See More Post

মানুষের জীবনে অনেক ঘটনা ঘটে উথান পতনের গৌরবে জয়ের কিংবা পরাজয়ের সে গুলো সত্যি ই স্বরন রাখে ইতিহাস

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ

💚আমার নিজের বলার মতো  জীবনের গল্প

সর্বপ্রথম আমি লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট যিনি আমাকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব মানুষ হিসেবে সৃষ্টি করেছেন এবং সুস্থ ও ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ

কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার প্রিয় মেন্টর লাখ লাখ তরুণ-তরুণী স্বপ্নদ্রষ্টা হাজার হাজার বেকার যুবক ভাই ও বোনদের হৃদয়ে স্বপ্নের বীজ বপন কারি।ভালো মানুষ গড়ার কারিগর যার অক্লান্ত পরিশ্রমে তিল তিল করে গড়ে ওঠেছে নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন জনাব ইকবাল বাহার জাহিদ স্যার কে..যার জন্ম না হলে হয়তো আমরা এত এত ভালো মানুষের দেখা পেতাম না স্যারের প্রতি রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা আল্লাহ প্রিয় স্যারের সুস্বাস্থ্য ও নেক হায়াত দান করুক আমিন

প্রিয় প্ল্যাটফর্মের ভাই ও বোনেরা সকলে কেমন আছেন আশা করি ভাল আছেন আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি প্রিয় ভাই ও বোনেরা আমি অনেক কষ্ট করে আমার জীবনের গল্পটা লিখেছি আপনাদের কাছে অনুরোধ রইলো একবার হলেও আমার গল্পটা মনোযোগ সহকারে পড়ে আসবেন তাহলে আমার লেখাটা সার্থক হবে

____ আজ আমি ও তুলে ধরবো সংক্ষিপ্ত আকারে---  আমার জীবনের গল্প---

😥গল্পটি অতি কষ্টে কিন্তু সব কিছু ডিটেলস বললে অনেক বড় হয়ে যাবে..তাই অনেক কিছু বাদ দিয়ে অল্প কথায় লিখার চেষ্টা করলাম....৷

আমার জানা মতে মানুষের জীবনে অনেক ঘটনা ঘটে উথান পতনের গৌরবে জয়ের কিংবা পরাজয়ের সে গুলো সত্যি ই স্বরন রাখে ইতিহাস  ৷এমন আমার জীবনে ও এমন ঘটনা ঘটে গেছে৷👈

💚পরিবার

খুব সাধারন একটি পরিবার , মা বাবা বড় বোন আমি ।

💚বাবা

আমার বাবা একজন কৃষক  বাবার পড়াশুনা করার সুযোগ হয় নি । বাবা ছিলেন   দাদার বড় ছেলে   গিরস্ত ফ্যামিলি বলে কথা গোলা ভরা ধান  গোয়াল  ভরা  গরু পুকুর ভরা মাছ ছিল  । অভাব কি বাবা কখনও বুজতে দেন  নি   আমাদের। আমার বাবা একজন সুপার হিরো ছোটবেলা থেকে যখন যা চেয়েছি বাবার সাধ্যমতো দিয়েছেন এবং দেয়ার চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ আমি খুব খুশি।  বাবা সম্পর্কে বলতে গেলে যুগ যুগান্তর কেটে যাবে কথা বলা শেষ হবে না।

💚মা

আমার মা পৃথিবীর সেরা মা বাবা মায়ের এক মাত্র ছেলে হওয়াতে আমি ছিলাম সবার চোখের মনি  তবে আমার মা খুব দায়িত্বশীল ছিলেন  আদর শাসন দুইটাই পেতাম অনেক  রুলস এর মাঝে বেরে  উঠেছি  মাগরিবের আযানের পর বাসায়  ফেরা পড়তে বসা  যদিও তখন খুব খারাপ লাগতো বন্ধুরা খেলত    আড্ডা দিতে বাসায় থাকতে হতো তবে এখন বুঝি সেদিনের রুলস আজকে কত বেশি কাজে লাগছে    সেই  বন্ধুরা অনেকেই নেশা পড়াশুনা বাদ দিয়ে জীবন টা  অন্যরকম করে ফেলেছে । আলহামুলিল্লাহ সেদিনের রুলস আজও মেনে চলে  কখনও ছিগারেট পান কোন টা তেই কোন নেশা নাই  শুধু  চা কফি  ধন্যবাদ মা শাসনের জন্য ।

💚বড় বোন

আপুর কথা শেষ হবে না বললে আপু না থাকলে হয়তো ঢাকায় আসা বিজনেস কোনটাই হয়তো হত না  আপু  সব সময় হেল্প করতো উৎসাহ দিত । যদিও আপু অনেক  বড়  যখন  ক্লাস ৫ এ পরি আপুর বিয়ে হয় । আলহামদুলিল্লাহ ১ টা ভাগ্নে হাফেজ এ পড়তেছে  আরেকটা নতুন অতিথি আসতেছে  দোয়া করবেন আপুর জন্য

আপু আর আমি এখন তুই একটু পর তুমি আবার আপনি এই মারামারি কারাকারি  আবার   নিজের হাতে খাওয়াইয়া দিচ্ছে  সব মিলিয়ে আলহামদুলিল্লাহ একজন বড় বোন থাকা সত্যিই ভাগ্যের বিষয় আলহামদুলিল্লাহ।

💚প্রাইমারী শিক্ষা

খুব কম বয়সে মাত্র ৫ বছরে ক্লাস ওয়ানে ভর্তি হওয়ার গল্প  যদিও যখন একটু একটু বুঝি আম্মু বই দিত হাতে গন শিক্ষা ছিল মসজিদে মা  ওখানে দিয়ে আসতো।  এজন্য     ভর্তির সময় সহজ হয় কিন্তু বয়স কম   নিয়ম এক হাত দিয়ে মাথার উপর দিয়ে কান  আরেক কান স্পর্শ করা  হাত ছোট ধরতে পাড়ি না স্যার ভর্তি নেবেন না ।  এখানে মজার বিষয় হল আপু ভালো স্টুডেন্ট থাকায় একটু সুযোগ পাই আম্মু মাঝে মধ্যে স্কুলে আপুকে দিয়ে আসতো এজন্য সবাই চিনতো তবুও ছোট বলে ভর্তি নেবে না ।আমরা দাড়িয়ে ছিলাম ৩৭ জনকে ভর্তি নেয়া শেষ করে তবুও নিচ্ছে না আম্মু বলতেছে যা যা ধরার ধরুন যদি না পারে নিবেন না ভর্তি ।  যা যা প্রশ্ন করে আমি সব পারি স্যার অনেক টা বাধ্য হয়ে ভর্তি করিয়ে নেয় আমায়।যার সুবাধে

১০ বছর বয়সে প্রাইমারী শিক্ষা শেষ।

💚মাধ্যমিক শিক্ষা

১১ বছর বয়সে ক্লাস সিক্স এ ভর্তি এখানে  আরেকটা মজার ঘটনা আমরা   ৩-৪ জন ছিলাম খুব ছোট  হাই স্কুলের লম্বা লম্বা বেঞ্জ নাগাল পেতাম না। তারপর স্যার মেম বিষয় টি দেখে একদম ছোট একটা বেঞ্জ আমাদের দেয় মাঝে মধ্যে রুলস হতো ঘুরিয়ে ঘুরিয়ে বসার সামনের সবাই পিছনে যাবে পর্যায়ক্রমে সবাই সামনে আসবে। আবারও মহাবিপদ আমরা কি করবো আমাদের জন্য রুলস হল

একই বেন্জ জায়গা পরিবর্তন করে বসা এভাবে চলছিল সব। কিন্তু সুখের মাঝে কিছু কষ্ট থাকে আমি ছিলাম তোতলা কথা বলতে পারতাম না আমার নাম বলতে গেলে আমার অবস্থা খারাপ পড়া তো পড়ের কথাঅনেক বেশি ট্রল অপমানিত হতাম বন্ধুদের কাছে এজন্য আমি নিজে থেকে কারে সাথে মিশতাম না যারা নিজে থেকে আসতো তাদের সাথে কথা বলতাম। স্যর মেম আমাকে পড়া না ধরে লিখে আনতে বলতো এভাবেই ধারাবাহিক ১৫ বছরেই কমপ্লিট হয় এস এস সি।

💚উচ্চ মাধ্যমিক শিক্ষা

কমার্স নিয়ে পড়ার সুবাধে কলেজেও কমার্স ছিলাম যদিও  ভালো স্টুডেন্ট ছিলাম না মোটামুটি পড়াশোনা করতাম। কলেজে গিয়ে নিজের কথা না বলতে পারার সমস্যার নিয়ে একটা অনুপ্রেরনামূলক ঘটনা খেয়াল করি আমাদের কলেজ শ্রদ্ধেয় প্রিয় একজন স্যার  যিনি এতো বেশি তোতলা ছিল কিন্তু এতো ভালো পড়াতেন যে তার পিছনে প্রাইভেট ক্লাস দুটোর জন্য সবাই মুখিয়ে থাকতাম।  এই ব্যাপারটা থেকে আমি ভাবতে লাগলাম যদি আমার মধ্যে কোয়ালিটি থাকে তোতলামি কোন বিষয় না।

এভাবেই ২০১৭ সালে শেষ করি  HSC আলহামদুলিল্লাহ।

💚 ভার্সিটি লাইফ

HSC রেজাল্টের পর কোথায় ভর্তি হবো কি করবো সে নিয়ে খুব টেনশনে ছিলাম শুভাকাঙ্ক্ষীদেরপরামর্শে এডমিশন টেস্ট কোচিং করি পাশাপাশি ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে এ হিসাববিজ্ঞান এ অনার্সে ভর্তি সম্পন্ন করি।

তারপর বেশ কয়েকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরিক্ষা দেয়ার সুযোগ হয়  নিজের ব্যক্তিগত কিছু ভূলের জন্য চান্স হয় নি। কিন্তু স্বপ্ন ছিল ঢাকায় থেকে পড়াশোনা করার

সব সময় মনে হতো হয়তো ঢাকায় গেলে কিছু একটা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ৭ কলেজের পরিক্ষা দেয়ার সুযোগ হয়  আলহামদুলিল্লাহ মার্কেটিং এ সরকারি বাঙলা কলেজে চান্স পাই। তখন গ্রামের ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিল করে ঢাকায় সেটেল হই।

💚 বিজনেস লাইফ

কমার্স নিয়ে পড়াশোনার কারনে আর ছোট থেকে বাবাকে খুব বেশি পরিশ্রম করতে দেখতাম এজন্য  কারো অধিনে কাজ করার প্রতি কোন ইচ্ছে আগ্রহ কোনটাই ছিল না।কিন্তু মাথায় সব সময় একটা বিষয় কাজ করতো আমার পরিচয় কি আমার কি আছে আমাকে কিছু একটা করতে হবে বাবার যা কিছু আছে সব তার আমার কি আছে সব সময় ভাবতাম তখন ঢাকায় নতুন কিছু চিনি না চানি না ভয় কাজ করতো অনেক। আমার ফেসবুক পরিচিত এক বন্ধকে দেখতাম সে অনেক পজিটিভ কথা হবে বিজনেস করে তাকে দেখে

উৎসাহ পেতাম। বলবো বলবো করে বলতাম না আবার কি না কি মনে করে।  একদিন সাহস করে বললাম বন্ধু আমি জীবনে কিছু করতে চাই আমি কিভাবে কি করবো কোন আইডিয়া দাও ও বললো আমার অফিসে আসো একদিন পরেরদিনই রওনা দিলাম কর্পোরেট অফিস ইন করে একটু স্মার্ট হয়ে যেতে হবে না জানি টাই পড়া না পারি ইন করা রুমমেট দের হেল্প নিয়ে যতটা সম্ভব পরিপাটি হয়ে গেলাম তারপর বিজনেসের আইডিয়া নিয়ে  ১০/৩/১৮ সালে মাত্র ৭,০০০ টাকার কিছু কসমেটিক আইটেম নিয়ে বিজনেস শুরু করি যদিও তারপর অনেকবার ইনবেস্ট করেছিলাম। এভাবে চলছিল বন্ধুর প্রতিষ্ঠানের সাথে বিজনেস যেহেতু বিজনেস না একার না এজন্য দেখা যেতো যত কাজ যত ক্রেডিট সব সিনিয়র রা পেতো এজন্য বেশ কিছু কমিটমেন্ট তারা না রাখার জন্য তাদের সাথে বিজনেস ছেড়ে দেই একা কিছু করবো চিন্তা করি। হঠাৎ বিজনেস ছাড়া কি করবো

কিছু ভেবে পাচ্ছিলাম না। অবস্থা এতোটা খারাপ কাছে কোন টাকা নেই না খেয়ে কয়েকদিন ছিলাম শুধু মুড়ি খেয়ে থেকে এমনও হয়েছে। কাউকে কিছু বলতে পারি নি

বাবা মা কষ্ট পাবে ভেবে তারা এতো টাকা আমার পিছনে বার বার ইনভেস্ট করেছে এই ভয়ে দাতে দাত চেপে ছিলাম। শুধুমাত্র ৩ বেলা খাওয়ার জন্য  দৈনিক ১০০ টাকা

দিতো এমন একটা প্রতিষ্ঠানে ৭ দিন কাজ করেছিলাম  সাথে ১০% কমিশন দিতো প্রোডাক্ট ছিলো কিচেন আইটেম  ৭ দিনে ১৩০ টাকা সেল করি  ১০% ১৩ টাকা পাই।

যে যে সেম্পল দিয়েছিল ব্যগে নিয়ে ঘুরতে ঘুরতে নষ্ট হয় কিছু সেগুলোর টাকা আমার থেকে নেয়া হয়।

আমি চিন্তা করলাম এভাবে হবে না তবুও কাউকে কিছু বলি নি জবও করি নি বিজনেস ফোকাস। তারপর সারারাত ভেবে চিন্তে  একটা প্লান করি  নিজের প্রতিষ্ঠান করবো নিজের সব হবে তখন নাম করন করি  NKR FASHION দিয়ে  শীতের সীজন ছিল আমার পরিচিত লোক আমার প্রথম কাস্টমার হয় সাথে ফুল পেমেন্ট করে তার টাকাতেই  তাকে কিনে দেই প্রোডাক্ট এভাবেই আবারও নতুন করে জিরো থেকে শুরু করি  ১/১১/২০২০ সালে করোনা মহামারীর সময়   এভাবে আস্তে আস্তে সততার সাথে নিজের মেধা শ্রম সময় দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাওয়াে জন্য প্রতিনিয়ত চেষ্টা করছি।

💚ভালোবাসার প্লাটফর্মে যুক্ত হওয়া

নিজের বলার মত একটা গল্প প্লাটফর্মে জয়েন হওয়ার পর প্রিয় স্যারের একের পর এক সেশন পড়তে লাগলাম কিভাবে হতাশাগ্রস্ত থেকে বেরিয়ে আসতে হয় কিভাবে নতুন করে ঘুরে দাঁড়াতে হয় প্রিয় স্যারের সেশন থেকে আমি জেনে গেছি কিভাবে নতুন করে বাঁচতে হয় কিভাবে স্বপ্ন দেখতে হয় কিভাবে একজন উদ্যোক্তা হওয়া যায় সর্বোপরি কিভাবে একজন ভালো মানুষ হওয়া যায় প্রিয় স্যার আমাদের কে শিখিয়ে যাচ্ছেন প্রিয় স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটা প্ল্যাটফর্ম নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন উপহার দেওয়ার জন্য এখানে না আসলে আমি কখনো এত এত ভালো মানুষের দেখা  পেতাম না ।

💚বর্তমান বিজনেস প্রোডাক্ট ও সেবা

NKR GROUP

Our Products&Service

Nazmul Khan Rubel (NKR)

Group Of Company

Our Sisters Concern

1.NKR Fashion

2.NKR Agro&Farm

3.NKR Electronic

4.NKR Training Institute

5.NKR Essential

6.NKR Tour&Travels

7.NKR Foundation

1.NKR FASHION

আমাদের প্রোডাক্ট সমূহ নিম্নে দেওয়া হল:

👉 হুডি👉 জ্যাকেট 👉 সুইট শার্ট

👉 প্যাডিং জ্যাকেট👉 সোয়েটার

👉 সুইটপ্যান্ট ট্রাউজার👉 হুডি সেট

👉 ট্রাকসু্ট👉 শার্ট👉 টি-শার্ট

👉 পলো শার্ট👉 পাঞ্জাবি

👉 কুর্তি/ কামিজ👉কাপল ড্রেস

👉থ্রী পিচ👉টু পিচ👉বোরখা

👉হিজাব👉ওয়েস্টান ড্রেস 👉শাড়ী

👉গেবাডিন প্যান্ট

👉জিন্স প্যান্ট

2.NKR Agro&Farm

👉প্রাকৃতিক চাকের মধু

👉আমসত্ব

👉খাটি খেজরের গুড়

👉আজোয়া খেজুর

👉খাটি সরিষার তেল

👉সন্দেশ

👉গরুর খাটি দুধ

👉ষাড়

👉গাভী

👉গরুর গোশত

3.NKR ELECTRONIC

👉হেডফোন

👉ব্লুতুথ

👉ইয়ারফোন

👉নেক ব্যান্ড

👉স্পীকার

👉👉👉👉👉👉👉👉

4.NKR ESSENTIAL

নিত্য প্রয়োজনীয় পন্য,কসমেটিক ও প্রসাধনী বিক্রয়

👉বিছানার চাদর পিলো কভার ২ পিচ

👉বিছানার চাদর সেট (৮ পিচ)

👉হেয়ার ওয়েল

👉ফ্রেশ ওয়াশ

👉বেবি সু

👉 রুম সু

👉কসমেটিক

👉রিং

5.NKR Tour&Travel

এখনই নিশ্চিত করুন কম খরচে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিমান টিকেট ঘরে বসে থেকে নিরাপদে স্বল্পমূল্যে টিকেট ক্রয়  করুন ।

উমরাহ, হজ্জ সহ যাবতীয় সকল টিকেট।

6.NKR TRAINING INSTITUTE

👉Personal Development

👉Entrepreneurship Development

👉Skil Development

👉Professional Skill

বি.দৃ.প্রতিমাসে ১০ জন করে বিনামূল্যে উদোক্তা তৈরির প্রশিক্ষন এবং প্রোডাক্ট নিয়ে কাজ করার সুযোগ দিচ্ছি

বিস্তারিত জানতে ভিজিট করুন

7.NKR FOUNDATION

NKR GROUP এর ইনকামের

১০% মানবিক কাজে ব্যয় করা হয়

👉মসজিদ

👉 মাদরাসা

👉বৃদ্ধাশ্রম

👉এতিমখানা

👉অসহায়

👉বিভিন্ন মানবিক কাজে ব্যয় হয়

♥আমার স্বপ্ন♥

আমি সব সময় স্বপ্ন দেখি আমি একজন সফল  হবো।  ৬৪ জেলাতে ও দেশের বাইরে  আউটলেট করবো ইনশাল্লাহ ।

💚ফিউচার প্রোজেক্ট

8.NKR Restaurant ltd

9.NKR Resort Ltd

10.NKR Health care Ltd

11.NKR Hotel Ltd

12.NKR Daily Shop ltd

13.NKR Bank ltd

14.NKR Library ltd

15.NKR Parcel & Courier ltd

MY DREAM &FUTURE PLAN

1.Personal Dream

একজন ভালো মানুষ হওয়া

2.Professional Dream

সফল বিজনেসম্যান হওয়া

3.Physical Dream

বডি বিল্ডিং সিক্স প্যাক বানানো

4.Educational Dream

পিএইসডি করা বিজনেসের উপর

5.Financial Dream

অর্থনৈতিক স্বাধীনতা

6.social Dream

মানুষের সেবা ও কল্যানে কাজ করা

7.Spiritual Dream

হজ্জ নিজে করা বাবা মাকে করানো

পাশাপাশি ভবিষ্যৎ সহধর্মিণী সহ করা

📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭৪৮

Date:- ১৮-১৯/০২/২০২২ইং

✅নামঃনাজমুল খান রুবেল

✅বিবিএ, মার্কেটিং

✅ফাউন্ডার, NKR GROUP

✅ব্যাচঃ13

✅রেজিষ্ট্রেশনঃ54723

✅বর্তমান ঠিকানাঃ মিরপুর ১০ বেনারসী পল্লী

✅জোনঃ Gulshan Zone

✅নিজ জেলাঃ টাংগাইল

 ফেসবুক পেইজ https://www.facebook.com/nkrbd143/

NKR GROUP

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।