See More Post

মায়ের সাথে মক্কা হারাম শরিফ উমরা তওয়াফ

আছছালামু আলাইকুম, কেমন আছেন সবাই আমার প্রিয় পরিবারের প্রিয় মুখগুলো?
মোটামুটি ১৪ দীন একটানা আমার মায়ের সাথে মক্কা হারাম শরিফ উমরা তওয়াফ ও বিভিন্ন দর্শনীয় স্থান জেয়ারা ও মদীনা মসজীদে নববী রাসুল (সাঃ) এর রওজা মোবাকর ও রাসুল (সাঃ)এবং আবু বকর ওমর ইবেন খাত্তাব (রাঃ) ও ওহুদ পাহাড়ে শুয়ে থাকা আমির হামজা ও অগনিত সাহাবাদের প্রতি দরুদ ও সালাম এবং বিভিন্ন দর্শনীয় স্থান জেয়ারার মাধ্যমে আজ শেষ করলাম উমরা কার্যক্রম।
এই ১৪ দীনে পাওয়া অনেক কিছু যা প্রকাশ করার ভাষা আমার যানা নাই।মাকে উমরা হজ্ব করতে নিয়ে আসা এবং মায়ের সাথে থেকে গাইড করার মত ছোয়াব ও আনন্দের কাজ এই পৃথিবীতে আর একটা আছে বলে আমার যানা নাই।তবে এই উদ্বুদ্ধ হয়েছি আমি আমার প্রিয় স্যার ইকবাল বাহার এবং তার সৃষ্টি নিজের বলার মত একটা গল্প গুরুপ থেকে।এই পেজে জয়েন্ট হওয়ার আগে আমি কখনোই ভাবিনি আমার মাকে আমি উমরা হজ্ব করাবো বা আমি নিজে মায়ের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত চাকুরি ডিউটি বাদ দিয়ে থাকব।কিন্তু সবই সম্ভব হয়েছে কারন আমার আল্লাহ্ চেয়েছেন এবং আমি ফলো করেছি আমার প্রিয় স্যারকে।
✍আমার এই পরিবর্তনের ক্রেডিট আমি আমার প্রিয় স্যার ইকবাল বাহারকে উৎসর্গ করলাম।
স্যার আপনার ঋন শোধ করতে পারব না কোনদিন।
সবাই দোয়া করবেন যেন আমি আমার এই পরিবর্তন ধরে রাখতে পারি।
আম্মুকে নিয়ে মদীনা শহর থেকে জেদ্দা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলাম।সবার কাছে দোয়া পার্থি। আম্মুকে ফ্লাইটে উঠিয়ে দিয়ে আমি একই এয়ারপোর্ট থেকে রিয়াদের উদ্দেশ্যে ফ্লাই করবো। কয়টা দীন এই প্রবাসে যেখানে আমার কেউ নাই সেখানে আম্মু সাথে ছিল এই অনুভুতি বলে বোঝানো যাবে না।
আজ যখন আম্মুকে চলে যেতে হবে তখন যেন মনে হচ্ছে কলিজাটা ছিরে যাচ্ছে বুকটা ফেটে যাচ্ছে গলাটা শুখিয়ে যাচ্ছে।
এ কেমন কষ্ট,আল্লাহ্ তুমি আমাকে ধর্য দাও আমি পারছি না। আমার হৃদয়টা চিৎকার করে কাঁধছে।
আমার যদী এমন হয় তাহলে আমার মায়ের মনের অবস্থা কেমন হয়েছে।
কি করব বলুন আমরা যে প্রবাসী! সবাই ভাল থাকবেন, সবার জন্য দোয়া রহিল আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ্ হাফেজ।

📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৮৮ Date:- ১৪/১২/২০১৯ ইং
আব্দুস শাকুর ৭ম ব্যাচ
রেজিস্ট্রেশন নং ৮৫৩
পাবনা সৌদী রিয়াদ

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।