See More Post

কষ্টের কথা কখনও বলা যায় না, আবার সয্যও করা যায় না

 আজকে তুলে ধরবো আমার পরিচয়, স্বপ্ন , বেড়ে  উঠা, মধ্যবিত্ত জীবনের কিছু অভিজ্ঞতা এবং মা বাবার স্বপ্ন এবং আমার লক্ষ্য ও পরিবর্তন। 

___________________________________

গল্পের শুরুটা মধ্যবিত্ত পরিবারের খুব সাধারণ একটা মেয়ে,

___আমি রাবেয়া ইসলাম ফাতেমা ।

_____ মা বাবা তিন বোন ও ছোট্ট একটা আদরের ভাই নিয়ে আমাদের পরিবার। পরিবারের কর্ণধার আমার বাবা, পেশায় একজন কৃষক ও মা গৃহিণী। 

বড় বোনের বিয়ে হয়েছে এবং সেও একজন গৃহিণী। 


_____আমি মেঝো  পড়ালেখা করতেছি।

__এইচ এস সি পরীক্ষার্থী (২০২১)।

ছোট বোনটা স্টুডেন্ট  নিউ টেনে পড়ে এবং 

সবার ছোট্ট  আমাদের এক মাত্র  আদরের ছোটভাই  মাদ্রাসায় পড়াশোনা করে। 


#মধ্যবিত্ত পরিবারের কষ্ট____________কিছু কিছু কষ্টের কথা কখনও বলা যায় না, আবার সয্যও করা যায় না ____আর তা হলো মধ্যবিত্ত জীবন যাপন। কোন কষ্ট থাকলে কাউকে বলা যায় না। যদিও কখনো সমস্যার মধ্যে পড়ে যায় তাও  কারো কাছে বলা যায়না ,শেয়ার করা যায় না, কেউ সাহায্য করতে  আসে না ।

আজ যদি আমার পরিবার না খেয়ে থাকে কারো কাছে বলাও যাবে না, আর  কারো কাছ থেকে চাওয়া ও যাবে না।

কারন আমরা তো মধ্যবিত্ত না পারবো কারো কাছে দুঃখ শেয়ার করতে আর না পারবো সয্য করতে।

এর চেয়ে ,যদি দরিদ্র হয়তাম  তাহলে কারো কাছে চাইলে পাওয়া যেত, দান করতো। 

আর যদি ধনী হতাম তাহলে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারতাম। 


#আমার শৈশব কালের কিছু কথা  ___________ 


________আমি যখন খুব ছোট ছিলাম তখন কারও কাছে আদর ,ভালোবাসা, কোনো কিছু জোটেনি আমার কপালে 😥😥

কারন প্রথমত আমি মেয়ে, দ্বিতীয়ত, দেখতে তেমন  সুন্দর ছিলাম না ।

তারপরে ও

মা তো সবসময়  সন্তানকে ভালোবাসে ।

তাই তো  শুধু আমার মায়ের  আদর , ভালবাসা টুকু পেয়েছি আমি। 


ছোটবেলা খুব  দুষ্টুমি ফাজলামি করতাম আমি পড়ালেখা করতাম না , শুধু খেলাধুলা নিয়ে থাকতাম।  হঠাৎ করে নিজের কাছে খারাপ লাগা শুরু হলো এটা ভেবে  যে একসাথে বেড়ে উঠা বন্ধু বান্ধবী ওরা কত ভাল পড়ালেখা করছে ।

ওরা যদি ভালোভাবে পড়ালেখা করতে পারে তাহলে আমি কেন পারবো না🤔🤔

আমিও পারবো ,, আমাকে পারতেই হবে।

এই প্রতিজ্ঞা নিয়ে শুরু করলাম জীবনের লড়াই  টা। 


তারপর থেকে শুরু হলো আমার নতুন জীবনের পথ চলা।  ভালো মতো পড়ালেখা শুরু করে দিলাম।  

শিক্ষকরা এবং  সবাই ভালো মেয়ে বলে চিনতে শুরু করে দিলো । 

বন্ধু বান্ধবী সবাই ভালো  বলতে শুরু করে দিলো । মা বাবা ও আমাকে নিয়ে স্বপ্ন দেখা  শুরু করে দিলো।

আত্মীয়-স্বজন এবং প্রতিবেশী  সবাই ভাল চোখে দেখতে  শুরু করলো।

আসলে ভালোকে সবাই ভালোই বলে। 


তারপর থেকে আমি ধীরে ধীরে বড় হয়ে উঠলাম ও সবার কাছে থেকে ভালোবাসা এবং ভালো মেয়ে হিসেবে গড়ে উঠলাম। 


#আমার স্বপ্ন# : পড়ালেখা করে একজন আইনজীবী হব,ও পাশাপাশি একজন ভাল  উদ্যোক্তা হবো 😊😊 । 

আমি অবোহেলিত নারীদের  পাশে দাঁডাতে চাই এবং  মানুষের  সেবা করতে চাই। এবং 

অসহায় শিশুদের পাশে দাঁড়াতে চাই, সমাজ পরিবর্তনে সমাজের জন্য কিছু করতে চাই। 


#বাবা মা সপ্ন ও উদ্দেশ্য# : আমার বাবার স্বপ্ন 

আমি পড়ালেখা করে যেন কিছু করতে পারি , মানবিক কাজ করি এবং নিজেকে  স্বাবলম্বী করে তুলি । আমার মায়ের কথা হলো বিয়ে দিয়ে দিলে মেয়ে সংসারী হোক। 

ইনশাআল্লাহ আমি মা-বাবার সপ্ন পুরনে কাজ করে যাচ্ছি এবং আল্লাহ তায়ালা যেন আমাকে সেই তৌফিক দান করেন। আমিন। 


#আমার লক্ষ্য এবং পরিবর্তন ________________

_____________ নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন আমাকে দিয়েছে নতুন ভাবে বাঁচার অনুপ্রেরণা ও সাহস। যার শিক্ষা ও দিকনির্দেশনা আমি আমার জীবনের সর্বক্ষেএে কাজে লাগিয়ে এগিয়ে যাবো এবং নিজেকে একজন ভালো মানুষ ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে দেশ ও  সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবো।

______  ইনশাআল্লাহ। 


আর আমার পরিবর্তন এতটাই হয়েছে যে নিজেকে আমি নিজেও চিনতে পারছি না। যে এতটা সাহস ও কনফিডেন্স কিভাবে পেলাম। 

সবকিছুই সম্ভব হয়েছে প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যারের সংস্পর্শে আসতে পেরে। 

স্ট্যাটাস অব দ্যা ডে"- ৪৬৭  Date:- ২১/০২/২০২১

_____ আমি

   ✅ রাবেয়া ইসলাম ফাতেমা ,

    ✅ পেশা পড়ালেখা,

     ✅ব্যাচ নং 11 তম,

      ✅ রেজিস্ট্রেশন নং 25790,

        ✅জেলা মাদারীপুর।

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।