See More Post

"নিজের বলার মতো একটা গল্প" বইয়ের চতুর্থ সংস্করণ উদ্বোধন করলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

চাকরী করবো না চাকরী দেব – এই স্লোগানকে সামনে রেখে গত ১৫৩১ দিন ধরে টানা চলা প্রশিক্ষন প্ল্যাটফর্ম নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশন মিরপুর ইনডোর স্টেডিয়ামে আয়োজন করেছে উদ্যোক্তা মহাসম্মেলন ২০২২।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদের সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।


প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, আমি অভিভূত। বাংলাদেশের উদ্যোক্তাদের এই এগিয়ে যাওয়ার গল্প আমাদের সবাইকে বেশ অনুপ্রাণিত করছে, আমি এই ফাউন্ডেশনের সাথে সবসময় থাকবো।

মন্ত্রী আরো বলেন, আপনারা তরুণরাই দেশের সবচেয়ে বড় শক্তি,আপনাদের হাত ধরেই এগিয়ে যাচ্ছে দেশ। আমরা যখন সরকারী সফরে বিদেশ যাই,তখন বিভিন্ন দেশের অফিসিয়ালরা আমাদের দেশের তরুণদের বেশ প্রশংসা করে।তারা বলে আপনাদের কাজের জন্যই বাংলাদেশ মাথা উঁচু করে বিশ্বমঞ্চে দাঁড়িয়ে আছে।

চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও উদ্যোক্তা মহাসম্মেলন ২০২২ এর এই আয়োজনে "নিজের বলার মতো একটা গল্প" বইয়ের চতুর্থ সংস্করণ উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

উদ্যোগের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ বলেন, আজকে প্রমান হয়ে গেলো আরেকবার আমাদের প্লাটফর্মের শক্তি, আমরা নিয়মিত প্রশিক্ষন কাজ চালিয়ে যাবো। বিগত সময়ের মত একদিনের জন্যেও বন্ধ থাকবেনা উদ্যোক্তাদের এই প্রশিক্ষনের বিশ্ব ইতিহাস৷ আমরা ইতোমধ্যেই বৈশ্বিক স্বীকৃতিও পেয়েছি,  কাজ করে যাবো ভবিষ্যতের জন্য।

৬৪ টি জেলা ও ১৮টি দেশ থেকে পাঁচ হাজার তরুণ উদ্যোক্তা এই সম্মেলনে অংশ নিয়েছেন। তার মধ্যে ১২৫ জন উদ্যোক্তার পণ্য প্রদর্শন হয়েছে এই আয়োজনে। সারা পৃথিবীতে টানা হতে যাওয়া প্রশিক্ষন ও মূল্যবোধ সংক্রান্ত অনলাইন কর্মশালার মধ্যে এটি দীর্ঘতম। ছয় লক্ষের বেশী তরুণ তরুনী ১৭টি ব্যাচের মধ্যে টানা ৯০ দিন করে বিনামূল্যে কোনো ফি ছাড়া উদ্যোক্তা বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়েছে এই প্লাটফর্ম থেকে। আয়োজনটিতে বিভিন্ন দেশ ও জেলার উদ্যোক্তাদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।  

আয়োজনে দিনভর উদ্যোক্তাদের জন্য বিভিন্ন বিষয়ে সেশান নেয়া হয় । বিশেষ অতিথি হিসেবে এসোসিও (বাংলাদেশ) এর ফার্স্ট চেয়ারম্যান আবদুল্লাহ্ কাফি,  এসবি টেক & এসবিকে ফাউন্ডেশনের চেয়ারম্যান সোনিয়া বশির কবির, জনপ্রিয় চিকিৎসক ডা.  জাহাঙ্গীর কবির, দৈনিক প্রথম আলোর হেড অফ ইয়ুথ পোগ্রাম মুনির হাসান, ইও বাংলাদেশের প্রেসিডেন্ট মাইক কাজী, টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক, নগদের চিফ পাবলিক এফেয়ার্স অফিসার সোলায়মান সুখন, র‍্যাংকস এফসি প্রোপার্টিজ লিঃ এর সিইও তানভীর শাহরিয়ার রিমন, দারাজের সিওমও তাজদীন হাসান। সেশান গুলোতে তারা উদ্যোক্তাদের জন্য নানা বিষয়ে পরামর্শ দেন এবং সকল বিষয়ে সহযোগীতার আশ্বাস দেন।

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।