See More Post

হয়েছে তোমার ভালবাসা এক্টু আগেও ত বললে যে আমি তোমাকে ভালবাসি না আচ্ছা আর ভালবাসা

🌹গল্পে গল্পে ক্রয় ও প্রিয় প্লাটফর্ম এর প্রচার।।🌹


সারাদিন অফিসে কাজের খুব চাপ,অফিসে করোনার কারনে কিছু লোক ছাটাই করেছে তাই কাজের চাপটা আমার উপর দিয়েই যাচ্ছে,,খুব ক্লান্ত শরিরে রাতের খাবার না খেয়েই সুয়ে পরেছি,,


হটাৎ বউয়ের ডংগের স্বর কানের কাছে বেজে উঠলো,,এই শুনছো? এই উঠনা,,একটা কথা ছিলো প্লিজ একটু উঠনা।।।


আমি সব কিছু শুনেও চুপচাপ সুয়ে থাকার চেষ্টা করলাম,,,,


আবার সেই ডংগি স্বরে এই তুমি আমাকে একটুও ভালবাসো না,,,


আমি এভার আর চুপ করে থাকতে পারলাম না,,


আমি - কে বলেছে পাগলি??

এই পাগলি টা হলো আমার বেগম,শাপলা।


শাপলা- হ্যা তাই ত,তুমি আমাকে একটু ভালবাসো না,,


আমি - আমি কি করলাম রে পাগলি।।।??


শাপলা- তাই নয়তো কি?? আমার কি প্রয়োজন তুমি ত তার কোন খবরি রাখো না।।


মনির -কি লাগবে পাগলি বলো,,তোমার কি কোন কিছুর অভাব আছে??? 


শাপলা- হ্যা অভাব আছে,,,পাশের বাড়ির ভাবির জন্য ভাইয়া কত সুন্দর খিমার এনেছে,আমার অনেক পছন্দ হয়েছে,,,


মনির - ও ও ও বুজেছি এখন তোমার ও লাগবে,,,ত বলো কখন লাগবে??


শাপলা- কাল সকালেই লাগবে আমার,,,


মনির - আচ্ছা পাগলি কাল সকালেই তুমি পেয়ে যাবে।। এখন ঘুমাও।।


শাপলা- সত্যি বোলছো ত,,???


মনির - এই পাগলি আমি কি মিথ্যে বলি??


শাপলা- না,, তবে সকালে কিভাবে এনে দিবে??


মনির - তুমি ত জানোই আমাদের প্রিয়  স্যার করোনার সময় আমাদের কথা ভেবে একটা অনলাইন হাট মিলিয়েছেন,,যেখান থেকে সব কিছু ক্রয় করা যায়,,প্রতি মংগলবার সকাল ৯ টা থেকে রাত ৯টা পর্যন্ত হাট মিলে,,,এখানে বিক্রেতা ঠকে ক্রেতাকে জিতিয়ে দেয়,,। শুধু বাংলাদেশ না,সারা পৃথিবীতে এই প্রথম অনলাইন হাট যেটা সতাহিক ভাবেই চলছে।।


শাপলা- হ্যা বুজেছি দেখবো কেমন হয় তোমার হাটের পণ্য।


মনির,,মোবাইল টা হাতে নিয়েই আবির আহমেদ কে একটা মেসেজ করলো,, হাই ভাইয়া,কেমন আছো??ঘুমিয়্র পরেছো কি??


আবির- হেলো ভাইয়া।ঘুমাইনি ভাই,,কাল ত হাট বার,,তাই হাতের প্রস্তুতি নিচ্ছি,,,।আপনি কেমন আছেন ভাই??


মনির - আলহামদুলিল্লাহ ভাইয়া,তুমি কেমন আছো?


আবির- জ্বি ভাইয়া ভালই আছি।


মনির- আবির নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন থেকে বিক্রী কেমন হচ্ছে??


আবির - জ্বি ভাইয়া অনেক ভাল।।আমার ৫০% সেল এই গ্রুপ থেকে হয়,,,


মনির - মাশাল্লাহ,, ভাইয়া তুমি ত খিমার নিয়ে কাজ করো,,সব চেয়ে ভাল একটা খিমার লাগবে আমার,,, তোমার ভাবিকে দিবো।।তবে ভাইয়া কাল সকাল ১০ টার মধ্যেই লাগবে,,,আর তোমার পছন্দ মত নিয়ে আসবে,,


আবির - আচ্ছা ভাইয়া আমি নিয়ে আসবো,,,


মনির - ধন্যবাদ ভাইয়া,,কত টাকা করে বিক্রী করো আমাকে জানিয়ে দিও আমি বিকাশ করে দিবো।।


আবির - আচ্ছা ভাইজান,,ত ভাল থাকবেন,,রাখছি ভাইয়া,হাটের জন্য প্রস্তুত হবে,,, আল্লাহ হাফেয,,শুভ রাত্রী,,


মনির - শুভ রাত্রী ভাইয়া,,


কলটা কেটে সময় টা দেখলাম তার ১ টা বাজে,,সকালে অফিসে যাবো,,তারাতারি ঘুমাতে হবে,,এই শাপলা কালকে সকালে আবির আসবে তোমার খিমার নিয়ে।


শাপলা- এই জন্যই ত তোমাকে এত ভালবাসি পাগলু,,


মনির - হয়েছে তোমার ভালবাসা এক্টু আগেও ত বললে যে আমি তোমাকে ভালবাসি না😭,,আচ্ছা আর ভালবাসা লাগবেনা,,এখন ঘুমাবো,,,


সকালে শাপলার ডাকে ঘুম ভাংগলো,,,


ঘড়িতে তাখিয়ে দেখি সকাল ৮ টা আর আমার অফিস ৮ টা থেকেই,,, কোন রকম ফ্রেশ হয়েই বের হলাম অফিসের জন্য,কাজে  চাপে কারো সাথে যোগাযোগ নেই আজ,,


দুপুরে শাপলার কল ওই পাশ থেকে মিষ্টি ভাষায় আওয়াজ আসলো,,জানু কি করো?? আমি ত অবাক,,কতদিন হলো এমন কথা শুনিনা,,,আজ কি এমন হলো?? মনে হয় আজ বড় কিছু চাইবে"" 😭


শাপলা - কেমন আছো জানু? কি করো জানু??


মনির- কোন কিছু না বুজেই বলে দিলাম ভাল আছি,,অফিসে খুব কাজের চাপ,তার মধ্যে আসছি লেট করে,কি বলবে তারাতারি বলো প্লিজ।।


শাপলা- জানু তুমি জানো আজকে আমি অনেক খুশি,


মনির - কেনো আজকে আবার কি হলো??


শাপলা - আবির ভাইয়া যেই খিমার দিয়েগেলো সেই খিমার টা সবাই পছন্দ করেছে,,সব ভাবিরা আমার খিমার টা নিয়েই সারাদিন কথা বলছে,,


মনির - তুমি কোথায়??


শাপলা- কেন তুমি জানোনা আজকে আমাদের সেক্টরের সব মহিলারা মিলে একটা পিকনিকের আয়োজন করেছি,,তোমাকে ত বলেছিলাম,,


মনির - কি যেনো ভুলে গেছি।।


শাপলা- তুমি এখন সব কিছুই ভুলে যাও,,অফিস থেকে এসে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাও,,সারাক্ষন শুধু নিজের বলার মত একটা ফাউন্ডেশন নিয়েই পরে থাকো।আমার কথাও তুমি ভুলে যাও,,


মনির - নারে পাগলি তোমাকে কি ভুলা যায়,,তুমি ত আমার অক্সিজেন।।


শাপলা- আচ্ছা হয়েছে,,শুনো সবাই যখন আমার খিমারের বেপারে জিজ্ঞাসা করেছে,,তখন আমি তোমাদের হাটের বেপারে বলেছি,,আর গ্রুপ এর বেপারেও বলেছি।এই শুনো তুমি কি একটু তারাতারি আসতে পারবেন,,এখানে কিছু ভাবি আছে যারা এই গ্রুপে রেজিষ্ট্রেশন করতে আগ্রহী,, তুমি ত রেজিষ্ট্রেশন টিমের সদস্যও,,


মনির - অফিসে অনেক কাজের চাপ,,তবুও আমি চলে আসবো কারন এক্টাই তোমার বান্ধবীদের রেজিষ্ট্রেশন করিয়ে দিবো,,,


শাপলা - আচ্ছা তাহলে তুমি ৫ টার মধ্যে চলে এসো প্লিজ,,,।


মনির - ওকে পাগলি,,,রাখছি এখন আল্লাহ হাফেয।।


ঘড়ির দিকে তাখিয়ে দেখি ৪.৩০ বাজে আমার ত একটু আগেই যেতে হবে,,তাই কাজ গুলো ঘুছিয়ে মেনেজারের কাছ থেকে ছুটি নিয়ে চলে আসলাম,,এসে দেখি পাগলি টা খুব ব্যস্ত সবাইকে একাই মাতিয়ে রাখছে,,আজ খুব সুন্দর লাগছে,,,পাগলি কে,,,,অবাক চোখে তাখিয়ে আছি শাপলার দিকে,,কাজে  চাপে অনেক দিন পরে এভাবে দেখছি,,,কখন যেনো শায়লা ভাবি আমাকে ধাক্কা দিয়ে বলে ফেললো কি ভাই এভাবে কাকে দেখছেন??বাসায় কি দেখেন না??


শায়লা ভাবির কথায় আমি লজ্জা পেলাম, কি উত্তর দিবো বুজতে পারছিনা, তখনি শাপলা আমাকে দেখে এগিয়ে এসে ভাবিকে বল্লো ভাবি আমাকে দেখার সময়ই নেই তার কাছে,,,


শায়লা ভাবি- কি বেপার ভাই কি শুনছি এসব?অন্য কেউ আছে নাকি??


মনির - না ভাবি,,শাপলা একটু বেশি বেশি বলছে,,।আচ্ছা ভাবি আপনারা আমাকে ডাকলে কেনো?


শায়লা ভাবি- আপনাদের গ্রুপ সম্পর্কে একটু জানার ইচ্ছে সেখানে নাকি অনেক মেয়েরা ব্যবসা করে,,,


মনির - ভাবি আমাদের ফেসবুক গ্রুপের নাম হল,,নিজের বলার মত একটা গল্প,,এটা ফেসবুক গ্রুপ থেকে এখন একটা ফাউন্ডেশন,,, তাই এটার পুরো নাম হলো #নিজের_বলার_মত_একটা_গল্প ফাউন্ডেশন,, আর এই সুন্দর প্লাটফর্ম আমাদের জন্য যিনি তৈরি করেছেন,,যিনি আমাদের শুধু স্বপ্নই দেখান না,,কিভাবে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হয় সেটাও শিখান।।সেই প্রিয় মানুষটির নাম Iqbal Bahar Zahid sir...,,

আর  ভাবি এটা এখন একটা শিক্ষা প্রতিষ্ঠান,,, এখান থেকে আমরা যা যা শিখি তা হলো।

১/ প্রতি ব্যাচে টানা ৯০ দিনে ৯০টি সেশান হয় / যেটা পৃথিবীর রেকর্ড তম কর্মশালা। 


২/ প্রতি ৯০ দিনে ৯০টি সেশন হয়।


৩/ প্রতি ৯০ দিনে ৯০ টি প্রতিদিন নিজের সাথে কথা বলা ও অন্যান্য বিষয়ে সেশন করানো হয়।


৪/ প্রতি ব্যাচে ২৪ টি লাইভ শো জীবনের গল্প বিষয় ভিত্তিক/ ২৪ জন নতুন নতুন গুণী ও অভিজ্ঞ মানুষকে utv live এনে সেশানের মতো করে করা হয়।


৫/ প্রতি ব্যাচে ১২টি বেসিক আইসিটি ক্লাস ( আগামীতে আরো বাড়বে)


৬/ প্রতি ব্যাচে ১২টি ইংরেজি শেখার ক্লাস ( আগামীতে আরো বাড়বে) 


৭/ প্রতি ব্যাচে ৯ টি বেসিক অ্যাকাউন্টিং ক্লাস। 


৮/ প্রতি ব্যাচে টানা ৩০ দিনের কথা বলার জড়তা কাটানো প্রশিক্ষণ প্রেজেন্টেশান স্কিলস।


৯/ প্রতি ব্যাচে দেশ ব্যাপী ৬৪ জেলায় অন্তত ১ টি করে সামাজিক ও মানবিক ও ভলান্টিয়ারিং কাজ করা হয়।


প্রতিটি ব্যাচ টানা ৯০ দিনে মোট  ৩৫০ টি কন্টেন্ট দিয়ে ট্রেনিং করানো হয়।


     "আরো যা যা শেখানো হয় ৯০ দিনে কর্মশালায়"


১/ সবার আগে একজন ভালো মানুষ হওয়া। 


২/ উদ্যোক্তা হবার মানসিকতা প্রস্তুতি ও অনুপ্রেরণা। 


৩/  কীভাবে শুরু করবেন?  কি কি লাগবে?


৪/ বিজনেসের আইডিয়া কীভাবে নিবেন?


৫/  আপনার মূলধন কীভাবে যোগাড় করবেন? 


৬/ খুব অল্প পুঁজিতে কি কি বিজনেস শুরু করা যায়? 


৭/ উৎপাদন কীভাবে করবেন,  বিক্রয় করবেন কোথায়,কাস্টমার কারা।


৮/ অফিস চালানো দক্ষতা। 


৯/ মার্কেটিং প্ল্যান এবং নেটওয়ার্কিং।


১০/ লিডারশীপ দক্ষতা। 


১১/ মূল্যবোধ বৃদ্ধি, শেয়ারি ও সামাজিক দায়বদ্ধতা। 


১২/ সামাজিক কাজ ও ভলান্টিয়ারিং করা।


১৩/ জীবনের সফলতার ৪ "স" সুশিক্ষা, সুস্বাস্থ্যের, সুখও সম্পদ। 



মনির - না আপু এই গ্রুপের আজিবন সদস্য হতে কোন প্রকার টাকা লাগবে না,,প্রিয় স্যার আমাদের জন্য সব কিছু ফ্রি করে দিয়েছেন।।।।


সাথে সাথেই ফারজানা ইসলাম তন্নি আপু বলে উঠলো

ভাইয়া এত গুলো স্কিল করতে ফি কত টাকা লাগবে??


মনির - আপু এই সব স্কিল গুলো একদমি ফ্রিতে করানো হয়।।।।অথচ এই কোর্স গুলো অন্য কোথাও থেকে করলে ১ লক্ষ টাকা লাগবে।।।আমাদের প্রিয় ইকবাল বাহার জাহিদ স্যার আমাদের সুবিধার জন্য সব কিছু ফ্রি করে দিয়েছেন


নাজনিন আপু- মনির ভাইয়া আমাদের কে তারাতারি এই পরিবারের সদস্য বানিয়ে দেন প্লিজ।।এবং রেজিষ্ট্রেশন করে দিন প্লিজ।।


মনির - ওকে আপু সবাইকে আগে ইনভাইট করে রেজিষ্ট্রেশন করে দিচ্ছি,,,তার পর রেজিষ্ট্রেশন করে দিচ্ছি।


একে সবাইকে রেজিষ্ট্রেশন করে দিলাম।


কানিজ আপু- ভাইয়া ভাবিকে এই খিমার কিনে দিয়েছেন কার থেকে,


মনির - আপু এই খিমার কিনেছি এই গ্রুপ থেকেই আমাদের কেরানীগঞ্জ জোনের একজন তরুণ উদ্যোক্তা। চলুন আবির এর কাজ পরিচয় টা জেনে নেই।


আবির আহম্মেদ 

ব্যাচঃ১০ 

রেজিষ্ট্রেশন ১৮৬০৪

মোবাইলঃ০১৪০০৯০৯৯৯৭

বর্তমানঃ কেরানিগঞ্জ 

প্রতিষ্ঠানের নামঃ Abir's Online  Shop


প্রতিষ্ঠানের লিকঃ

Abir's Online Shop


প্রোডাক্টঃআয়ুর্বেদিক মেডিসিন ও খিমার, ফ্রগ,১ পিছ, ৩ পিছ, লেহাঙ্গা,পাঞ্জাবী, শার্ট।


শাপলা - হয়েছে সব জায়গাতে মাষ্টারি করতে হবেনা।।স্যার চলুন এবার বাড়ি যাই।।


মনির - ওকে চলো,,, ভাবিরা সবাই ভাল থাকবেন,,,যেকোন প্রয়োজনে আমাকে কল দিবেন,,,আর খিমার লাগলে আবির কে কল করুন।।।

ধন্যবাদ আপনাদের।আল্লাহ হাফেয।।


সময় নিয়ে যারাই পড়লেন তাদের অসংখ্য ধন্যবাদ।। অফুরন্ত ভালবাসা আপনাদের জন্য।।


সবাইকে ধন্যবাদ আমার এই লেখাটা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে পড়ার জন্য।


"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৪৫৮

Date:- ০৯/০২/২০২১


আমি,,,,,, মনির মন।

জোন এম্বাসেডর কেরানীগঞ্জ।

ব্যাচ -১১তম।

রেজিষ্ট্রেশন নং-২০৯৭৮ 

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।