See More Post

আমার সেচ্ছাসেবী কাজ করতে খুব ভালো লাগে,

বিসমিল্লাহির রাহমানির রাহীম

🇧🇩❤"আমার জীবনের গল্প"🇧🇩❤

👆প্রথমে শুরু করছি মহান সৃষ্টিকর্তা পরম করুণাময় আল্লাহর নামে যার অপার কৃপায় এই পৃথিবীতে এসেছি। সকল প্রশংসা মহান রাব্বুল আলামীনের জন্য। লাখো কোটি দরুদ ও শান্তি বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ ( সাঃ) এর প্রতি ।

💑কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার মা ও বাবার প্রতি, যারা আমাকে জন্ম দিয়েছেন, লালন পালন করেছেন এবং শিক্ষিত করে পৃথিবীর বুকে বড় করে তুলেছেন।

🕴সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই শতাব্দীর অন্যতম সেরা মানুষ, লাখো তরুণ তরুণীর আইডল প্রিয় মেন্টর, প্রিয় শিক্ষক জনাব ইকবাল বাহার জাহিদ স‍্যারের প্রতি, যার অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছে "নিজের বলার মতো একটা গল্প" ফাউন্ডেশনের মতো একটা সুবিশাল প্লাটফর্ম ।

🙋আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ

🖊আমার জীবনের তেমন কোন গল্প নায় তার পরও যেটুকু পারি আাপনাদের মাঝে শেয়ার করছি আশা রাখি সাথে থাকবেন।

🙇ছেলেবেলাঃ
আমার জন্ম ঢাকা  জেলার শাহবাগ  থানার ঢাকা মেডিক্যাল এ । আমার জন্মের পরে আমার ওজন ছিলো ৬কেজি, আমার জন্ম টা হয় আমার খালামনির কোলে, আমি ছিলাম ঢাকা মেডিক্যাল এর সবার চেয়ে বড় মোটা সুন্দর কিউট ছেলে, আমার ছেলে বেলা কেটেছে  চার দেয়ালের বন্দী জীবনে, বুঝতে যখন শিখেছি তখন নিজেকে অনেক বড় হতভাগা মনে হতো, কারণ আমার বাবা আমি আমাকে ৪বছর বয়সে হোস্টেল এ দিয়ে দেন। আমার এক টা বোন   ও আমি একা আমার কনো আর  ভাই বোন নাই । আমার বাবার প্রাইভেট কোম্পানিতে চাকুরী করেন, তিনি শিক্ষাগত যোগ্যতা সিভিল ইঞ্জিনিয়ার,,  মা গৃহিণী । তখন এর সময় বাবা-মা এর টাকা পয়সা যা ছিলো আলহামদুলিল্লাহ, আমার বাবা ছিলেন একজন দ্বীনদার সাদাসিধা মানুষ, তাকে মহান রাব্বুল আলামিন সব কিছু দিয়ে ছিলেন, টাকা জমি সব কিছু, কিন্তু সবাই তো আর আমার বাবার মত দ্বীনদার সাদাসিধা মনের মানুষ না... হলে আজ এই দুনিয়ায় এত কষ্ট অবিচার কিছু থাকতো না। 

🏛শিক্ষা জীবন ঃ
উত্তরা  থানারঃ  আমার ❤বাবা-মায়ের❤ ইচ্ছে আমি যেনো মাদ্রাসারতে পড়ি কারন আমাদের বাড়ির পাশেই একটি বড় মাদ্রাসা আছে আমার বড় বোন ছিলো তখন আমার বাবা-মা  বলছিলো যে আমার যদি ছেলে হয় আমি এই মাদ্রাসাতে পরাবো। ঠিক আমি দুনিয়ায় আসি এবং আমার বাবা মায়ের ইচ্ছে বাবা আমায় ঔ হাফিজী মাদ্রাসাতে ভর্তি  করে দিয়ে আসে কিন্তু তখন আমার বয়স ছিলো  ৪বছর, আমি মাদ্রাসায় না থাকতে চাইলেও আমার পুরো পরিবার এর চাপে আর বাবার হাতে মার খেতে খেতে আমার জীবন এর ৫ বছর চলে যায় আমার জীবনে, পরে আমি চলে আসি টংগী মাদ্রাসাতে। সেখানে হাফেজী সম্পুর্ণ করি এবং বাংলাদেশ বেফাকুল বোর্ড এ সারা বাংলাদেশ এ ৩০ তম স্থান করি আলহামদুলিল্লাহ, পরে যাত্রাবাড়ী মাহমুদুল হাসান সাহেব হুজুরের মাদ্রাসায় ভর্তি হই মাওলানা লাইনে, এবং জেনারেল শিক্ষা অর্জন  করার জন্য চেস্টা চলছে এবং পড়াশোনা চলছে আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আমার জন্য  আমি যেনো সুশিক্ষায় শিক্ষিত হয়ে বাবা-মা ও  মানুষের সেবা করতে পারি।

🏛শিক্ষা জীবনে সেরা অর্জনঃ  **স্কলার্শিপ**
বরাবর এর মত ছাত্র ভালো হওয়াতে  ২০১৮ সালে শিক্ষা গুরু এর অনুরোধে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় স্কলার্শিপ এর জন্য চেস্টা করি, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ও আমার ওস্তাদ এর দোয়া ও সহযোগিতা তে স্কলার্শিপ পেয়ে যাই আলহামদুলিল্লাহ,
কিন্তু সময় অল্প এবং নিম্ন মধ্যবিত্ত হওয়ায়  টাকা পয়সা যোগার করতে না পারায়
স্কলার্শিপ বাতিল হয়ে যায়, 💔🥀
২০১৯ সালে শিক্ষা গুরু এর  বিশেষ অনুরোধে মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয় স্কলার্শিপ এর জন্য চেস্টা করি, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ও আমার ওস্তাদ এর দোয়া ও সহযোগিতা তে স্কলার্শিপ পেয়ে যাই আলহামদুলিল্লাহ, কিন্তু এবারো কোপালে নেই যাওয়ার তাই বিশ্বে মহামারী পরিস্থিতি তে বাতিল হয়ে যায় স্কলার্শিপ 💔🥀

🏃চাকুরী জীবনঃ
আমার জীবনে প্রথম চাকুরী ছিলো টিউসনি, আমার এখনো মনে আছে,
আমার পারিবারিক আর্থিক  সমস্যা শুরু হয় তখন আমার টিচার দের অবগত করলে ২জন টিচার আমায় ৩টা টিউসনি দেয় এর মধ্যে ২টা হলো পায়লোডের ছেলে, আর বাকী ১জন একজন লেকচার এর ছেলে, পায়লোডের তো টাকা পয়সার অভাব ছিলো না তবুও তার আমার বেতন ৩০০ টাকা করে মোট ৬০০টাকা দিতে অনেক কষ্ট হতো তাদের, কারণ আমি আরবি শিক্ষক, আর যারা আরবি শিক্ষক তাদের কোনো সম্মান বা দাম নেই, অথচ তার (পায়লোডের ) বউ এর জন্য প্রতি সাপ্তাহে পার্লারে নিয়ে যাওয়া , ২টা ছেলে কে মুভি দেখতে নিয়ে যাওয়া এবং জেনারেল বিষয় এর টিচার দের মাসিক বেতন (এক একটা টিচারের নিম্নে পক্ষে ৩,০০০টাকা ) সুন্দর করে পরিশোধ করে দিতেন  কিন্তু আমার বেলায় যত অজুহাত 🥀
আর লেকচারাল এর কথা বলবো ভাষা নেই আমার শুধু একটা ঘটনা বললে বুঝতে পারবেন মানুষের মনুষ্যত্ব কতটা নিচে নেমে গেছে, লেকচারাল এর বউ তিনি ও কলেজের শিক্ষিকা ছিলেন, আমি তখন ফোন ব্যবহার করতাম না  আমার বেশ কিছু দিন ধরে প্রচুর জ্বর আসতো রাতে পরে বেশী অসুস্থ হওয়ার জন্য ডাক্তার দেখাই ডাক্তার পরিক্ষা করে দেখে আমার টায়ফোয়েট হইছে , এত দিনে আমার শরিল এত খারাপ হয়ে পরছে যে আমার দাড়িয়ে থাকার শক্তিও নেই, তাই আমি বাবার মাধ্যমে মাদ্রাসায় খবর দেই যে আমি অসুস্থ আমি সুস্থ হওয়ার আগ পর্যন্ত আসতে পারবো না, আর আমার ওস্তাদ এর মাধ্যমে লেকচারার এর বাসায় খবর দেই আমার অসুস্থ তার বিষয়, তারাও আমার ওস্তাদ এর মাধ্যমে বলে পাঠায় সমস্যা নেই সুস্থ হলে আসবে, আমিও সুস্থ হওয়ার পরে বাসায় যাই তখন তারা আমাকে অপমান করে আমার বোকেয়া ৩মাস এবং রানিং মাসের বিল না দিয়ে তারিয়ে দেয় 💔🥀🙂।
****এখন বর্তমানে Ayman Sadiq  ভাইয়ার  10 Minute School  এ আফিলিটার হিসেবে কাজ করছি, সাথে আরো যুক্ত আছি World Health Organization (WHO)  ও UNICEF   সেচ্ছাসেবী হিসেবে কাজ করে যাচ্ছি। সকলেই দোয়া করবেন।

👰বিবাহিত জীবনঃ
আমি এখনো বিবাহ করি নাই

🕵উদ্যোক্তা জীবন ঃ
আমি ছোট বেলা থেকে মনে প্রানে যে কথাটা ভাবি সেটা হচ্ছে আমি একটা কোম্পানীর মালিক হবো। সে টা সাড়া বিশ্বে ছড়িয়ে যাবে । সে খানে অনেকে চাকরী করবে।

👲আমার স্বপ্নঃ আমার স্বপ্ন ছিলো লেখাপড়া শেষ করে মানুষের মত মানুষ হয়ে আমি একটা প্রতিষ্ঠান করবো। সেখানে অনেক মানুষ কাজ করবে,  সারা পৃথিবী তে বাংলাদেশ এর নাম  সুনাম ছড়িয়ে যাবে, অসহায় গরিব ও হতদরিদ্র মানুষকে সাহায্য করতে পারবো মন খুলে।
আরো কিছু স্বপ্ন না বলাই থাক।

🇧🇩 আমার ভালো লাগা এবং ভালোবাসার স্থান 🇧🇩
আমার সেচ্ছাসেবী কাজ করতে খুব ভালো লাগে, আমি সর্বদা চেষ্টা করে থাকি  মানুষের পাশে সাহায্য নিয়ে দাঁড়ানোর জন্য, পথশিশু কিশোর-কিশোরীর দের কে পড়াশোনা করানোর জন্য ইত্যাদি সেচ্ছাসেবী কাজ করতে ভালো লাগে। চেস্টা করি অসহায় মানুষের মেডিক্যাল এর একটি সাইট রক্তদাতা ম্যানেজ করে দাওয়ার জন্য।  এবং আমি এই পর্যন্ত ১১ বার O+ রক্ত উপহার দিয়েছি,
আল্লাহর রহমতে ভাল আছি
#আলহামদুলিল্লাহ

🌹🌹 কৃতজ্ঞতা উত্তরা জোন  টিমের সকল দায়িত্বশীল ভাই/ বোনদের প্রতি 🌹🌹

প্রিয় স্যারের শিক্ষা
কাজের প্রতি প্রেম সৃষ্টি করতে পারলে কাজকে ভালোবাসতে পারলে কোন কাজ কে ছোট মনে না করলে এবং লেগে থাকলে সফলতা আসবে।
সর্বপরি স‍্যার কথায়, স‍্যারের ভিডিও থেকে অনুপ্রাণিত হয়ে
🖊এ গ্রুপের সাথে জয়েন করি ❤️ Md Salauddin Jibon   ❤ভাইয়ার মধ্যে আসি এবং আমায় তিনি রেজিষ্ট্রেশন করে দেয়। ১৩তম ব্যাচে, আমার নিজেকে বলার মত একটা গল্প ফাউন্ডেশন গ্রুপে আসা, সে গ্রুপে সেশন ক্লাস করছি, এখন আমার মধ্যে ভালো লাগতে শুরু করছে। আসার পর থেকে আমার মধ্যে হারিয়ে যাওয়া স্বপ্নগুলো যেনো আমি ফিরে পাচ্ছি স্যারের যে কথা টা আমাকে অনুপ্রানিত করতো "সপ্ন দেখুন সাহস করুন শুরু করুন ধৈর্য ধরুন লেগে থাকুন সফলতা একদিন আসবেই ইনশাল্লাহ।

🙏অনেকক্ষন আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।

🤲পরিশেষে আপনাদের সকলকে অনেক অনেক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার লেখাটা পড়েছেন, প্রিয় ভাই ও বোনেরা আমি স্বপ্ন দেখি আমার পাশের মানুষ গুলোকে নিয়ে, যারা আমার পাশে সবসময় ছিল।

🌻আমার জীবন চলার পথে আপনাদের দোয়া, ভালোবাসা এবং সহযোগিতা আমার ভীষণ প্রয়োজন, আশা করছি ভালোবেসে পাশে থাকবেন সবসময়, সবশেষে আপনাদের সবার সুখি ও সুন্দর জীবন কামনা করি, সুন্দর হোক আপনাদের সবার আগামী জীবনের প্রতিটি দিনের প্রতিটি ক্ষণ, শুভ কামনায় আজকের মত এখানেই বিদায় নিচ্ছি, ভালোবাসা অবিরাম। সবায় আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।


📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৭৮৩
তারিখ ১১/০৪/২০২২

মোঃ তানজিমুল ইসলাম মারুফ
ব্লাড গ্রুপঃ ও পজেটিভ
জেলাঃঢাকা
বর্তমান অবস্থানঃ
ঢাকা উওরা
ব্যাচঃ 13
রেজিষ্ট্রেশনঃ 61905
কাজ করছি ব্লাড ম্যানেজ ম্যান্ট টিমে
https://www.facebook.com/hmtanjimulislam.maruf

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।