See More Post

নিজ হাতে তৈরিকৃত হোমমেইড প্রাকৃতিক তেল (চুলের যত্নে)


💦আমার জীবনের গল্প 💦

বিসমিল্লাহির রাহমানির রাহিম 

আসসালামু আলাইকুম 

💅🏄‍♂️ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। যিনি আমাকে এই মহামারীর সময়েও সুস্থ রেখে আজকে আমার জীবনের কিছু কথা লেখার তৌফিক দান করেছেন। অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি যিনি আমাদের এত সুন্দর একটা প্লাটফর্ম তৈরি করে দিয়েছেন। আজ যার কারণেই আমি কিছু লেখার সুযোগ পেয়েছি। 

💅🏄‍♂️ আজ আমি আপনাদের মাঝে আমার নিজের জীবন সম্পর্কে কিছু তুলে ধরতে চাই। আমি কে, কি করি আমি, কিভাবে আমি একজন উদ্যোক্তা হতে পেরেছি সে সম্পর্কে আজ তুলে ধরবো ইনশাআল্লাহ। আশা করি সবাই আমার লেখাটা ধৈর্য সহকারে পড়বেন। ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

💦আমার ছোট বেলার জীবনঃ- 

💅🏄‍♂️ আমি মোছাঃ রুমি খাতুন। আমরা তিন ভাই বোন। দুই ভাই বড় আর আমি সবার ছোট। আমার বাবা নেই।😭😭 গত ১৭জুলাই,২০১৭ দীর্ঘদিন অসুস্থ থাকার পর চিকিৎসাধীন অবস্থায় আমাদের সবাইকে রেখে মহান রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন।😭😭 মা দুইভাই ও ভাবিদের নিয়ে আমাদের সংসার। আমার জন্মস্থান সিরাজগঞ্জ জেলার সদর উপজেলায়। আমি বি বি এ ও এম বি এ করেছি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। ছোট বেলা থেকেই আমি খুব জেদি প্রকৃতির মেয়ে। আমি সবার সাথে এক নিমিষেই মিশে যেতে পারি ভালোবেসে সবাইকে আপন করে নিতে পারি। আমার ছোট বেলায় খুব খেলাধুলার নেশা ছিল।১০টার স্কুলে অনেক সময় ৭টার মধ্যে গিয়ে হাজির হতাম শুধু খেলাধুলা করার নেশাতে😍। সাইকেল চালানো আমার নেশা ছিল। সাইকেল চালানোর খেলা দিয়ে স্কুল থেকে অনেক পুরস্কারও পেয়েছি আমি🥰🥰। নতুন নতুন জায়গায় ঘুরতে যেতে পছন্দ করি।  বিশেষ করে গ্রামে ঘুরতে আমি খুব পছন্দ করি।পড়াশোনার ক্ষেত্রে পড়া কখনো মুখস্থ করিনি কারণ পড়ার চেয়ে লিখতে আমি ভালোবাসি। আমি সব সময়ই আমার মত করে চলতে ভালোবাসি। এদিক থেকে কোনদিন আমার পরিবারের কোন বাঁধা আসেনি আমার জীবনে। আমি মধ্যবিত্ত পরিবারের একজন সাধারণ  মেয়ে। যদিও চলার পথে কখনো কোন বাঁধা আসেনি তবুও পরিবারের অদৃশ্য ছায়া সব সময়ই আামাকে চোখে চোখে রাখতো। আমি বাবা মায়ের একমাত্র মেয়ে ভাইদের একমাত্র বোন তাই ভালোবাসা একটু বেশিই পেয়েছি 🥰🥰। তবে যে আমাকে সবচেয়ে বেশি ছোট বেলা থেকে ভালোবেসে এত বড় করেছে সে হচ্ছে আমার বড় ভাই। আমার চাওয়া পাওয়া আমার শিক্ষা সবকিছুই আমার বড় ভাইয়ের হাত ধরে। সবাই দোয়া করবেন আমার বড় ভাইয়ের জন্য🤲🤲।

💦আমার পরিবার

💅🏄‍♂️ আমি পরিবারের সবচেয়ে ছোট সদস্য। সবাই কষ্ট করলেও কখনো আমাকে কষ্ট করতে হতোনা। ছোট বেলা থেকেই দেখে আসছি বাবা খুব অসুস্থ 😰। আমার মা স্ট্রাগল করে সংসার চালিয়েছেন। যদিও আমার মা  একটা বড় ঘরের মেয়ে তারপরও কখনো সেভাবে বাবার বাড়িতে হাত পাতেননি।তারপর বড় ভাই যখন থেকে বড় হলেন তখন থেকে পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন। সংসারের সুখের জন্য কিছু জায়গা জমি বিক্রি করে বড় ভাইকে বিদেশে পাঠানো হলো কিন্তু বিধি বাম একটা দূর্ঘটনার জন্য একবছরের মাথায় আবার দেশে চলে আসতে হলো বড় ভাই কে। আমার মা তখন চারিপাশে অন্ধকার দেখছিলেন কি করবেন এখন সেই ভেবে। আবারও শুরু হলো আমার মা ও বড় ভাইয়ের স্ট্রাগল। কারণ তখন বাবার চিকিৎসা, সংসার চালানো,আমাদের দুই ভাই বোনের পড়াশোনার খরচ সবকিছু মিলিয়ে খরচ এত বেশি ছিল যে, যা চালানো খুব কষ্টকর হয়ে পড়েছিল। যদিও মা চাইছিলেন আমরা তিনজনই পড়াশোনা করি কিন্তু বড় ভাই পড়াশোনায় অমনোযোগী ছিলেন তাই আর হয়ে উঠলোনা তার পড়াশোনা। তাই খুব অল্প বয়সে তাকে সংসার হাতে নিতে হয়েছিল।

💦পড়াশোনা জীবন 

💅🏄‍♂️ আমি এস এস সি ও এইচ এস সি নিজ বাড়িতে থেকে এলাকার স্কুল ও কলেজে পড়াশোনা করেছি। সেখান থেকে ভালো রেজাল্টও করেছিলাম। এর পর বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষা দেই কিন্তু ভালো কোথাও চান্স না পাওয়ার ফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে সিরাজগঞ্জ সরকারি কলেজে ভর্তি হয়ে বি বি এ ও এম বি এ শেষ করি। পড়াশোনাটা সম্পূর্ণ নিজের ইচ্ছায় করেছি কারণ ইচ্ছে ছিল এম বি এ  করবো ইনশাআল্লাহ আপনাদের সবার দোয়ায় তাই করতে পেরেছি আল্লাহর রহমতে।

💦প্রিয় প্লাটফর্ম এ কিভাবে যুক্ত  হলাম

💅🏄‍♂️ আমি কখনও কল্পনা করিনি এমন একটি প্লাটফর্মে নিজেকে যুক্ত করতে পারব। এলাকার একজন বড় ভাই একদিন আমাকে একটা লিংক দেন। কিন্তু তখনও জানা ছিল না এই পরিবার সম্পর্কে। জয়েন হয়ে কিছু অনুপ্রেরণামূলক পোস্ট দেখতে পাই এবং সেগুলো মনোযোগ সহকারে পড়তে থাকি। সেই থেকে আমি প্রিয় পরিবারের সাথে আছি। কিন্তু কখনো কোনো পোস্ট দেয়া হয়নি বা রেজিস্ট্রেশন করতে হয়  সেটাও জানা ছিল না। কিন্তু হঠাৎ একজন বড় ভাই আমাকে নক  দিয়ে বললেন আমি লিংক পাঠাচ্ছি আপনি রেজিস্ট্রেশন করুন। আর তখন থেকে হলাম 16 তম ব্যাচের সদস্য।

তারপরে একটা পরিচিতি পোস্ট করতে বলেন তার কিছুদিন পর একটা পরিচিতি পোস্ট করি। এ সবকিছুতেই আমাকে সাহায্য করেন ভাইয়া ও আপু। তারা আমাকে প্রথমে অনেক সাহায্য করেছেন। কিভাবে মেসেঞ্জার গ্রুপে এড হতে হয় সবকিছুর ব্যবস্থা করে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ সেই ভাইয়া ও আপু কে যাদেরকে আমি কখনো চিনতামই না তারা আমাকে এতটা সাহায্য করেছেন। দোয়া করি আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুন। আমীন।

💦 উদ্যোক্তা হওয়ার গল্প 

💅🏄‍♂️ করোনাকালীন সময়ে হাজারো মানুষকে যে শিক্ষা পেতে হয়েছে আমিও তাদের চেয়ে ব্যতিক্রম নই। এম বি এ পরীক্ষা শেষ করেই একটা সরকারি প্রোজেক্টে চাকরি পাই। এক বছর কাজ করার পর করোনার কারণে আমার কাজটা বন্ধ হয়ে যায়। এর ফলে আমাকে বসে বসে দিন পার করতে হয়। আমি একেবারেই বেকার হয়ে যাই।আমার সেই সময় কিছুতেই যাচ্ছিলো না। কি করবো কি করবো এসব ভেবে ভেবে চিন্তায় অস্হির ছিলাম। এর পর দেখি ফেসবুকে কিছু বান্ধবী ও বড় ভাই অনলাইন বিজনেস শুরু করেছেন। তাদের থেকে সব কিছু শুনলাম। এবার চিন্তা আরও বেড়ে গেল কি নিয়ে কাজ করবো। ভাবতে ভাবতে মনে হলো এমন কিছু নিয়ে কাজ শুরু করতে হবে যা সবারই প্রয়োজন।

 💅🏄‍♂️ এরপরে ভেবে দেখলাম নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে কাজ শুরু করবো যা সবারই প্রয়োজন। এর পর আমি আমার নিজ হাতে তৈরিকৃত হোমমেইড প্রাকৃতিক তেল (চুলের যত্নে) নিয়ে কাজ শুরু করি। শুরুতে আমি মাত্র ১০০০টাকা মূলধন নিয়ে অল্প কিছু জিনিস কিনে প্রথমে আমার কাজ শুরু করি।আমার প্রথম কাস্টমার হয় আমার এক ফ্রেন্ড এর অফিসের কিছু মহিলা। আর প্রথমেই আমি ৮টা অর্ডার একসাথে পাই। আলহামদুলিল্লাহ। সেই থেকে আস্তে আস্তে আমার ব্যবসা বড় হতে থাকে। আমি আরেকটা পন্য বাড়িয়ে দেই হোমমেইড প্রাকৃতিক হেয়ার প্যাক যেটা আমার নিজ হাতেই তৈরি। আমার সব পন্য একত্রে করে ঢেঁকিতে গুড়ো করে থাকি আমি নিজেই।

💅🏄‍♂️ আমাদের দেশে দুইভাবে উদ্যোক্তা সৃষ্টি হয়ে থাকে। প্রথমত ছোট থেকে ব্যবসা শুরু করে ক্রমে কর্পোরেট গ্রুপে রূপ লাভ করা। দ্বিতীয়ত উদ্যোক্তাদের উত্তরসুরী হিসেবে কর্মকান্ড চালিয়ে যাওয়া। এ পর্যায়ে যারা পারিবারিক সূত্রে বড় বিজনেসের দায়িত্ব ভার পান তারা মেধা এবং কৌশলের উপর নির্ভর করে সেটি বড় হতে এবং পরিচালনা করতে থাকেন। পক্ষান্তরে যারা শূন্য থেকে শুরু করে ক্রমে বিশাল উদ্যোক্তায় পরিণত হন তাদের থাকে কর্মজীবনে বর্ণাঢ্য অভিজ্ঞতা।

💅🏄‍♂️ আমি অনলাইন জগতে এসে দেখলাম মানুষ বিভিন্ন প্রাকৃতিক উপাদানে তৈরি পণ্য নিয়ে নানা ভাবে প্রতারিত হচ্ছেন। তখন একটা কথা মাথায় আসলো সেটা হলোঃ 🕌 আল্লাহ্‌ ব্যবসাকে করেছেন হালাল আর সুধকে করেছেন হারাম ।

— সূরা আল বাকারাহ, আয়াতঃ ২৭৫

🕌 ক্বিয়ামতের দিন ব্যবসায়ীরা মহা অপরাধী হিসাবে উত্থাপিত হবে । তবে যারা আল্লাহ্‌কে ভয় করবে, নেকভাবে সততা ও ন্যায়নিষ্ঠার সাথে ব্যবসা করবে তারা ব্যতীত ।

— আল হাদিস (তিরমিযী ১২১০; ইবনু মাজাহ ২১৪৬)

💅🏄‍♂️ এই দুই হাদিসের আলোকে আমি নিজেকে মানসিক ভাবে তৈরি করলাম। তারপর আমি বিভিন্ন মাধ্যম ব্যবহার করে কিভাবে প্রাকৃতিক তেল তৈরি করে এবং এই তেলের গুনাবলি সবকিছু জানলাম। তারপর নিজে নিজে কয়েকবার চেষ্টা করলাম প্রথম প্রথম ভালো হয়নি তাতে কি! আমি থেমে থাকিনি এমন কি আমার পিছনে মানুষ অনেক বাজে কথা বলতো যে, একজন শিক্ষিত মেয়ে তেল বিক্রি করে। কে শোনে কার কথা নিজের ইচ্ছে শক্তিকে কাজে লাগিয়ে সকল বাজে মন্তব্য পিছনে ফেলে শুরু করলাম আমার প্রচেষ্টা। আল্লাহর অশেষ রহমতে আজ আমি আমার পণ্য তৈরিতে সফল। সকলের কাছে এখন আমি পরিচিত মুখ। সবাই আমাকে সফল তেল আপা বলে চিনে।ইনশাআল্লাহ আমি এই পরিচয়ে সবার মাঝে পরিচিত হয়ে থাকতে চাই।

💅🏄‍♂️ আমার স্বপ্ন একদিন আমার হাতে তৈরি করা পন্য সকলের মাঝে ছড়িয়ে পড়ুক আমার মাধ্যমে কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হোক এই স্বপ্ন আমি সব সময়ই দেখে আসছি। আপনারা সবাই পাশে থাকলে ইনশাআল্লাহ একদিন আমার আশা পূর্ণ করতে পারবো। 

💅🏄‍♂️ আলহামদুলিল্লাহ এই পরিবার থেকে আমি অনেক কিছু পেয়েছি। পেয়েছি অনেক ভালো ও গুনী ভাই বোনকে। আমি ধৈর্য ধরে লেগে আছি ইনশাআল্লাহ একদিন সফল  উদ্যোক্তা হবোই। এই পরিবারে আসার পর বুঝতে পেরেছি পরিবার আসলে কেমন হয়। যেকোন প্রয়োজনে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেয়। 

🏝️⛱️অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করছি প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ  স্যারের প্রতি যিনি টানা ৯০দিন বিনা পয়সায় শুধু আমাদের মত হাজারো মানুষের কথা ভেবে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। মহান আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। আমীন

আমার পেইজঃ হোমমেইড প্রাকৃতিক তেল। 💦আমার পেইজ লিংকঃ                        সবাই ভালোবেসে আমার পেইজে লাইক দিয়ে পাশে থাকবেন আশাকরি।                



📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭৩৪ 

Date:- ৩০/০১/২০২২ইং 

মোছাঃ রুমি খাতুন 

ব্যাচ নং ১৬

রেজিষ্ট্রেশন নং৮০৮৭৮

জেলাঃ সিরাজগঞ্জ 


ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।