See More Post

বদলে যেতে এবং বদলে দিতে নেই মানা

🔴নারী দিবস 🔴

🍀🍀🍀
একজন্ নারীর মেধা,শ্রম,আত্নত্যাগ,পরিশ্রম,সচেতনতা, চিন্তা,চেতনায় নব সমাজের নির্মান সুদ্রঢ় হয়।সৃষ্টিকর্তা নারীদের অনেক সৌন্দর্য, যত্ন করে বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন।প্রতিটি পরিবারের মুক্তা ঝরানো আলোর দিশারি নারীরা।

🔴বদলে যেতে এবং বদলে দিতে নেই মানা🔴

কবির কাজী নজরুল ইসলামের ভাষায়ঃ
কবিতার কিছু লাইন
-----------------------------------------------------------
সাম্যের গান গাই
আমার চক্ষে পুরুষ, রমণী
কোন ভেদাভেদ নাই।

বিশ্বের যা কিছু মহান সৃষ্টি কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।

কোন কালে একা হয়নি জয়ী, পুরুষের তরবারি।
প্রেরনা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষী নারী।
--------------------------------------------------------------
আজ ৮ ই মার্চ বিশ্ব নারী দিবস। @Evergreen Baby & mom's shop এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি নারী দিবসের শুভেচ্ছা।

🍀🍀🍀
নারীরা বলে আমরা নারী, আমরাই পারি। এই স্লোগানে তাদের সফলতা ছিনিয়ে আনার প্রবনতা লক্ষ্য করা যায়।পাল্টিয়েছে যুগ,বদলে গেছে জীবন যাত্রার মান,সমাজ,কর্মক্ষেত্র।আজকের যুগের নারীরা বদলে গেছে তাদের কাজের দ্বারা,আর কাজের মাধ্যমে বদলে দিয়েছেন গোটা পৃথিবী কে।

🍀🍀🍀
একটা ভঙ্গুর পরিবারে সম্পর্কের সেতুবন্ধন গড়ে তুলতে পারেন একমাত্র একজন নারী।হাজারো গুনের অধিকারী হয় একজন নারী।একটি অগোছালো রাজ্যকে সুগঠিত করার পেছনে একজন নারীর বিশেষ অবদান থাকে।

🍀🍀🍀
এই পৃথিবীর মায়াজালে নারী সমাজ আজ মাথা উঁচু করে বাঁচতে শিখেছে। শিখেছে কিভাবে নিজেকে সামনে এগিয়ে নিতে হবে।নিজের পরিচয়ে পরিচিত হতে আজ আমাদের নারী জাতি কাজ করে যাচ্ছেন নিজেদের মেধা,শ্রম দিয়ে।

🍀🍀🍀
একটি পরিবারকে সুগঠিত করার পাশাপাশি নারীরা আজ নিজের পরিচয় তৈরি করার লক্ষ্য ঘরের বাহিরে কাজ করছেন।নিজের পরিবার,সংসারের যাবতীয় কাজ সামলিয়ে নিজের 🍀কাজে সময় দিচ্ছেন এ যুগের নারীরা।কখনো থেমে থাকেন না। নিজের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন নিরলস ভাবে।

🍀🍀🍀
ঘরে বসেও আজ নারীরা অনলাইনে বিভিন্ন বিজনেস করছেন, প্রয়োজনীয় পণ্য সবার মাঝে ছড়িয়ে দিচ্ছেন।এছাড়া নিজেদের হাতের কাজের বিভিন্ন পণ্য তৈরি করছেন নিখুতভাবে।ঘরে বিভিন্ন পোশাক,জুতা,সেলাইয়ের কাজ,খাবার তৈরি,পাঞ্জাবি, হিজাব,শোপিচ,নকশিকাঁথা,মেয়েদের পোশাক,বেবি ড্রেস,বুননের কাজ ইত্যাতি প্রতিভার বিকাশ ঘটানোর মাধ্যমে নিজের কাজকে সারাবিশ্বে ছড়িয়ে দিচ্ছেন।

🍀🍀🍀
এধরনের কাজের মাধ্যমে নারীদের নিজের যেমন পরিচয় তৈরি হচ্ছে পাশাপাশি পরিবারকে সাপোর্ট দিতে পারছে এছাড়া কিছু মানুষের কর্মসংস্থান তৈরি হচ্ছে।নারী জাতি আজ মাথা উঁচু করে বাঁচতে শিখেছে।নারীরা আজ সম্মানিত হচ্ছে তাদের প্রতিভার মাধ্যমে।

🍀🍀🍀
শুধু এ যুগের কথা বললে ভুল হবে আদিম যুগ থেকেই নারীরা পুরুষের কাজের সহযোগী হিসেবে কাজ করতেন।বিভিন্ন কাজের মাধ্যমে নিজেদের প্রতিভার বিকাশ ঘটিয়েছেন।আদিম যুগ থেকেই নারীদের পরিশ্রমের ফলাফল লক্ষনীয়।পারিবারিক, সামাজিক, প্রশাসনিক, রাজনৈতিক, সেবামূলক সকল কাজে নারীদের অবদান অনিবার্য।

🍀🍀🍀
আজ দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের দিকে তাকালেই নারীদের ভূমিকা বেশি দেখা যায়।শিক্ষার আলো সবার মাঝে ছড়িয়ে দিচ্ছেন তারা।প্রাথমিক বিদ্যালয় গুলোতে নারীদের মুল্যয়ন করা হয় কারণ নারীরা অতি আদর,স্নেহ দিয়ে বাচ্চাদের পাঠদান করেন।ছড়িয়ে দিচ্ছেন নারীরা শিক্ষার আলো বাংলার প্রতিটি ঘরে ঘরে।

🍀🍀🍀
আমাদের প্রিয় ফাউন্ডেশনের কথা না বললেই নয় আজ নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে যুক্ত হয়ে অসংখ্য নারী উদ্যোক্তা তৈরি হচ্ছেন।যারা ভেবে পেত না ঘরে বসে কি করবে, কিভাবে শুরু করবে আজ তারা সঠিক পথ খুজে পেয়েছেন।৬৪ জেলা থেকে অসংখ্য নারী উদ্যোক্তা আজ সফল।নিজের পরিচয়ে পরিচিত হচ্ছেন গোটা বাংলাদেশের কাছে।আজ তারা বুক ফুলিয়ে বলতে পারেন আমি একজন ভালো মানুষ, আমি একজন সফল উদ্যোক্তা, আমার প্রতিষ্ঠানের নাম  এইটা।

🍀🍀🍀
এই পৃথিবীতে নারীদের যেমন কাজের মূল্যায়ন করা হয়,সম্মানিত করা হয়।অন্যদিকে মৃত্যুর পরের জীবনেও আল্লাহ তালা বলেছেন মহিলা রা যখন ৫ ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের সিয়াম পালন করে, তার ইজ্জতের হেফাজত করে, স্বামীর কথা মত চলে, তখন সে জান্নাতের যে কোন দরজা দিয়ে ইচ্ছে মত প্রবেশ করতে পারবে ।

🍀🍀🍀
সারাদেশের বুকে সাড়া জাগানো উদ্যোক্তা তৈরির একটি পাঠশালার নাম নিজের বলার মতো একটি গল্প।

🍀🍀🍀
আজ যেসব নারী নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন,তাদের জন্য সামনে অপেক্ষা করছে সুন্দর একটি মঞ্চ,যেখানে থাকবে হাজারো শ্রোতা তার সফলতার গল্প শোনার অপেক্ষায়।শুধু সফলতা নয়,সফলতা অর্জনের জন্য যে সিড়ি বেয়ে উঠতে হয়েছে,ব্যার্থতাগুলো কিভাবে আঁকড়ে ধরেছেছিল,প্রতিটি ব্যার্থতা থেকে সফলতার পথের সূচনা হয়।যেই গল্প হবে একেকজন নারীর পথ চলার হাতিয়ার।আজকের প্রতিটি নারী আগামীদিনের নারীদের অনুপ্রেরণা,শক্তির উৎস।

☘️☘️☘️
ধন্যবাদ সবাইকে আমার লিখাটি মনোযোগ দিয়ে পড়ার জন্য।

আমি কাজ করছি বাচ্চাদের কাঁথা ও পোশাক নিয়ে,
নিজস্ব ডিজাইনে বাটিকের ড্রেস ও কুষ্টিয়ার ঐতিহ্যবাহী নকশি কাঁথা নিয়ে।
এছাড়া কাজ করছে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী তিলের খাজা, সরের ঘি, কুমড়ো বড়ি, খেজুরের গুড় ইত্যাদি নিয়ে।


স্ট্যাটাস অফ দ্যা ডে -৭৬০
তারিখ-০৮/০৩/২০২২

↔️ওয়ারেক্বা বিনতে ওয়ালী
↔️ টপ 20 ক্লাব মেম্বার
↔️ব্যাচ নং ১১
↔️রেজিস্ট্রেশন নং ১৯৩০০
↔️জেলা এম্বাসেডর
↔️মানবিক কুষ্টিয়া জেলা

  

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।