See More Post

ঢাকা জেলার লালবাগ জোনের প্রতিবেদন।



বিসমিল্লাহির রাহমানির রাহিম 

আসসালামু আলাইকুম,


প্রিয় শুভাকাঙ্ক্ষীগন আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। 

আজকের লালবাগ জোনের ২০০ তম সেশন চর্চা উদযাপন হতে যাচ্ছে।এখানে যারা শত ব্যস্ততার মাঝে উপস্থিত হয়েছেন সবাইকে জানাচ্ছি লালবাগ জোনের পক্ষ থেকে  আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। 

আজকে আমি লালবাগ জোনের পক্ষ থেকে সংক্ষিপ্ত আকারে একটি প্রতিবেদন উপস্থাপন করতে যাচ্ছি, লালবাগ জোনে ঐতিহ্য ও ঐতিহাসিক অনেক কিছু রয়েছে। তার মধ্যে 🔺উল্লেখযোগ্য হল লালবাগ কেল্লা,কোতোয়ালির আহাসান মঞ্জিল,বংশাল এখ্রিস্টান গির্জা,হাজারি বাগের বুদ্ধিজীবি,লালবাগ শাহি মসজিদ, পুরনো কেন্দ্রীয় কারাগার সহ আরো অনেক কিছু রয়েছে এবং ঐতিহ্যবাহি খাবার এর 🔺মধ্যে রয়েছেঃ নান্না বিরিয়ানি,হাজির বিরিয়ানি,বিসমিল্লাহ কাবাব,  বাখরখানি,পনির,ফারায় পান,টাকিপুরি 

🔺ঐতিহ্যবাহি পাইকারি মার্কেট এরমধ্যে রয়েছে চকবার,ইসলামপুর,শ্যামবাজার,

প্লাস্টিক মার্কেট,চামড়ার ট্যানারি সহ ছোট বড় অনেক কলকারখানা। 


🔺এই জোনের সদস্য দের এক্টিভিটি কার্যক্রম। 


ঢাকার ১১ টি জোনের মধ্যে লালবাগ একটি, জোন গুলো ভাগ করার পর থেকে লালবাগ জোনের জোন এম্বাসেডর হিসেবে দায়িত্ব পেয়েছিলো বর্তমানে ঢাকা ডিস্ট্রিক্ট এম্বাসেডর মোঃ রনি ভাই, তার সাথে আরো দুই জন জোন এম্বাসেডর দায়িত্বপ্রাপ্ত হন কিন্তু তারা তাদের পারিবারিক এবং বিজনেস এর কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে ফাউন্ডেশনে হয়ে লালবাগ জোনে সময় দিয়ে উঠতে পারে নাই। 

কিন্তু তাই বলে ফাউন্ডেশনের কাজ থেমে থাকেনি,জোন এম্বাসেডর দায়িত্বে আসার পর  আমাদের ২০২০ সালের মহাসম্মেলনের তারিখ ঘোষণা হয় এবং তারপর থেকে টিকেট বিক্রি  এবং মহাসম্মেলনে ভলেন্টিয়ারিং কাজে লালবাগ জোনর সদস্যরা অংশগ্রহণ করে,

পরবর্তীতে আরো কয়েকজন জোন এম্বাসেডর হয়েছিলেন তবে তারাও বেশি সময় লালবাগ জোনে সময় দিতে পারেন নাই কিন্তু মোঃরনি ভাই সকল সদস্য দের নিয়ে এই জোন কে ভালোবেসে আগলে রেখে আজ অবদ্বি কাজ করে যাচ্ছেন,সদস্য দের মধ্যে সব থেকে দায়িত্বশীল সদস্য ছিলো মোঃ আকাশ ভাই লালবাগ জোনের সেই শুরু থেকে আজ অবদ্বি।। 

রনি ভাই এবং আকাশ ভাই অসাধারণ ভাবে কাজ করে যাচ্ছেন তারপর তাদের সাথে এক্টিভ ভাবে কাজ করে  নবনির্বাচিত জোন এম্বাসেডর হন মোঃ মোশারফ ভাই,,


বর্তমানে লালবাগ জোনের ৬ টি থানাতে ১৭ জন থানা এম্বাসেডর হিসাবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন এবং

কমিউনিটি ভলেন্টিয়ার হয়েছেন ২৮ জন।

এখন পর্যন্ত লালবাগ জোন থেকে ২০ জনের ও বেশি নারী উদ্যােক্তা তৈরি হয়েছে।


সব মিলে লালবাগ জোনে এখন পর্যন্ত ১০০ ও বেশি ছোট বড় উদ্যােক্ত তৈরী হয়েছে ইনশাআল্লাহ আশা করি আগামিতে আরো তৈরি হবে।


 লালবাগ জোনে শুরু থেকে এখন পর্যন্ত অফলাইনে ৪০ টির এবং অনলাইনে ২০ টির ও বেশি মিটআপ হয়েছে।


এই ছাড়াও ব্লাড ডোনেশন টিম,প্রমোশন টিম, রেজিস্ট্রেশন টিম সহ অনেক টিমের সাথে লালবাগ জোনের সদস্যরা কাজ করে যাচ্ছে। 

এবং  ধারাবাহিক ভাবে প্রতিটি থানাতে চমৎকার অফলাইন মিটআপ হচ্ছে ইতিমধ্যে ৪ টা থানাতে মিটআপ শেষ হয়েছে 

এবং বাকি ২ টা থানাতেও ইনশাআল্লাহ ধারাবাহিক ভাবে হবে। 


বর্তমানে লালবাগ জোনের রান্নিং কার্যক্রম গুলো হলোঃ


প্রতি বৃহস্পতিবার এক জন উদ্যােক্তাকে সারাদিন পোস্ট এর মাধ্যমে প্রমোটিং করা হয় এবং সেশন চর্চা শেষে গুগল মিটআপের মাধ্যমে সেই  উদ্যােক্তার প্রোডাক্ট ডিসপ্লে করা হয় তারপর মিটআপে শেষে দুই-এক জন উদ্যােক্তাকে লাইভ এর মাধ্যমে প্রমোট করা হয়ে থাকে যা আমরা ধারাবাহিক ভাবে করে যাবো, যার ফলশ্রতিতে দেশ বিদেশ থেকে অনেক মেম্বার যুক্ত হয়ে প্রোডাক্ট সম্পর্কে জানে এবং পন্য অডার করে থাকে।


ফাউন্ডেশনে যুক্ত হয়ে লালবাগ জোনের মেম্বার দের প্রাপ্তিঃ


এই ফাউন্ডেশন থেকে শিক্ষা নিয়ে বর্তমানে ঢাকা ডিস্ট্রিক্ট এম্বাসেডর মোঃরনি ভাই উদ্যােক্তা জীবন শুরু করে ঘুরে দাড়িয়েছেন এবং উদ্যেক্তার গল্প শোনাতে Utv live যাওয়া সৌভাগ্য হয়েছে। 


প্রবাস থেকে এসে লালবাগ জোনের কমিউনিটি ভলেন্টিয়ার রুবিনা জব আপু ও তার গল্প বলতে Utv live যাওয়ার সৌভাগ্য হয়।


প্রতি বছর স্যার আপনার নিদর্শনা অনুযায়ী শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে আসছি, এ ছাড়া ও করোনার সময় গরিব অসহায় দের মাঝে ১ সাপ্তার ধরে পন্য সামগ্রি বিতরন করেছি। তারপর যখন পেন্ডামিক অবস্থায় সব কিছু বন্ধ হয়ে যায় ঢাকা থেকে কেও বাড়িতে গিয়ে রমজানের ঈদ উদযাপন করতে পারে নাই সেই সময় লালবাগ জোনের সকল দায়িত্বশীল এবং সদস্য মিলে ১২০ জনের বেশি এটিএম বুথের সিকিউরিটি,রিক্সা ড্রাইভার সহ গরীব অসহায় দের মাঝে খাবার বিরতন করেছি, তা ছাড়াও ছোট ছোট আরো অনেক সামাজিক কাজে লালবাগ জোন অংশগ্রহণ করে আসছে।


আজকে লালবাগ জোনের ২০০ তম সেশন চর্চা উদযাপন হচ্ছে এই সেশন চর্চায় অংশগ্রহণ করার মাধ্যমে তৈরি হচ্ছে অসংখ্য উপস্থাপক উপস্থাপিকা যারা এখন যেকোন অনুষ্ঠানে চমৎকার ভাবে উপস্থাপনা করার এভেলিটি রাখে।


স্যার আপনি বলেছেন-কেউ একা বড় হতে পারে না, একা বড় হয়ে কোন গল্প তৈরি করা যার না, জীবনে একটা বলার মত গল্প তখনি হয় যখন আপনি অন্তত একজন মানুষের জন্যে জীবনে বলার মত কিছু করে যাবেন। স্যার আমরা সেই লক্ষে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ পরিশেষে বলব লালবাগ জোনকে সেরা একটি জোনে পরিনত করব, এটাই হবে আমাদের অঙ্গিকার। এই বলে আমি আজকের প্রতিবেদন এখানে সমাপ্ত করছি।


ধন্যবাদ

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।