আলহামদুলিল্লাহ
সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ভালবাসা ও ঈদ উপহার বিতরণ।
আয়োজনেঃ সাগর কন্য পটুয়াখালী জেলা টিম
মানুষের জন্য কাজ করলে,
জীবিকার জন্য কাজের অভাব হয় না।
_________ ইকবাল বাহার জাহিদ স্যার
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এর পটুয়াখালী জেলা টিমের উদ্দ্যেগে বরাবর এর
মতো এইবারও অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ভালবাসা ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
এইবার পঞ্চাশটি অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
🎁🎁🎁উপহার সামগ্রী🎁🎁🎁
👉👉১।চিনি এক কেজি
👉👉২।সেমাই এক প্যাকেট (৪০০ গ্রাম)
👉👉৩।দুধ এক কৌটা(গোয়ালিনী)
👉👉৪।সয়াবিন তেল এক লিটার
👉👉৫।মুশুরি ডাল আধা কেজি
👉👉৬।পিয়াজ এক
👉👉৮।রশুন আধা কেজি
👉👉৯।আদা আধা কেজি
👉👉১০।লবণ এক কেজি
👉👉১১।সুজি আধা কেজি
সামাজিক ও মানবিক কার্যক্রমের
পটুয়াখালী জেলা টিম একধাপ এগিয়ে।
অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি
যারা অল্প সময়ের মধ্যে মানবিক কাজে
অর্থ ও শ্রম দিয়ে সহযোগিতা করেছেন।
আল্লাহ আপনাদের এই দানের উছিলায়
সবার মনের আশা পুরন করুক।
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।