❣️❣️গল্পে গল্পে সেল। 🌷
❣️ আসসালামু আলাইকুম। 🌷
❣️কেমন আছেন দেশ ও দেশের বাহির এর আমাদের প্রানের " নিজের বলার মতো একটা গল্প " ফাউন্ডেশনের সকল উদ্যোগতা ভাই ও বোনেরা। 🌷
❣️আমি প্রথম এ-ই সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমার গল্পে গল্পে সেল পোস্ট টা অনেক বড় হওয়া সত্যেও সবাই ধৈর্য সহকারে পড়ার জন্য। 🌷
❣️আমি ছোট থেকেই একটু জেদি প্রকৃতির মেয়ে ছিলাম।কখনো যদি ভাবতাম এটা আমি করবো তা হলে সেই কাজটা করেই ছাড়তাম। হাতের কাজ মানে কুশি কাঁটা, সেলাই মেশিন এর অথবা সুই সুতার যে কোনো কাজ বুদ্ধি হওয়ার পর থেকেই আমার রক্তে ছিল। 🌷
❣️ আর ঐ যে বললাম সেলাই আমার রক্তে ছিল ---- কি ভাবে? বুদ্ধির পর থেকেই আমার মা, ফুপু, খালা,বড়বোন কে দেখতাম পাড়ার সকলের সাথে বিকেলে উনারা সব প্রতিবেশীদের সাথে বসে বিভিন্ন ডিজাইনের উলের সুতার কাজ করতো, তখন আমিও তাদের সাথে ঝাঁটার কাঠি নিয়ে উলসুতার কাজে অংশ নিতাম। 🌷
❣️ তারপর শৈশব কাটিয়ে লেখা পড়া,স্কুল, কলেজ, বিয়ে,সংসার, সন্তান লালনপালনে আমার এই শখগুলো একেবারে মরে যায়নি। সন্তানেরা রাত জেগে পড়তো আমি ওদের পাশে বসে সবাই কে লুকিয়ে অন্যের অর্ডারের সেলাই করতাম আর স্বপ্ন দেখতাম --- ইস্ আমি যদি আমার এই সেলাই জনসম্মুখে পৌঁছাতে পারতাম তা হলে হয়তো আমার একটা পরিচয় হতো।🌷
❣️আমি মানুষ সেই পরিচয় তো আমার ছিলই কিন্তু ছাত্রজীবনে স্বপ্ন দেখছিলাম আমি একজন আইনজীবী হবো---- আমার নামের আগে" এডভোকেট " পদবিটা লেখা থাকবে কিন্তু আমার সেই স্বপ্নটা বিয়ের পর সংসারের যাতা কলে হাড়িয়ে গেল অথচ পরিচয় তৈরি করার বাসনাটা মনের গভীরে জমা থেকেই গেল।🌷
❣️দিন, সপ্তাহ, মাস,বছর, যুগ গড়িয়ে আমার বৈবাহিক জীবনের ৩৬ টা বছর কাটিয়ে দিলাম 🌷
❣️ আমি এখনো খুঁজি আমার পরিচয়। 🌷
❣️ইতিমধ্যে আমার -ATANI SUCH GHAR নামে একটি পেইজ হয়েছে। কাজ করছি হাতের কাজের বিভিন্ন পন্য নিয়ে। 🌷
❣️ ৩/৪ মাস আগে আমি একদিন ব্যাংকে যাই এবং ফেরার পথে আমার কানে ভেসে এলো কিছু মহিলা এক দোকানী কে বলছে হাতের কাজের ড্রেস আছে কি না। আমি কিন্তু উনাদের পিছনে ফেলে ১০/১২ কদম এগিয়ে এসেছি, কি মনে করে আমি আবার উনাদের কাছে ফিরে যাই। আমার কেন যানি মনে হচ্ছিল এরাই আমার জীবন এর ৯০ তম ব্যাক্তি।উনাদের বলি আপনারা কি হাতের কাজের ড্রেস খুঁজছেন? উনারা হ্যাঁ সূচক বাক্য বিনিময় করলে আমি উনাদের সাথে নিয়ে আমার বাসার দিকে রওনা দিলাম এবং বললাম আমি হস্তশিল্পের কাজ করি। 🌷
❣️ যেহেতু উনার চারজন ছিলেন, আমিসহ পাঁচ। কিন্তু কষ্টের কথা হলো সেদিন উনাদের অটোরিকশা করে আমার বাসা পর্যন্ত আনার জন্য আমার কাছে ১০ টাকাও ছিলো না। অগত্যা হেটেই আসতে শুরু করলাম, যখন আমার বাসা মাত্র ২০০ গজ তখন উনাদের একটি ফোন আসায় সেখান থেকেই আমার বাববার অনুরোধ করা শর্তেও ফিরে গেলেন। তবে একজন উনার মোবাঃ- নাম্বার টা দিয়ে গেলেন। 🌷
❣️ সেদিন বাসায় এসে সত্যিই আমি অনেক কেঁদেছিলাম। বারবার মনে মনে বলছিলাম আজ যদি আমার কাছে টাকা থাকতো তা হলে আমার পন্য গুলো উনাদের দেখাতে পারতাম। কারন উনারা সিলেট থেকে এখানে একটা ট্রেনিং এ এসেছিলেন। আর আমার পন্যের গুনগত মান এর প্রতি আমার যথেষ্ট আস্থা ও বিশ্বাস ছিল। 🌷
❣️ আমার কান্না মনে হয় সেদিন আল্লাহ পাক শুনেছিলেন, সন্ধ্যার পর উনারা ৫/৬ জন আমার বাসায় আসলেন এবং সেই থেকে উনারা আমার বারবার রিপিট কাস্টমার হয়েছেন আর আমার জন্য অনেক কাস্টমার এনেছেন। উনাদের জন্য আমি একজন পাইকারী ক্রেতা পেয়েছি।
গত ৩/৪ মাসে উনাদের কাছে আমি প্রায় ৬০/৬৫ হাজার টাকার পন্য বিক্রয় করছি। শুধু ২০২২ এর জানুয়ারি তে ধাপে ধাপে ১৭০৪০ টাকা বিক্রয় করছি। উনারা চলে যাওয়া পরও ভিডিও কলে এখনো আমার পন্য বিক্রয় চলছেই।🌷
❣️আমার মন বলছে উনাদের মাধ্যমে আমি আর-ও অনেকের কাছে পৌঁছে যাব এবং আমার স্বপ্নের পরিচয়টা ইনশাআল্লাহ তৈরি করতে পারবো। 🌷
❣️আমি কারো সন্তান, স্ত্রী কিংবা মা এর পরিচয় এ-র বাহিরে নিজের একটা পরিচয় তৈরি করতে চাই। তাই জীবনের এ-ই পড়ন্ত বেলায় আপনাদের কাছে আমার একটা বার্তা পৌঁছে দেয়ার আছে ---- আমরা একে অপরের হাত ধরে ওয়াদা করি ---- আমরা প্রতিযোগি নই, হই সহযোদ্ধা সহযোগী। আমরা যাকে চিনি তার থেকেই কিনি। আমরাই ক্রেতা, আমরাই বিক্রেতা।
আমরা জানি না কার দ্বারা আমাদের ভালো হবে, বদলে যাবে জীবনের গল্পটাই। 🌷
❣️পরিশেষে আমি আমার আইডল আমাদের শ্রদ্ধেয় ইকবাল বাহার জাহিদ স্যার কে স্যালুট জানাই। উনি নিঃসার্থ ভাবে আমাদের মতো অনেক পথোহারাকে সঠিক পথের সন্ধান দিয়েছেন। আমাদের মতো বয়সী নারী-রা যদি আরও ১০/১২ বছর আগে স্যার এর সন্ধান পেতাম তাহলে এসব নারীরা নিজেকে এবং দেশকে 🌷
❣️অনেক দুর নিয়ে যেতে পারতো আর ঝরে যাওয়া নারীরা বেঁচে যেতো। তৈরি করতে পারতেন নিজেদের পরিচয় সহ পায়ের নিচের মাটিটা শক্ত করতে। 🌷
❣️আমি বারবার পড়েছি, আবার উঠে দাঁড়িয়েছি, সময় দিয়েছি, ধৈর্য ধরেছি----- এবং বলতে পেরেছি " নিজের বলার মতো একটা গল্প "।🌷
🌷
❣️ আমি কাজ করছি ময়মনসিংহ বিভাগের মুক্তাগাছা থানা থেকে হস্তশিল্প ও টাঙ্গাইলের অরিজিনাল তাত জামদানী এবং তাঁতের শাড়ি নিয়ে। নতুন সংযোজন হাতের কাজের শীতের শাল এবং খাঁটি গাওয়া ঘি।🌷
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭৪৫
Date:- ১৫/০২/২০২২ইং
Selima poli 🌷
ব্যাচ-১৬ 🌷
রেজিষ্ট্রেশন -৭৯৪৭২ 🌷
ওনার অফ - ATANI SUCH GHAR. 🌷
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।