♥️আমার জীবনের গল্পঃ♥️
🔥ঘুমন্ত মানুষ কে জাগ্রত করতে পারে যে ফাউন্ডেশন তার নাম নিজেরর বলার মতো কল্প ফাউন্ডেশন।
♥️ এ ফাউন্ডেশনে যুক্ত না হলে হয়তো আমার এ থিউরি অজানাই থেকে যেতো, অজানা থেকে যেতো বাংলাদেশের লাখো তরুণ তরুণীর গল্প জনাব @iqbal bahar jahid স্যারকে। প্রানের ফাউন্ডেশনে প্রিয় শিক্ষকের শিক্ষা নিতে গিয়ে দেখলাম, জানলাম, পড়ার সুযোগ পেলাম অনেক ভাই বোনদের জীবনের গল্প, যে গল্প আমাদের অনেকের অনুপ্রেরণা হয়।
♦️বেশ কিছু দিনই ভাবছি আমিও লিখবো আমার জীবনের গল্প কিন্তু সময় বের করতে পারছিলাম না, ওয়ারী জোনের কদমতলি থানায় আমার বসবাস। সে সুবাদে চমৎকারভাবে সম্পর্ক হয় আমাদের থানা এম্বাসেডর @Md Mahbubur Rahman Bhuiayan ভাইয়ার সাথে। তাছাড়া ভাইয়া আমার একজন নিয়মিত কাস্টমার। আমিও ভাইয়ার কাস্টমার তার অনুপ্রেরণায় সিদ্ধান্ত নিয়ে নিজের জীবন থেকে কিছু অংশ লেখার চেষ্টা করছি।
☘️ আমি দেখলাম জীবনের গল্প জীবন দিয়েই অনুভব করতে হয় তবুও জীবনের কিছু অংশ আমার অগোছালো লেখায় প্রকাশ করার বৃথা চেষ্টা।
♦️♦️আমার জীবনের গল্পঃ♦️♦️
আসসালামু আলাইকুম, প্রিয় ভাইয়া ও আপুরা কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছেন সবাই। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ্।
🙏শুরু করছি পরম করুনাময় আল্লাহর নামে। সবার জীবনে একটি গল্প থাকে হোক তা সফলতার বা ব্যর্থতার। তেমনি আমার জীবনেও গল্প আছে তবে তা ব্যর্থতার না সফলতার আপনারা মূল্যায়ন করবেন।
🌹জন্ম ও জন্মস্থানঃ আমার জন্ম শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা ও পৌরসভার ৬ নং ওয়ার্ডের কবিরাজ কান্দি।
👉পারিবারিক পরিচিতিঃ নামঃ নূরুজ্জামান পিতাঃ মৃত: তৈয়বআলি মাজি মাতাঃ মমতাজ বেগম। ভাই ও বোনঃ আমরা তিন ভাই ও তিন বোন। আমার বাবা একজন কৃষক ছিলেন শৈশব ও কৈশর আমার গ্রামে কেটেছে।
আমার শিক্ষা জীবন: ছোট বেলায় বাবা মার স্বপ্ন ছিলো আমাকে কোরানের হাফেজ বানাবে বাড়ীর কাছেই হাফিজি মাদরাসায় ভর্তি হইলাম 6/7 বছর মাদরাসায় এক প্রকার বন্দি জীবন যাপন ছিল। রুটিং ছিলো ৬ঘন্টা ঘুম ১ঘন্টা সকল জরুয়াত বাকি ১৭ ঘন্টা পড়াসুনা
☘️আলহামদুলিল্ল২০০৬ সালে হেফজ শেষ করলাম মাদরাসাথেকে আমাকে বিদায় দিবে না আরো ২ বছর সুনাইলাম ২০০৮ সালে জাজিরা আলিয়া মাদরাসায় ভর্তি হইলাম।
😪২০০৯ সালে দুনিয়ার মায়া ত্যাগ করে আমার বাবা। ঠিক ওই সময় আমার সার্বিক পরিবেশ ব্যাখ্যা করার ভাষা হয়তো আমি খুঁজে পাচ্ছিনা।
✅আমার লালিত স্বপ্নঃ ২০০৬ থেকেই মনে ভিতর একটা স্বপন লালন করছি চাকরি করবো না ব্যাবসা করবো তবে টাকা ছিলো না আরথিক অবস্থা তেমন ভালো ছিলো না বাড়ী থেকে কেউ সাহস দিতো না যদি লস খাই।
👉আমার কর্ম জীবন: ২০০৮ হেফজ খানা থেকে বের হয়ে আলিয়া মাদরাসায় ভর্তি হই এবং তখন থেকেই ব্যাবসা শুরু করি যেহেতু বাড়ীথেকে কেউ সাপোর্ট দিতো না। বাবার অবর্তমানে বড় ভাইয়া তখন গার্জিয়ান, বড় ভাইকে বলি ভাই আমি ব্যাবসা করবো সে হাসে বলে হুজুর মানিুষ ঈমামতি করবা পরের বাড়ী খাবা কিসের ব্যাবসা ব্যবসাকি এতো সহজ নাকি ?
বার বার বলার পরে বিড় ভাই কিছু ঘরি কিনে দিলো বল্ল এগুল ৫০ টাকা পিছ কিনা তুমি যা বিক্রি করতে পারো ৬০ টাকা ৬৫ টাকা পাইকারী বিক্রী করতাম দেখা যেতো ১০ টি ঘরি বেচলে ১/২ টা নস্ট বের হতো অনেক সমস্যার সম্মুখিন হতে হয় বাকি চায় যেহেতু আমার মূল ধন নাই সেহেতু বাকি দিতে পারতাম না ১বছড় করে সেটা বাদ দিয়ে দিলাম। তার পরে গারমেন্স আইটেম ধরি বড় ভাইর এক বন্ধু সনির আখরা তার গরমেন্স ছিলো তার থেকে টি-সার্ট, ছুয়াটার কিনে দিতো ১বছর পরে সে ব্যবসায় লস করে গারমেন্স কিক্রি করে বিদেস চলে যায় সেটায় ও অনেক সমস্সার সম্মুখিন হতে হয় বাদ দিয়ে দিলাম ২০০৯ সালে হার্ড ওয়ারি মাল নবাবপুর থেকে কিনে বিভিন্য জেলায় পাইকারি দিতে শুরু করলাম ৩০ জেলায় মাসে ২৬ দিন ঘুরি ৪শুক্রবার রেস্টে থাকি মারকিটিং এর কাজ যে করে সেই বুজবে এর কস্ট২বছরে অনেক টাকা ক্যাস করলাম ঢাকা গাউছিয়া জমি কিনলাম বাড়ীর কাছে ২৪ সতাং জমী কিনলাম ছোটো ২টা বোন বিয়ে দিলাম এক সময় সেটাও বাদ দিয়ে দিলাম
হার্ড ওয়্যারি মালে লাভ বেসি ছিলো তবে ১মাসে ২৬দিন বাইরে থাকা লাকতো অনেক পরিশ্রম ছিলো ১লাখ টাকার মাল প্রায় ৭০/৮০ কেজী অজন হয়ে যেতো ১০ পেকেট রিপিট ৩০ কেজী অজন হয়ে যেতো এতা কস্ট আর ভালো লাগতো না
পরে স্কিন প্রিন্টের কাজ শুরু করি
আলহামুদ লিল্লা ৩বছড়ে বাড়ীতে ১৫লক্ষ টাকা দিয়ে বিল্ডং করি তাও কোরোনার মোধ্যে এবং যারা আমার এলাকায় আছেন তারা চিনবেন জাজিরা কাজীর হাট ১৩ সতাংশ জমী কিনী ১৬লক্ষ টাকা দিয়ে।
✅গ্রুপে জয়েনঃ
২০২০ সালে সাহাদাত হোসেন নোবেল ভাই আসে আমার কাছে বলে আমাকে ৫০০ পিছ চাবির রিং বানিয়ে দিন এক পাসে আমার প্রতিষ্টানের নাম অন্য পাসে শুধু একটা কথা থাকবে সেটা হলো "চাকরি করবো না চাকরি দেবো" ইকাবাল বাহার জাহিদ স্যার কথাটা মনে ভিতর কম্পন সৃষ্টী করলো প্রশ্ন করলাম কে এই ইকবাল বাহার জাহিদ। সে আমাকে এই গ্রুপে জয়েন করে দেয়।
🌹আমি গ্রুপে সময় তুলনামূলক কম দেই কারণ আমার ব্যবসায়িক অবস্থান থেকে খুব ব্যস্ত থাকি। আলহামদুলিল্লাহ, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের বেশ কিছু উদ্যোগতাকে আমি চমৎকারভাবে সাপোর্ট আমার প্রতিষ্ঠানের মাধ্যমে।
এর মোধ্যে মাদ্রাসা থেকে দাখিলে A গ্রেট আসে আলিমেও A আসে ফাযিল পরিক্ষা দিছি এখনো রেজাল্ট আসেনাই ঈদের পরে পাবো ইনসাআল্লাহ পসা পাসি অনার্সেও ভর্তি আছি ইসলামিক ইতিহাসনিয়ে পড়াসুনা করতাছি।
পরিশেষে, আন্তরিক ধন্যবাদ সময় নেই আমার পোস্টটি পড়ার জন্য সেই সাথে সকলেই আমার জন্য আন্তরিক ভাবে দোয়া করবেন আমিও যেনো আপনাদের মতো প্রিয় শিক্ষকের শিক্ষা নিয়ে আমার ঘুমন্ত প্রতিভাকে জাগ্রত করে একজন আপনাদের ভাই ও সহযোদ্ধা হতে পারি।
আল্লাহ হাফেজ।
📌📌📌📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৭৮০
তারিখ ৭-০৪-২০২২
আমিঃ
মোঃ নূরুজ্জামান
ব্যাচঃ13 তম, রেজিঃ নংঃ 50013 নিজ জেলাঃ শরীয়তপুর।
বর্তমান অবস্থানঃ ওয়ারী জোন (ঢাকা)
উদ্যোক্তাঃ নাজমা প্রিন্টিং সাইন
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।