See More Post

কুমিল্লায় এতিম ও অসহায়দের নিয়ে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতার আয়োজন।

কুমিল্লায় এতিম ও অসহায়দের নিয়ে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে  ইফতার আয়োজন। 


 অধিকাংশ হিফজখানা ও এতিমখানা রমজানে অধিক দান সাহায্য পেয়ে থাকে। এসব আয় দিয়েই মূলত হিফজখানা ও এতিমখানা চলে। চলতি বছর রমজানে এতিমদের এসব আশ্রয় চালু নেই বললেই চলে। মানুষের যাকাত সদকা ও দানের প্রবাহও বন্ধ প্রায়। এমন সময়ে দান সদকা ও যাকাত প্রদান করা অত্যন্ত জরুরি।

সমাজের বিত্তবান, ধনী ব্যবসায়ী, সমাজসেবক ও শিল্পপতিদের উচিত আল্লাহর রহমত ও নাজাত লাভের উদ্দেশ্যে এতিমদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়া। অশান্তি, দুর্ঘটনা, মহামারি, রোগব্যাধি থেকে নিরাপদ থাকার জন্য দান সদকার বিকল্প নেই। ঈমানের সাথে মৃত্যু এবং দোজখ থেকে মুক্তির জন্যও দান সদকার পথ অবলম্বন অবশ্য কর্তব্য।

তাই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন কুমিল্লার কিছু এতিম ও অসহায়দের সাথে একবেলা ইফতার করে তাদের খুশি রেখে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেছে। 

সবাই দোয়া করবেন আমাদের ভলেন্টিয়ারদের জন্য।

শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের প্রাণের প্রিয় প্লাটফর্ম ""নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমাদের সকলের প্রিয় মেন্টর প্রিয় শিক্ষক জনাব iqbal bahar zahid  স্যারের প্রতি। 



ধন্যবাদান্তে

___________________________________________


জহির আহমেদ পারভেজ

কো-ফাউন্ডার - victus

২৪/৭ লাইভ সাপোর্ট টিম মেম্বার 

রেজিষ্ট্রেশন টিম মেম্বার  

প্রমোশন টিম মেম্বার 

একজন গর্বিত কমিউনিটি ভলান্টিয়ার 

টপ ২০ ক্লাব সদস্য 

ব্যাচঃ১০ম

রেজিষ্ট্রেশনঃ১৭০৩১

নাঙ্গলকোট উপজেলা 

কুমিল্লা 

ব্লাড ও +

মোবাইল ০০৯৭৩-৩৩১৬৪০৭৯

রেমিট্যান্স যোদ্ধা হিসেবে বাহরাইন প্রবাসী

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।