🔴তারুণ্যের মানিকগঞ্জ জেলা টিম🔴
আসসালামু আলাইকুম,
প্রিয় শুভাকাঙ্ক্ষীগন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন।চলছে পবিত্র মাহে রমজান মাস।দেখতে দেখতে প্রায় শেষের পথে।
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের নির্দেশনা অনুযায়ী প্রতিবছরের ন্যায় সকল প্রকার মানবিক কাজে মানিকগঞ্জ জেলা টিম অংশগ্রহন করে থাকে।এবছর পবিত্র মাহে রমজানে অসহায়, ছিন্নমূল মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ কাজ সম্পূর্ণ করা হলো তারুণ্যের মানিকগঞ্জ জেলা টিমের উদ্যোগে।সকল ভলেন্টিয়ার,সাধারণ সদস্য সহ সকল দায়িত্বশীল গনের কিছু কিছু সহযোগিতায় সফল ভাবে সম্পূর্ণ করতে পেরেছি এই কার্যক্রম।
উক্ত আয়োজনে মানিকগঞ্জ জেলার সকল ভলেন্টিয়ারগন পরিশ্রম করেছেন শারীরিক ও মানসিক ভাবে।আল্লাহ সকলের দান কে কবুল করুক।
এভাবে সকলে মিলে মানুষের পাশে থাকতে চাই যতদিন বাঁচবো।মানুষের জন্য কাজ করলে জীবিকার জন্য কাজের অভাব হয় না প্রিয় স্যারের শিক্ষায় কাজ করে যাচ্ছি।
ধন্যবাদান্তে,
তারুণ্যের মানিকগঞ্জ জেলা টিমের পক্ষ থেকে
সুমন আহমেদ হৃদয়
ব্যাচ-৩য়, রেজি-৪২১২
জেলা এম্বাসেডর মানিকগঞ্জ
পেইজঃ Ranga Shop
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।