রাজশাহীতে বিভাগীয় জেলা প্রতিনিধি সমাবেশ
প্রিয় বন্ধুরা
আসসালামু আলাইকুম।
আপনারা হয় তো ইতিপূর্বেই জেনে গেছেন, আজ রাজশাহীর সর্ববৃহৎ ব্যবসায়ীক ভবন "থীম উপর প্লাজার" ৬তালায় রাজশাহী জেলাটিম-এর উদ্যোগে হয়ে গেল জমজমাট ইফতার মাহফিল রাজশাহী বিভাগীয় জেলা প্রতিনিধি সমাবেশ।
অবাক করা কান্ড হলো, আমরা ভাবতেও পারি নি যে এতো উপস্থিতি হবে। সব মিলিয়ে দারুণ একটা আনন্দঘন দিন অর্থাৎ এককথায় মিলনমেলা বলা চলে। সেইসাথে আমাদের প্রাণপ্রিয় নেত্রী ও জেলা প্রতিনিধি দেলোয়ারা সাঈদা আপুকে অনেকদিন পর পেয়ে আমাদের আনন্দের সীমা ছিল না।
আজকের এই অনুষ্ঠানকে যে-সব দায়িত্বশীলগণ আরও প্রাণবন্ত করে তুলেছিলেন, তারা হলেন,
জালাল উদ্দীন আকন্দ, কোর ভলেন্টিয়ার
জিয়াউর রহমান, প্রবাসী মডারেটর, (নাটোর)
আব্বাস উদ্দিন, নাটোর জেলা প্রতিনিধি
ও রাজশাহী বিভাগের জেলা দায়িত্বশীলগণ এবং রাজশাহী জেলার সর্বস্তরের দায়িত্বশীল বৃন্দ।
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।