See More Post

আপু আজ তুমি হাটে যাবে না

    🙋‍♀️ 👉গল্পে গল্পে সেল  🙋‍♀️                                সকাল সকাল ঘুম ভেঙ্গে গেল আজ হাটবারের দিন অনেক কাজ জমে আছে আমার আমি একজন গর্বিত ভলান্টিয়ার হাটের মিনিটরিং টিমের সাথে আমাকেও খেয়াল রাখতে হবে হাটে কোন অনিয়ম হচ্চে কিনা সবাই নিয়ম মেনে চলছে কিনা স্যারের শিক্ষার সঠিক মু্ল্যয়ন যেনো হয় এসব কথা বার, বার মাথার মাঝে ঘুরপাক খাচ্ছে😇😇

 

✍️✍️এমন সময় ফুফাতো বোনের ফোন কিরে আপু  আজ নাকি তোমাদের  হাটেবার মা গত সপ্তাহে বললো তোমাদের নাকি বিশাল বড় এক হাট আছে সেখানে দেশে বিদেশের অনেক মানুষ বেচাকেনা করে😊😊


🙋‍♀️ হ্যা ফারিয়া ফুফি ঠিক বলেছে শুধু তাই না জানিস তো আমাদের শিক্ষক ও প্রিয় প্লাটফর্ম দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করেছে।।

সেদিন  যখন স্যার এই খুশি খবরটা পোষ্ট করলেন কি যে আনন্দ লাগছিলো বোন তোকে বলে বুঝাতে পারবোনা #আলহামদুলিল্লাহ আমি মহা খুশি প্রিয় স্যারের ছাত্রী হতে পেরে

সাথে এত সুন্দর একটা পরিবার পেয়ে 💜💜


ফারিয়া- তা আপু আজ তুমি হাটে যাবে না?? তাছাড়া তোমাদের হাট কয়টা থেকে কয়টা পর্যন্ত আমি যদি তোমাদের হাট থেকে কিছু কিনতে চাই থাকলে কিভাবে সম্ভব? আরো কত কথা শুরু করল 🙉

ফারিয়ার কথার ঝুড়ি চলছে 

এমন সময় ফারিয়ার শাশুড়ি পাশের ঘর থেকে চিৎকার শুরু করল ফারিয়ার থেকে ফোনটা নিয়ে আমাকে বলছে শোন মেয়ে ফারিয়া শুধু আমার ছেলের বউ না  আমার মেয়ে ফারিয়াকে আমি আমার মেয়ে হিসাবে এই বাড়িতে এনেছি তোমার মত হাট বাজারে ঘোরাঘুরি কাজ ফারিয়ার না 😠😠

তুমি যে ছোলায় যাবা যাও তিন কুলে কেউ নেই তোমার  তুমি পুড়া কপালি হাট বাজার যা ইচ্ছা করো কিন্তু আমার ঘরের লক্ষীকে ডাকছো কেনো শুনি 😡😡

ওপাশ থেকে আন্টি কেন রে মা তুমি তোমার বোনের  সাথে কথা কইলা  হাটে যাইবা আজ কোথায় যেন হাট বসবে।🤔🤔


🙋‍♀️ ও আচ্ছা এই কথা  আন্টি তাহলে শোনেন মোবাইলটা নিয়ে এক জায়গা চুপ করে বসেন আমি আপনাকে  বুঝিয়ে বলছি ।

এর মাঝে আবার হঠাৎ করে পাশের বাসা থেকে চিৎকার চেঁচামেচির শব্দ 🙉🙉

আন্টি আমাকে লাইনে রেখে দৌড়ে যেয়ে দরজার পাশে  দাড়িয়ে  শুনছে আন্টির বড় ছেলে আর ছেলের বউ তুমি সারাদিন অফিস আর কাজ নিয়ে থাকো আমাকে কোন সময় দাও না😢😢

একটু ঘুরতে নিয়ে যাওনা😢😢

শীত চলে যাওয়ার সময় হয়েছে  অথচ এই শীতের শাল সোয়েটার ও আরো কত কাপড় লাগবে আমার কিন্তু তুমি কিছু দিলে না 😥সামান্য খেজুরগুড় তাও এই বছর কপালে জুটলো না। আমি কি একা একা বাজারে যেতে পারি নাকি যদি পারতাম তাহলে তোমার আশায় থাকতাম না 😡😡


🙋‍♀️🙋‍♀️আন্টিকে বললাম আন্টি  দরজা খট খট করে বলেন বৃষ্টি এসেছে তাহলে দেখবেন আপু দৌড়ে এসে দরজা খুলবে বৃষ্টির ভয়ে 🙆‍♀️🙆‍♀️

আন্টি আমার কথা শুনে বার, বার দরজার কড়া নাড়তে লাগলেন  অনেক ক্ষণ পর আপু  দরজা খুললেন।

আমি আন্টিকে বললাম মোবাইলটা আপুকে দেন

আন্টি কথা রাখলেন

আমি জিজ্ঞেস করলাম আপু তুমি কাঁদছো কেন গো আপু না না বোন  কাঁদছি নাতো😊

👉আমি তোমার চোখে পানি দেখছি।আমাকে বুঝিয়ে বল কি হয়েছে তোমার আপু কিছু বলছে না 

এমন সময়  ভাইয়া ফোনটা নিয়ে  আমাকে বলল।

আপু  দেখো তো তোমার বোনের কাজ  আমি সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকি 

সপ্তাহে একদিন বাসায় থাকি একটু রেস্ট নিতে ইচ্ছে হয়। তাছাড়া বাহিরে ধুলাবালি যানযট আবার এই সময় কোভিট 19 নামক মহামারি  একটা ঝামেলা ও আছে। 

সেই জন্য এবছর আমি  মার্কেটে নিয়ে যাইনি।

বলছি শীত আর কয়দিন  এই বছরে যা আছে চালিয়ে নিয়ে যাও ।ইনশাআল্লাহ সামনের বছর  দুইজনকেই সব নতুন করে কিনে  দিবো।


আমি হাসতে হাসতে  বললাম এইটা তো সাধারণ বিষয় 


আপু- বৃষ্টি তুমি এটাকে  সাধারণত বিষয় বলছো 😢


আমি _ সাধারণ বিষয়কে সাধারাণ বলবো না তো কি বলবো শুনি  এখন কার যুগে ঘরে বসেই সব কিছু হাতের কাছেই পাওয়া যায় সেখানে আপনারা সে যাই হোক চলেন আমার আপনাদের আজ আমাদের  হাটে নিয়ে  যাই আজ আমাদের হাট বারের দিন এই দিনে ঈদের দিনের মত মহা খুশি থাকি আমরা, ☺️☺️


ভাইয়া _বৃষ্টি তুমি  কিন্তু আবার মজা করছো 🤨🤨।বলছি ওকে বাহিরে নিয়ে যাবো না ।আর তুমি  বলছো  হাটে যাবো 🙄🙄

আমি_না ভাইয়া  আমি মজা করছি না ।আমি একটা গ্রুপে  আছি সেই গ্রুপে  প্রতি মঙ্গলবারে অনলাইনে হাট বসে।

সেখানে সুই থেকে শুরু করে গাড়ি/ বাড়ি সবকিছু পাওয়া যায়😊😊

আপনি শুধু পছন্দ করে অর্ডার করবেন দেখবেন ঘরে বসে বসে সব পেয়ে  যাবেনা।


ভাইয়া_ সত্যি বলছে বৃষ্টি সব পাওয়া যাবে🤔🤔

আমি জানি বড় বড় শপিংমল ছাড়া  আমাদের দেশি ভাল মানের  কাপড় প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় না কি যে করি তোমার  আপু  তো এই বার বায়না ধরেছে ইন্ডিয়ান কাশ্মীরে শাল নিবে তোমাদের হাটে আছে??   তাছাড়া সামনে আবার আমাদের  বিবাহ বার্ষিকী সেই জন্য তোমার আপু আত্মীয়- স্বজন  সবাইকে একটু দাওয়াত করবে তাদের কিছু গিফট করবো।

এসব কি তোমাদের গ্রুপে পাওয়া যাবে?

তাছাড়া  এখান থেকে পণ্য কিনলে ঠকে যাবো নাতো অফিসে আমার কলিগরা সবসময় দেখি বলাবলি করে অন লাইন জিনিস কিনলে নাকি ঠকিয়ে দেয়😢😢একটা দেখিয়ে আরেক টা দেয়।না না বৃষ্টি আমি অনলাইনে কিছু কিনব না রাখলাম আল্লাহ হাফেজ 


আমি_ভাইয়া  রাগ করবেন না আমার কথা শোনেন প্লিজ


আমি একটা গ্রুপে যুক্ত আছি আমাদের এই গ্রুপের নাম হচ্ছে #নিজের_বলার_মতো_গল্পফাউন্ডেশন।।

এই গ্রুপটা  যিনি তৈরি করেছে তার নাম হচ্ছে Iqbal Bahar Zahid স্যার আমার জানামতে যিনি সবচেয়ে ভাল মানুষ এবং সেরা শিক্ষক।।

যিনি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আমাদের মত সাধারণ মানুষের জন্য তৈরী করে দিয়েছে এত সুন্দর একটা প্লাটফর্ম।

আমাদের কে ভালো মানুষ হতে হয় শিখিয়েছে অনলাইনে টানা ৯০ দিনের কর্মশালা তৈরি করে দিয়েছে।

 যেখানে স্যারের কোন দিনও ছুটি নেই 

সেটা হোক ঈদ / কোরবানি বা বিশেষ কোন  দিন  আমাদের জন্যে ক্লাস চলছে প্রতিদিন।।


👉আমাদেরে  গ্রুপের সদস্যদের জন্য  সপ্তাহে বিভিন্ন টেনিংয়ের ব্যবস্থা করেছেন যেটা সম্পূর্ণ ফ্রি 😊😊


👉তারপর আছে গ্রুপ থেকে কেনাকাটা করলে ।অনেক পুরস্কারের জেতার সুযোগ।।

সেরা ক্রেতা বিক্রেতা উভয়ের জন্য  দারুণ সব পুরুষ্কার 🥰🥰

তাছাড়া নতুন করে যোগ হয়েছে ইনভাইট কম্পিটিশনে অংশ নিয়ে পুরুষ্কার জেতার সুযোগ সাথে কমিউনিটি ভলান্টিয়ার হওয়ার দারুণ এক সুযোগ 🥰🥰

আমি তো কম্পিউটেশনে অংশ নিয়ে পাঁচবার জয়ী হয়েছি এবং বিভিন্ন পুরুষ্কার জিতেছি 😊😊


তাছাড়া স্যার আমাদের মেয়েমেয়ে দের  অনেক নিরাপত্তা দিয়ে রেখেছেন ।যাতে কোন ছেলেরা মেয়েদের কে ডিসটার্ব না করে।

শুধু স্যার বললে ভুল হবে গ্রুপে ভাইয়া গুলো অনেক বেশি ভাল আমাদের কে বোনের মত সম্মান শ্রদ্ধা করে ভালবাসে।

আমাদের খেয়াল রাখে জানন ভাইয়া এই গ্রুপটায় না আসলে আমি সত্যিকারে পরিবারের ভালবাসা থেকে বঞ্চিত হতাম 😢😢

পরিবার কাকে বলে কাকে বলে,, ভাল মানুষ কিভাবে হতে হয়,  কিভাবে পজেটিভ হতে হয় সব কিছু অজানা থেকে যেতো আমার😢😢

অশেষ ধন্যবাদ প্রিয় ভাইয়া সবসময় কমেন্ট করে অনুপ্ররণা দেয়া জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি💞💕


ভাইয়া আপনি যদি চান তাহলে আপনি  আমাদের  গ্রুপে  যুক্ত হতে পারেন আর আপুকেও যুক্ত করতে পারেন

আপু  সারাদিন বাসায় বসে  অনেক কিছু শিখতে পারবেন আপুর  সময় কাটবে।


 ভাইয়া = বৃষ্টি তোমাদের গ্রুপ থেকে কি কি কিনতে পারবো।?


আমি_ আমাদের  গ্রুপে  কি নেই  সেই টা বলেন ভাইয়া

সুই,সুতা থেকে শুরু করে গাড়ি 🚒🚖 বাড়ি 🏚️🏚️

এক কথায় বলতে গেলে এ টু জেড সব পাবেন আমাদের ভাল মানুষের পরিবারে 


আপু_ তাহলে আমাকে কিছু বেবী ড্রেস /শাড়ি / থ্রিপিস চাদর  দেখাও, 😊😊


ভাইয়া _ দেখেছ বৃষ্টি তোমার বোন কেমন মানুষ শুধু নিজের জন্য দেখাতে বললো আমার জন্য কিছু না 😠


আমি _ ভাইয়া আপনি রাগ করবেন আপনাদের  বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে জন্য যা যা লাগে আপনি অর্ডার  করে দেন।

ভাইয়া_ তাহলে তাই হোক বৃষ্টি আর তুমি আর 👸 উনাকে তোমাদের গ্রুপে যুক্ত করে দেও।।


আমি_ ঠিক আছে ভাইয়া  আপনাদের দুই জনকেই যুক্ত করে দিচ্ছ এবং আজ থেকে আপনাদের  যা যা লাগবে সব কিছু আমাদের গ্রুপ থেকে অর্ডার করবেন ।


🙋‍♀️আপু আজ সারাদিন বাসায় বসে বসে  এই হাট সম্পর্কে জানবেন  হাটে ঘুরে ঘুরে দেখেন এবং অর্ডার করবেন।


আজ থেকে আর ঝগড়াঝাঁটি করবেন না।।

এবার মোবাইলটা আন্টিকে দেন আন্টিকে একটু হাট সম্পর্কে ধারনা দিবো।।

আপু ফোনটা আন্টির কাছে দিতে আন্টি উল্টা হাট সম্পর্ক ধারনা দিতে শুরু করলো😱😱


আন্টি _ বৃষ্টি আমি ফারিয়ার কাছে তোমাদের হাট সম্পর্ক সব শুনেছি তাছাড়া তুমি এত সময় আমার ছেলে আর ছেলের বউকে যেভাবে বুঝালে মাশআল্লাহ তোমার ধৈর্য আছে মা।

ওদের যে বুঝিয়েছ তাছাড়া  তুমি নাকি গত হাটে তোমার ফুফিকে হাট সম্পর্কে এত সুন্দর করে বুঝিয়ে বলেছ তোমার ফুফি নাকি খুব তাড়াতাড়ি তোমাদের হাটে তার বাহারি পণ্যের ফসরা সাজিয়ে বসবে 🙊🙊

আমারও তোমার ফুফির মত তোমাদের হাট ঘুরে দেখতে ইচ্ছা করছে 🙈🙈


আমি_ আন্টি কি বলে যে আপনাকে ধন্যবাদ দিবো বুঝতে পারছিনা। আপনি যে এত তাড়াতাড়ি আমাদের সাপ্তাহিক হাট সম্পর্কে পজেটিভ চিন্তা করবেন আমি ভাবতে পারিনি 🥰🥰


আন্টি_ ধন্যবাদ দিয়ে আমাদের ছোট করো না মা।  তোমাদের মত ভাল মানুষ 


✍️এবার তাহলে যাও যাওয়ার আগে সকলের  জন্য আমার পরিচয়

       

🙋‍♀️🙋‍♀️ বৃষ্টি কাজ করছি লেডিস আইটেম নিয়ে আমার সিগনেচার প্রডাক্ট বেবী ড্রেস + আর থ্রিপিস

আপনারা চাইলে কাস্টমাইজ করে আমার থেকে যে কোন ড্রেস অর্ডার করতে পারেন

সাথে পাইকারী নিতে যোগাযোগ করতে একদম ভুলবেন না 🥰🥰

বেবী ড্রেস গুলো আমার নিজের তৈরী রং কস ১০০% গ্যারান্টি

সর্বনিম্ন মুল্যঃ ৪৫০ টাকা 

অনার অফ (  শখের ড্রেস ) 


💁‍♀️ ইনায়া ইসলাম বৃষ্টি

   🇧🇩জেলাঃ বাগেরহাট

       🏚️বর্তমানঃ ডেমরা ঢাকা 

         🎈রক্তের গ্রুপঃ বি পজেটিভ

           🙋‍♀️কমিউনিটি ভলান্টিয়ার 

             💁‍♀️সদস্যঃ রেজিস্ট্রেশন টিম

              👸সদস্যঃ টপ ২০ ক্লাব 

               👩‍🎓১১তম ব্যাচ

                ✍️রেজিস্ট্রেশন ২৯৪৬৯

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।