See More Post

ফেনী জেলার প্রতিবেদন

ফেনী জেলার প্রতিবেদন


১। ফেনী জেলার ভৌগোলিক অবস্থানঃ ফেনী জেলার উত্তরে রয়েছে কুমিল্লা ও ভারতের ত্রিপুরা,দক্ষিণে বঙ্গোপসাগর, পশ্চিমে রয়েছে নোয়াখালী, পূর্বে ভারতের ত্রিপুরা প্রদেশ।

উপজেলাঃ ৬টি

স্বাক্ষরতার হার ৫৯.৬০%


২।ফেনী জেলার বিখ্যাত পণ্য সমূহঃ মহিষের দুধের দধি, খন্ডলের মিষ্টি ইত্যাদি।


৩। ফেনী জেলায় ১জন (১ম ব্যাচ) সদস্য নিয়ে শুরু করে বর্তমানে ১৩০০জন সদস্য আজীবন সদস্য রয়েছে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে।


৪। ফেনী জেলার মোট উদ্যোক্তা- ১০২ জন


৫। মানবিক ও সামাজিক কাজের বিবরণঃ ফেনী জেলার উদ্যোগে প্রতিবছরই মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালিত হয়। সামাজিক কাজের মধ্যে আছে বৃক্ষরোপন। মানবিক কাজের মধ্যে রয়েছে ফেনী জেলার প্রতিটি উপজেলায় ইফতার বিতরণ করা হয় ও শীত বস্ত্র বিতরণ করা হয়। এতিমদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়।



৬।ফেনী জেলার অফলাইন মিটআপ হয়েছে ১৭টি। অনলাইন মিটআপ হয়েছে ২০ টি।


৭। ট্রেনিং বা বিশেষ কাজঃ কোর ভলেন্টিয়ার ইকবাল হোসেন আইসিটি ট্রেনিং করিয়েছিলেন।


৮।উদ্যোক্তা ক্লাব গঠনে কার্যক্রম চলমান আছে। ফেনী জেলার প্রতিটি ক্যাম্পাসে উদ্যোক্তা ক্লাব গঠন করার চেষ্টা চলছে ইনশাআল্লাহ। 


৯। ফেনী জেলায় লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে।


১০। অন্যান্য বিষয়ঃ ফেনী জেলায় ২২০+ সেশন চর্চা ক্লাস হয়েছে। সেশন চর্চায় উপস্থাপনা ও ইংরেজিতে কথা বলার উপর গুরুত্ব দেওয়া হয়েছে।



ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।