আলহামদুলিল্লাহ্ কিছু বিশেষ শিশুদের সাথে আমাদের কেন্দ্রীয় ইফতার করার সুযোগ হলো।
সুযোগ করে দিয়েছেন উত্তরা জোন সহ ঢাকা জেলা এম্বাসেডরগন।
এভাবে এতো কাছ থেকে উনাদের দেখে উপলব্ধি করলাম আল্লাহ কত নিয়ামত দিয়ে আমাদের সুস্থ ভাবে বাঁচিয়ে রেখেছেন।
উপস্থিত ছিলেন মানবতার জনক প্রিয় মেন্টর জনাব Iqbal Bahar Zahid স্যার।
আজ স্যারকে দেখলাম কত মহান, এ শিশুদের হাতে হাত রেখে, মাথায় হাত রেখে দোয়া করা ও একদম মন দিয়ে শিশুদের সাথে মিশে যাওয়া সত্যি সত্যিই মুগ্ধতা দিয়েছেন স্যারের এ মিশে যাওয়া।
স্যালুট প্রিয় স্যার।
জাহাঙ্গীর খান
৪র্থ ব্যাচ, রেজি নং ৬৬, মডারেটর
রিসার্চ এন্ড প্রমোশন টিম
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।