আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ,
কৃতজ্ঞতা জানাই প্রিয় মেন্টর জনাব Iqbal Bahar Zahid স্যারের প্রতি যিনি আমাদের এই ভালবাসার ও ভালো মানুষের প্লাটফর্ম তৈরী করে দিয়েছেন।
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন - উদ্যোক্তা তৈরির কেন্দ্র এর "আলোকিত লালমনিরহাট" জেলার উদ্যোগে "ঈদ পুণর্মিলনী ও মিটআপ" আলহামদুলিল্লাহ গতকাল সফল ভাবে সম্পন্ন হলো!
লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার সুপরিচিত আলিমুদ্দিন ডিগ্রি কলেজের হলরুমে এই মিটআপ অনুষ্ঠিত হয়!
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত কলেজের গণিত বিভাগের শিক্ষক জনাব আজিজুল ইসলাম স্যারসহ উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রতিনিধি জনাব AS Sumon ভাই @Md Khademul Islam Roton ভাই @Md Hamidul Islam ভাই Chainika Rani Ray আপু সহ জেলার বিভিন্ন উপজেলার উপজেলা প্রতিনিধি গণ সহ আজীবন সদস্যবৃন্দ!
অনুষ্ঠান পরবর্তী সকলে মিলে তিস্তা ব্যারেজ পরিদর্শনে যা-ই, যা আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দেয়।
উপস্থাপনায় ছিলেন জনাব @Ahsan Habib ভাই!
উক্ত মিটআপ ও ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি সত্যি খুব আনন্দিত ও মুগ্ধ।
অসাধারণ আয়োজন ও আতিথিয়েতা এবং অল্প সময়ে আপন করে নেয়া …… যা এই প্লাটফর্মেই একমাত্র সম্ভব।
লালমনিরহাট জেলা সহ হাতিবান্ধা উপজেলা টীমকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালবাসা।
বিশেষ কৃতজ্ঞতাঃ @লিমন ভাই (সারাদিন উনার বাইকে বিভিন্ন জায়গা ঘুরিয়ে নিয়ে বেড়িয়েছেন)
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।