 
                  #ঈদ_উপহার_সামগ্রী_বিতরণ
নাটোর জেলা নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন ঈদ উপহার সামগ্রী বিতরণ আলহামদুলিল্লাহ
প্রতি বছরের ন্যায় এবারো আমাদের নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন এর নাটোর জেলা টিম থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে,৫৫ টা দুস্ত অসহায়
পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ইনশাআল্লাহ এভাবে এগিয়ে যাবে নাটোর জেলা টিম
কৃতজ্ঞতা নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের মেন্টর শিক্ষক জীবন্ত কিংবদন্তি জানাব Iqbal Bahar Zahid স্যারের প্রতি।
★প্রতি প্যাকেজে যা থাকছেঃ-👇
১। সেমাই ১ প্যাক
২। লাচ্চা ১ প্যাক
৩। চিনি ৫০০গ্রাম
৪। চাল ৫০০গ্রাম
৫। তেল ৫০০গ্রাম
৬। গুড়া দুধ ২০০গ্রাম
৭। ডাল ২৫০গ্রাম।
৯। মসলা ২৫ টাকার
১০। কিছমিচ ২০গ্রাম
 
                       ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।