বেকার থাকবো না একদিনও।
___Iqbal Bahar Zahid Sir
প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের স্লোগান কে সার্থক করতেই সারা বাংলাদেশ ব্যাপি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের ব্যানারে সকল ক্যাম্পাসে উদ্যোক্তা ক্লাব তৈরি করার পথচলায় আজ শুভ উদ্বোধন হলো সরকারি তিতুমীর কলেজের উদ্যোক্তা ক্লাব।
উদ্বোধন করেন আমাদের লাখো তরুণ তরুণীর আইডল প্রিয় শিক্ষক জনাব ইকবাল বাহার জাহিদ স্যার।
সাথে আমাদের গুলশান জোনের ইফতার পার্টি। অসাধারণ আয়োজন করেছেন গুলশান জোন।
গুলশান জোনের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা নিবেদন করছি।
জাহাঙ্গীর খান
৪র্থ ব্যাচ, রেজিষ্ট্রেশন নং ৬৬, মডারেটর
রিসার্চ এন্ড প্রমোশন টিম
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।