See More Post

গাজীপুরে ভালোবাসা বিলাই,,,,

 আলহামদুলিল্লাহ 💖

শ্রদ্ধেয় প্রিয় মেন্টর Iqbal Bahar Zahid  স‍্যারের এর আর্দশে অনুপ্রাণিত #অতন্দ্র_গাজীপুর_জেলা  ভালোবাসা বিলাই কার্যক্রম  এর  সামান্য প্রচেষ্টায় কয়েকটি পরিবার কে ঈদ উপহার সামগ্রী তুলে  দিতে পেরেছি। এই জন্য গাজীপুর জেলার সকল আজীবন সদস‍্য ভলেন্টিয়ার ও উদ্দ‍্যোক্তা  ভাই-বোনদের আন্তরিক ধন‍্যবাদ ও কৃতজ্ঞতা।

🌺ঈদ উপহারসামগ্রীর সামগ্রীর মাঝে ছিলঃ
লাচ্ছা সেমাই, তুলশীমালা পোলাও চাল, চিনি।

মানবতার ঝুড়ি নিজ আউলেটে রেখে  অতন্দ্র গাজীপুর জেলা ভালোবাসা বিলাই এ কার্যক্রমকে সুন্দর  ও সফল করে তোলার জন‍্য  গ্রাম্য ফুড  এবং  প্রতিষ্ঠানটির কর্ণধার গাজীপুর জেলা এম্বাসেডর Md Ridoy Hasan ভাইকে আন্তরিক ধন‍্যবাদ ও অনেক অনেক কৃতজ্ঞতা।

আয়োজনটিকে সফল ও সুন্দর করতে  Md Ridoy Hasan ভাই ছাড়াও আরও যারা অনন‍্য ভূমিকা রেখেছেন  গাজীপুর জেলা এম্বাসেডর Sabbir Hossain ভাই ও Khorshed Alom ভাই, গাজীপুর সদর উপজেলা এম্বাসেডর Momin Sarker ভাই আরও  অনেকে। সকলকে আন্তরিক ধন‍্যবাদ।

আন্তরিক শুভেচ্ছায় __
🤵আশরাফুল  আলম
💚আইসিটি ট্রেইনার
💙24/7 লাইভ সাপোর্ট টিম মেম্বার
❤ডিজিটাল টিম মেম্বার
💖ওয়েব টিম মেম্বার
💜রেজিট্রেশন টিম মেম্বার
🏅ব‍্যাচ নং: ১০
🖋রেজি নং: ১৬৩৪১
🛣 নিজ জেলা : গাজীপুর
🏠 বর্তমান  অবস্থান: সেক্টর ০৬ উত্তরা, ঢাকা।
🗞অংশীদারী প্রতিষ্ঠান ও ব‍্র‍্যান্ড:
🖥 ডিজিটাল কম্পিউটার
🏢উজ্জ্বল কমপ্লেক্স,
কোনাবাড়ী,গাজীপুর।
📠মোবাইল নং: ০১৭২৮-৭৫৯৭৩৪

My Facebook Page:
https://www.facebook.com/Digital-Computer-272066256852388/

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।