See More Post

সাগর কন্য পটুয়াখালী জেলা টিম আয়োজনে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ভালবাসা ও ঈদ উপহার বিতরণ।

আলহামদুলিল্লাহ 


সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে  অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ভালবাসা ও ঈদ উপহার বিতরণ। 

আয়োজনেঃ সাগর কন্য পটুয়াখালী জেলা টিম 

  মানুষের জন্য কাজ করলে,

     জীবিকার জন্য কাজের অভাব হয় না। 

                _________ ইকবাল বাহার জাহিদ স্যার 

নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এর পটুয়াখালী জেলা টিমের উদ্দ্যেগে বরাবর এর 

মতো এইবারও অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ভালবাসা ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

এইবার পঞ্চাশটি অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। 


🎁🎁🎁উপহার সামগ্রী🎁🎁🎁 

👉👉১।চিনি এক কেজি

👉👉২।সেমাই এক প্যাকেট (৪০০ গ্রাম) 

👉👉৩।দুধ এক কৌটা(গোয়ালিনী) 

👉👉৪।সয়াবিন তেল এক লিটার

👉👉৫।মুশুরি ডাল আধা কেজি

👉👉৬।পিয়াজ এক 

👉👉৮।রশুন আধা কেজি 

👉👉৯।আদা আধা কেজি 

👉👉১০।লবণ এক কেজি

👉👉১১।সুজি আধা কেজি 


সামাজিক ও মানবিক কার্যক্রমের 

পটুয়াখালী জেলা টিম একধাপ এগিয়ে। 


অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি

 যারা অল্প সময়ের মধ্যে মানবিক কাজে 

অর্থ ও শ্রম দিয়ে সহযোগিতা করেছেন। 

আল্লাহ আপনাদের এই দানের উছিলায় 

সবার মনের আশা পুরন করুক। 


ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।