See More Post

মাগুরা জেলার প্রতিবেদন

মাগুরা জেলার প্রতিবেদন


কেন আমরা মাগুরা বাসি দেশের ভিতরে বারবার সেরা দের সেরা হয় দেখুন 

#১বাংলাদেশের প্রথম নিরক্ষর মুক্ত জেলা

(মাগুরা)

#২.নীলদর্পন এর রচয়িতা দীনবন্ধু মিত্র এর বাড়ি(মাগুরা)

#৩.মাগুরা জেলা ডুবলে,,পুরো বাংলা দেশ তলিয়ে জাবে।

#৪.রাজা সীতারাম রাজার রাজ বাড়ি এই মাগুরাতেই।

#৫.আরো আছে দেবল রাজার গড়(শ্রীপুর)

#৬.লেবু এর রাজধানি বলা হয় মাগুরাকে

৮.বাংলা দেশে এমন কেউ নেই জে,,,

মা কথাটি ছোট্ট অতি,,

এই কবিতাটি শুনেন নাই,,,

কবি কাজী কাদের নওয়াজ এর বাড়ি,,, আমাদের মাগুরাতে(শ্রীপুর)


#৯.কবি যতিন্দ্র মোহন বাগচি এর বাড়ি(মাগুরা)

#১০.বাংলা দেশের সবথেকে বড়

কাত্যায়নি পুজা হয় আমাদের মাগুরা তে।

#১১.মাগুরা জেলার মিষ্টির সুনাম,,, মনুষের মুখে মুখে

#১২. বিশিষ্ট কবি এবং সাহিত্যিক, লুৎফর রহমান এর বাড়ি আমাদের মাগুরাতে।

#১৩.আরো আছে গড়াই সেতু।

#১৪,মাগুরাকে বলা হয় কাঁচা মরিচের রাজধানি। এই জেলায় প্রচুর পরিমাণে সোনালী আঁশ পাট, ধান , গম, মুসুর ডাল, বিভিন্ন কলায়, সবজি , খেজুরের গুড়,ইত্যাদি  আবাদ হয়

#১৫. সারা বাংলাদেশ এ ২৩টা পাইলট স্কুল রয়েছে,যার মদ্ধে ১টা রয়েছে,,,মাগুরা জেলার শ্রীপুর ইউনিয়নে।


#১৭.ক্রিকেট এর বর পুত্র,,, সাকিব অাল হাসান এর বাড়ি আমাদের মাগুরাতেই।


#১৮.ইন্সেপ্টা কোম্পানি।

#১৯.গিনেস বুক রেকর্ড ধারি ব্যক্তি,,,, শেখ মোহাম্মদ আব্দুল হালিম মাগুরার সন্তান।

#২১বি,ডি,আর, বিদ্রোহে নিহত, লে:ক:কাজী রবি রহমান এর বাড়ি,,

মাগুরা জেলার শ্রীপুর ইউনিয়নের(তখলপুর

গ্রামে)

২.মুসলিম রেনেঁসাসের কবি ফররুখ আহমদ এর বাড়ি এই মাগুরাতে।

২৩.জাতীয় সংগীত এর প্রথম ইংরেজি অনুবাদক,,,কবি

সৈয়দ আলি আহসান এর বাড়ি এই মাগুরাতেই(আলোকদিয়া)

#

#২৪.ভারতীয় উপমহাদেশের,,,১ম মুসলিম নারি অভিনেত্রী(

বনানী চৌধরী) এর বাড়ি,,শ্রীপুর উপজেলার (সোনাতুন্দি গ্রাম এ)তার ডাকনাম(লিলি)

২৫.মুক্তি যুদ্ধের অন্যতম গেরিলা বাহিনি,,,আকবর বাহিনির প্রধান (আকবর সাহেবের বাড়ি,,,শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নে)


২৬.ঐতিহাসিক শেরশাহ রোড(ইতিহাসে যেটা গ্রান্ড ট্রাঙক নামে পরিচিত।


২৭.বংলা দেশের বলপেন জগতের শ্রষ্ঠা,,,ইকোনো বলপেন এর মালিক,,,কাজী সালিমুল হক কামাল এর জেলা এই মাগুরা


এছাড়া আরো অছে,,সাত দোহা,,,আঠার খাদা মঠ,,

মাগুরা কালী মন্দির,,,,,,

এছাড়া অরো অনেক দর্ষণীয় স্থান রয়েছে

আমাদের এই প্রাণপ্রিয় মাগুরা জেলায়।

কেন আমরা বাংলাদেশের ভিতরে সবসময় সেরাদের সেরা হয় ।


***** 

মাগুরা জেলায় 

মোট সদস্য সংখ্যা১৫০-১৬০ জন।

৪টি উপজেলা।

১. ৮জন উপজেলা এ্যামবাসেডর।

২. ১জন জেলা এ্যামবাসেডর।

৩. ৪ জন কমিউনিটি ভলান্টিয়ার।

এপর্যন্ত  উদ্দোগতা হয়েছেন ১৮  জন ।

** প্রতি মাসে অফলাইন এবং অনলাইন মিট আপ অনুষ্ঠিত হয়। 

** প্রতিদিন সেশন চর্চা অনুষ্ঠিত হয়। এছাড়া   সামাজিক কর্মকাণ্ডে সাদ্ধ্যমতো চেষ্টা করি । 


মোঃ ফয়জুর রহমান মিলন

২য় ব্যাচ

রেজিঃ নং ৪১৩

ডিসট্রিক্ট এ্যামবাসেডর মাগুরা।

মোবাইল নং

০১৭৬০১৭৯৮২২

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।