গেলাম তাদের হাসির পাত্র শুনতে হলো অনেক কঠোর কথা...😩 কয়েকদিন পরে বুঝে পারলাম আসলে পরিবারের সবার স্বপ্ন ছিল আমাকে বিদেশ পাঠাবে.. কারন...বিদেশে সোনার হোরিণ আছে.....😏 সেই সোনার হোরিণ ধরতে পারলেই..নাকি..রাতা রাতি ধনি....🙄 #বিদেশ নামের জেলখানায় যাওয়ার চিন্তা আমার মাথায় কখনোই আসতো না ভাগ্যের কি পরিহাস আমাকে অবশেষে বিদেশেই আসতে হল মাত্র 20 হাজার টাকার জন্য যখন আমি আমার ব্যবসা এবং আমার স্বপ্নটাকে পূরণ করতে পারলাম না তখন আমি রাতে একা একা বসে আমি নিজের সাথে কথা বললাম আমি যেটা করতেছি এটা কি সঠিক নাকি ভুল... 🤔 সবাই চাচ্ছে আমি বিদেশ আসি কিন্তু আমি চাচ্ছি বাংলাদেশে ব্যবসা করতে কিন্তু আমার পাশে যেহতো কেউ নেই তাই আমি সিদ্ধান্ত নিলাম আমি বিদেশ যাব কেননা স্বপ্ন আমার পরিবার ও আমার কাউকে আমি ফেলতে পারবো না.....💕 আমার প্ল্যান ছিল আমি যে টাকা খরচ করে বিদেশে যাব সে টাকা পরিশোধ করে বাংলাদেশে কিছু টাকা নিয়ে এসে আমি ব্যবসা শুরু করব অবশেষে সবার কথাকে মেনে নিয়ে আমি বললাম ঠিক আছে আমি বিদেশ যাবো আর ঠিক তখনই এক মাসের ভিতরে আমার ভিসা সবকিছু রেডি হয়ে যায় আর আমি চলে আসছি প্রবাস নামের এক জেলখানায় আলহামদুলিল্লাহ অবশেষে প্রবাসে আসলাম যেমন কথা তেমন কাজ পেয়েছিলাম সবকিছু তো ঠিকঠাক চলছিল এক বছরের ভিতর আমি আমার লেনদেন কমপ্লিট করলাম কিন্তুক আমার পরিবার-পরিজন নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেন আমাকে নিয়ে আমিও তাদের চাওয়া-পাওয়া তাদের স্বপ্নগুলো পূরণ করতে সব সময় প্রস্তুত ছিলাম এবং যখন যা চাই তা দিতাম তাদের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে আমাকে প্রবাসের তিন বছর থাকতে হলো তিন বছর পর আমি বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম আর তখনই তাদের স্বপ্ন গুলো যেন আকাশ ছোয়া হয়ে গেল যেটা আমি স্বপ্নেও ভাবি নি এবং কল্পনাও করিনি তবুও আমার সামর্থ্য অনুযায়ী আমি বাংলাদেশে পরিবারের জন্য যতটুকু প্রয়োজন আমি নিয়ে গিয়েছি সবাই আমাকে দেখে অনেক খুশি হলেন কিন্তু সবার নজর ছিল আমার যে দুইটা সুইট কিস এবং দুটো কার্টুন সবার নজর ওদিকে ছিল আশ্চর্য হয়ে গেলাম তিন বছর পরে বাংলাদেশ আসলাম খুবই আশ্চর্যের বিষয় যার কাছে যাই সবাইকে সালাম দোয়া করি কিন্তু সবার একটাই প্রশ্ন থাকবে কতদিনের জন্য এসেছিস এই কথাগুলো শুনলে ভেতরটা কেঁপে ওঠে......🤧 যখন আমি বলি একেবারে আসছি বাংলাদেশে কিছু একটা করব তখন তাদের তাদের চেহারা এবং তাদের কথা শুনে আসলে বাংলাদেশে কোন কিছু করার চিন্তা ভাবনা আর হয়ে ওঠে না.....😒 যে স্বপ্ন নিয়ে বাংলাদেশে গিয়েছি তিন মাস থেকে তার দ্বিগুণ কষ্ট নিয়ে আবার আমাকে আসতে হল প্রবাসের মাটিতে এই ভাবেই চলছিল আমার প্রবাস জিবন আগের মত কর্মজীবন শুরু হয় প্রবাসে এভাবেই বাংলাদেশিরা একেকটা করে স্বপ্ন দেখে আর আমি তাদের স্বপ্ন পূরণ করি এবং আমি হয়ে যাই তাদের স্বপ্নের পূরণের একটি মেশিন তাদের স্বপ্ন পূরণ করতে করতে আমি ক্লান্ত হয়ে গেলাম প্রবাস নামের জেলখানা এসেছি নিজের স্বপ্ন পূরণ করতে কিন্তু অন্যের স্বপ্ন পূরণ করতে করতে আমি আমার স্বপ্নটা ভুলে গেলাম এভাবে কেটে যাচ্ছিল আমার প্রবাস জীবন হঠাৎ একদিন আমি ভাবলাম দশটি বছর কাটিয়ে দিলাম কি পেলাম কি হারালাম কি দিলাম কিনিলাম তা বুঝতে না বুঝতেই কেটে গেল আমার জীবন থেকে দশটি বছর মনের বিতর হতাশা কাজ করছিল সব সময় কিন্তু কিছুই করার নাই ঠিক তখনই পেলাম নিজের বলার মত একটা গল্পের ফাউন্ডেশন প্রিয় শিক্ষক প্রিয় মেন্টর বর্তমান যুগের আইকন জনাব #ইকবাল_বাহার_জাহিদ স্যারের ছোট ছোট আকারের ভিডিওগুলি শুনতে লাগলাম এবং স্যারের ভিডিওগুলি থেকে আবার আমার স্বপ্নগুলো কেন যেন শুরু হলো এবং মনে অনেক সাহস আসলো এই প্লাটফর্মে আমি রেজিস্ট্রেশন করলাম এবং প্রিয় ভাই বোনদের সাথে যুক্ত হলাম কথা পতন হলো সবাই উৎসাহিত করল সাহস দিল আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে এবার আমার স্বপ্ন পূরণ করতে পারবো সেই সাহস যুগিয়েছেন জনাব ইকবাল বাহার জাহিদ স্যার অসংখ্য ধন্যবাদ জানাই প্রিয় স্যারকে কৃতজ্ঞতা স্যারের প্রতি স্যারের স্যারের শিক্ষা থেকে আজ আমি বাংলাদেশে একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে সক্ষম হয়েছি #দোয়া_প্রার্থনা.....🤲 প্রথমে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি...🤲 আমার স্বপ্নটি যেন তিনি পূরণ করেন। এবং সকলের কাছে দোয়া চাই আপনারা সবাই... আমার জন্য দোয়া করবেন আমি যেনো ঘুরে দাঁড়িয়ে আমার মনের আশা পূরণ করতে ,পারি এবং পরিবার নিয়ে একটি সুস্থ জীবন কাটাতে পারি এবং একজন উদ্যোক্তা হওয়ার মাধ্যমে আরো মানুষের কর্মসংস্থানের সুযোগ করতে পারি, ভালো কাজ করতে পারি তাই সবার কাছে দোয়া চাই এবং সহযোগিতা চাই সবার সহযোগিতা ছাড়া কোনোভাবেই এগোনো সম্ভব নয়। সবার সাথে পরিচিত হবার সেই কাঙ্খিত সুযোগটি যেন পাই এজন্য দোয়া করবেন। এতক্ষন যারা কষ্ট করে আমার জীবনের গল্প টি পড়লেন সবার প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা সৃষ্টিকর্তা আপনাদের সবাইকে ভাল রাখুক সুস্থ রাখুক সেই কামনায় শেষ করছি আমার জীবনের গল্প। আমার এই লেখায় কোনো প্রকার ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন.! আল্লাহ হাফেজ। 📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭৩৩ Date:- ২৯/০১/২০২২ইং মোঃ বেলাল হোসেন ব্যাচঃ অষ্টম রেজিস্ট্রেশনঃ নং ৫০৯৬ জেলাঃ লক্ষীপুর বর্তমানেঃ সংযুক্ত আরব আমিরাত #দুবাই আবুধাবি রেমিটেন্স যোদ্ধা পেইজঃ https://www.facebook.com/bdadorn/ প্রতিষ্ঠানঃ Adorn shop লক্ষ্মীপুর পৌর আধুনিক বিপণনের দ্বিতীয় তলায়

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।