""""বিসমিল্লাহির রাহমানির রাহিম""""""
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু।
আন্তর্জাতিক নারী দিবসে প্রিয় ফাউন্ডেশনের সবাইকে জানাই নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি...আলহামদুলিল্লাহ।
কৃতজ্ঞতা প্রকাশ করছি, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমাদের সকলের প্রিয় মেন্টর,প্রিয় শিক্ষক, লক্ষ তরুণ-তরুণীর আইডল জনাব "Iqbal Bahar Zahid"" স্যারের প্রতি। যিনি আমাদেরকে এতো বড় বিশাল একটা প্লাটর্ফম উপহার হিসেবে তৈরি করে দিয়েছেন ""নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন""।
. ””আজ ৮ই-মার্চ আন্তজার্তিক বিশ্ব নারী দিবস।””
"বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণ কর,
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর
বিশ্বে যা-কিছু এল পাপ-তাপ বেদনা অশ্রুবারি,
অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী””।
১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন। সেখানে অংশ নেয় ১৭টি দেশ থেকে আসা ১শ জন নারী প্রতিনিধি। সেই সম্মেলনে ক্লারা জেটকিন প্রতি বছর ০৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালনের প্রস্তাব দেন।সম্মেলনে নারীর অধিকার নিশ্চিত করতে ১৯১১ সাল থেকে ০৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালনের ঘোষণা করা হয়।
আজ আন্তর্জাতিক নারী দিবস / international Women's Day””প্রতি বছর ৮ই মার্চ নারী দিবস পালিত হয়।এই দিনটিতে নারীকে বিশেষ ভাবে সম্মান ও শ্রদ্ধা করা হয়। একেক ভাবে একেক নিয়মে। একজন নারী তার সারা জীবনে কোনও প্রত্যাশা ছাড়াই বিভিন্ন ভূমিকা পালন করে যায়। আমি মনে করি নারী হলো পরিবারের স্তম্ভ, তার অনুপ্রেরণা ছাড়া কোন কিছুই সম্ভব হয় না।
প্রত্যেকটি পুরুষের সফলতার পেছনেই রয়েছে একজন মহিয়সী নারীর আত্মত্যাগের কাহিনী। যারা সবসময় পর্দার আড়াল থেকেই সাপোর্ট দিয়ে যান প্রতিনিয়ত রয়ে যান পর্দার পেছনেই। তাই নারীর প্রতি সহানুভূতি নয়, সম্মান প্রদর্শন করুন। যে জাতি নারীদের সম্মান করতে পারে না, সে জাতির উন্নতি অসম্ভব। শুধু আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একদিন নয়, বছরের ৩৬৫ দিনই নারীর প্রতি সম্মান প্রদর্শন করুন। নারী না থাকলে- পৃথিবীটা এত সুন্দর হতো না।
আমি নারী আমিও পারি আমি চুল বাধঁতে পারি আমি রাধতেও পারি ও ঘরকে যেমন সাজিয়ে তুলতে পারি তেমনি এই দেশ ও পৃথীবিকে আমি শাসক শোষণ ষড়যন্ত্রের কাছে সোচ্চার।
আজ..সময় এসেছে নারীদের এগিয়ে যাওয়ার। তাই তো সময়ের পরিবর্তনের সাথে সাথে নারীরাও নিজেদের পরিবর্তন করে নিচ্ছে।সেই সাথে নারীরা এগিয়ে যাচ্ছে তাদের আত্মপরিচয় তৈরি করতে। নারীদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের সাথে সাথে তাদের পরিবারের সদস্যদের দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন এসেছে। তাই তো আজ নারীরা এগিয়ে যাচ্ছে দূর্বার গতিতে।
নারীরা আজ কারও উপর নির্ভরশীল নয়।নিজের আত্মবিশ্বাস কে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছে নারীরা।নারীরা এখন তুচ্ছ নয়।নয় তারা ঘরমুখী। তারা সব সামলাতে পারে একা হাতে,,,নারীরা আজ অবহেলিত নয়।আজ নারীরা অনেক নারীর অনুপ্রেরণায়,,নারীরা আজ অনেক বেশি আত্মবিশ্বাসী অনেক বেশি সাহসী তাই আজ অনেক নারীরাই স্বাবলম্বী। তবুও আমাদের সমাজে এখনও অনেক নারী তিলে তিলে ঝরে পড়ছে, সেই নারী তো কারো "মা" কারো মেয়ে, কারো স্ত্রী, কারো আবার সন্তান, সেই নারীদের প্রতি সহানুভূতি নয়, সম্মান প্রদর্শন করুন। শুধু একদিনের জন্য নয় বছরের প্রতিটি দিনই নারীরা যেন পায় সম্মান, শ্রদ্ধা ও ভালবাসা।
নারী না থাকলে- পৃথিবীটা এত সুন্দর হতো না; নারী না থাকলে- আমাদের জন্মটাই হতো না; নারী না থাকলে সৃষ্টিটাই সম্ভব হতো না।
নারী দিবস স্লোগান হউক নারী তুমি নিজেকে চিনো নিজের উপর নিজে নির্ভর হও নিজের ভিতরের শক্তিকে জাগ্রত করো।
জীবন যদি রংধনু হয়, তবে তুমি হলে তার রঙের বাহার, জীবনে যদি নামে আঁধার, তুমি হয়ে উঠো তার আশার আলো। সবাইকে আন্তর্জাতিক নারী দিবস এর অনেক অনেক শুভেচ্ছা।
সারা বিশ্বের সকল দেশে যথাযথ মর্যাদায় পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস।
যাই হোক নারীদের জন্য যে একটি বিশেষ দিবস আছে আমাদেরকে সম্মানের জন্য একটি দিন নির্ধারণ করা হয়েছে এটাই বড় পাওয়া।
তাই বিশ্বের সকল নারীদের জানাই নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা।স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যার এর প্রতি। সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি.... সবাই ভালো থাকবেন।
ভালো থাকুক পৃথিবী সকল নারী "সবাই অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন।
স্ট্যাটাস অফ দ্যা ডে -৭৬০
তারিখ-০৮/০৩/২০২২
মোছাঃ কুরছিয়া আকতার
Social Media Feedback Team
24/7 Live Support Team Member
Top 20 Club member
Member of Promotion Team NBMEGF
এগ্রো ফোরাম ভলান্টিয়ার
উপজেলা এ্যমবাসেডার-পীরগঞ্জ রংপুর।
ব্যাচ নং-১১
রেজিস্ট্রেশন নং-৩২৮৩৪
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।