See More Post

সেদিন সকাল বেলা সাত্তার মিয়া বাজারে যাচ্ছিলো হটাৎ রাস্তায় মনির সাহেবের সাথে দেখা

গল্পে গল্পে ✈️    ✈️   সেল-পোস্ট

সেদিন সকাল বেলা সাত্তার মিয়া বাজারে যাচ্ছিলো হটাৎ রাস্তায় মনির সাহেবের সাথে দেখা

মনির সাহেব সাত্তার মিয়া কে দেখে সালাম  দিয়ে জানতে চাইলেন কাকাজান কেমন আছেন?

সাত্তার মিয়া=ওয়ালাইকুমুস সালাম আছি তো ভালই হুনলাম তুমি নাকি বিদেশ যাইতাছো?

মনির সাহেব=জি কাকা যান অনেক দিনের স্বপ্ন আছিল বিদেশ যামু তাই ছোট ভগ্নিপতি একটা ভিসা দিল বিদেশ যাওয়ার লাইগা তাই যাওয়ার ইচ্ছা করতাছি।

সাত্তার মিয়া =কোন দেশে যাইতেছ কবে যাইতাছো ফ্লাইট কবে?

মনির সাহেব= যাইতাছিতো কাকাজান  সৌদি আরব
তয় কইবার পারিনা কবে যাইতে পারমু

সাত্তার মিয়া= ক্যন  কইবার পারোনা ভিসা কি হাতে আসে নাই?

মনির সাহেব=হ কাকাজান  ভিসাতো হাতে পাইছি কিন্তু টিকিট নিয়ে পড়ছি ঝামেলায়।

সাত্তার মিয়া = ক্যান টিকিটের আবার কিসের ঝামেলা?
টাকা দিয়া টিকিট নিবা ঝামেলা কিসের?

মনির সাহেব= কাকা জান ঝামেলার শেষ নাই সব ট্রাভেল্স্ গুলান টিকিটের যেই দাম চায় আমরা গরিব মানুষ এতো টাকা দিয়া ক্যামনে জামু
আবার এইদিন না সেই দিন খালি ঘুরায় 

সাত্তার মিয়া =ও এই কথা তয় আমারে আগেকও নাই ক্যান?
আমার পোলারে পাঠাইলাম আমি শুধু BhangaTravels ভাঙ্গা ট্রাভেলস কে মোবাইল দিয়া কল দিছি আর অমনি টিকিট সহ বস রেডি কইরা দিলো টাহা পয়সাও তারা একটু কম নেয়।

মনির সাহেব= কাকাজান @Bhanga Travels  এইডা আবার কার অফিস?
সব অফিসেতো ঘুরায় এরা আবার এত ভাল সার্ভিস কেমনে দেয়?

সাত্তার মিয়া= হুনো তাইলে এবার বাংলাদেশে একজন ভালা মানুষ পাওয়া গেছে যেকিনা লাখো লাখো তরুন তরুনীকে অনলাইনে ১৪ টা স্কিলে ৯০ দিনে ৯০ টা সেশন ক্লাস দিয়ে বিনা মুল্যে অনলাইন ভিত্তিক উদ্যোক্তা  কিভাবে হতে হয় ও ব্যবসা কিভাবে  শিখতে হয়, একজন পজিটিভ ভালো মানুষ কিভাবে হতে হয় সেই শিক্ষা দেয়।

তাই আমাদের ফরিদপুরের তিনটা ছেলে সেই শিক্ষা গ্রহন করেছে তারা শিখেছে মানুষকে ঠকানো যাবেনা, সততার সাথে ব্যবসা করতে হবে,আরো অনেক কিছু।
তার পরে তারা টানা ৯০ দিনের ক্লাসে একজন পজিটিভ ভালো মানুষ হয়ে সব কিছু যেনে বুঝে শুরু করেছে আমার বিশ্বাষ ওরা কাউকে কোনদিন ঠকাবেনা তুমি ওইখানে যাও সব সমস্যার সমাধান পেয়ে যাবে ওরা খুব কম লাভে আন্তর্জাতিক বিমানের টিকিট সেল করে।

মনির মিয়া =কাকাজান আপনার কথা মতো আমি তাহলে জামু তার আগে কন এতো সময় যেই ভালো মানুষটার কথা কইলেন তার নামটা কি??

সাত্তার মিয়া =ও হ্যা গল্পে গল্পে আসল মানুষটার কথাই ভুলে গেছি তিনি হলেন বর্তমান জামানার শ্রেষ্ঠ বীর লাখো তরুন তরুনীর স্বপ্ন দ্রষ্টা জিবন্ত কিং বদন্তী সকলের প্রিয় শিক্ষক (নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের) প্রতিষ্ঠাতা মেন্টর স্পিকার জনাব Iqbal Bahar Zahid স্যার ওইযে হুনো নাই অপটিম্যাক্স কমিউনিকেশন যে কোম্পানি সেটার মালিক খুবই ভালো মানুষ এই দুনিয়ায় তার মতো ভালো মানুষ আর একটা পাওয়া মুসকিল।

মনির মিয়া =হ কাকাজান যা কইলেন সত্যি ওই স্যারের জন্য মন থেকে দোয়া করতে মন চাইতাছে এহনও দুনিয়ায় ভালো মানুষ আছে।

কাকাজান তয় Bhanga Travels এইডায় আমগো পরিচিত কে আছে?আর এর ঠিকানা কি আমি তাহলে ওনাদের কাছেই যাই।

সাত্তার মিয়া =ও ঠিকইতো ওদের পরিচয়টা তো তোমাকে দেই নাই।
ওরা হলো আমাদের ফরিদপুরের সন্তান
১/ আসাদ রহমান ভাঙ্গা উপজেলা
২/মোঃ মুজাহিদ মিনা সালথা উপজেলা
৩/মুস্তাফিজুর মরিন মিয়া সালথা উপজেলা
ওদের দুইটা অফিস

1=  HEAD OFFICE.             
House:33(3rd Floor)
Road :17 Block-E
Banani,Kacha Bazar,
Dhaka-1203
Call:01729174690
         01967102186
         01977342525
         

2=  BRANCH OFFICE
National Bank Building(3rd Floor)
Bhanga Bazar,Bhanga, Faridpur,
Call:01936965672,01619721785

এই দুইটার যে কোন একটাতে তুমি গেলেই হবে ওরা খুবই আন্তরীক ও পজিটিভ ভালো মানুষ

প্রয়জনে ওদের সাথে কথা বলে যেও
১/ আসাদ রহমান (প্রপাইটর 01729174690
২/ মোঃ মুজাহিদ মিনা (ডিরেক্টর মার্কেটিং 01314931561
৩/মুস্তাফিজুর মনির মিয়া (ডিরেক্টর একাইন্টিং 01914319104

মনির সাহেব = কাকাজান আমাকে অনেক উপকার করলেন আপনাকে কি বলেযে ধন্যবাদ দিবো

সাত্তার মিয়া=থাক ধন্যবাদ দিতে হবেনা এটাও আমার দায়ইত্য
সুনো মিয়া এই প্লাটফর্মের যিনি শিক্ষক তিনি বলেন তার একটা স্লোগান আছে

আমরা যাকে চিনি
           তার কাছ থেকেই কিনি

তাই আমরা ভাঙ্গা ট্রাভেলসকে চিনি তাই এখান থেকেই কিনি।

সবাইকে আন্তরীক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ্ হাফেজ।

স্ট্যাটাস অফ দ্যা ডে -৭৬৩
তারিখ- ২২/০৩/২০২২

আমি___________
মোঃ মুজাহিদ মিনা
জেলা এম্বাসেডর ফরিদপুর
ব্যাচঃ ১০ ম
রেজিঃ ১৫৪১১
বর্তমান গুলশান জোন, বনানী
ডিরেক্টর অফ মার্কেটিং- BhangaTravels ভাঙ্গা ট্রাভেলস
সত্তাধীকারী -Mina Fashion Shoes

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।