See More Post

নতুন ২০২০ সালকে স্বাগতম

নতুন২০২০ সালকে স্বাগতম জানাচ্ছি । ব্যাবসায়িক জীবনের ১৪ বছরে পদার্পন করছি । অনেক সুখ দুঃখ গাঁথা নিয়ে আমার এই কর্মজীবন ।
আমি এই গ্রুপে রেজিস্ট্রেশন করেছি বেশ কিছু দিন আগে । add আছি বেশ কয়েক মাস থেকেই । দেখছি সব কিছুই কিন্তু বুঝে উঠতে পারছিলাম না কিভাবে শুরু করবো । এই প্লাটফর্ম টি বেশ অনেক আকৃষ্ট করেছে আমাকে কেবল .... ইকবাল বাহার স্যারের ... "নিজের বলার মতো একটি গল্প " এই বাক্যটি ।
এই একটি লাইন বলার জন্যই নিজের পরিচয় তৈরি করার জন্য ১৩ বছরের কর্ম যাত্রা ।
গত ৩৬৫ দিনের কথা বললে .... বলবো আমার জীবনের স্বর্ণ বছর কাজের জন্য । আমি ছোট্ট প্রোডাকশন চালাচ্ছি সম্পূর্ণ অনলাইনে।( তৈরি পণ্য ৪/৫ হাজার পীচ )পণ্য সেলের মাধ্যমে ,যেখানে মানুষের ১০০% ভরসা অর্জন করতে পারলেই কেবল সম্ভব ।
আমার সততাই আমার প্রথম পুঁজি । আমার পণ্য হাতে না ধরে এই যুগে ক্রেতারা অনলাইনে অর্ডার দিচ্ছেন এবং ক্যাশ অন পদ্ধতিতে নিচ্ছেন । অবিশ্বাস্য হলেও সত্যি । এই ৩৬৫ দিনে আমার সততার সর্বোচ্চ অর্জন ।আমি ১৫/২০ জন লোকের কর্মসংস্থান তৈরি করতে পেরেছি ।আমার আত্মবিশ্বাস বেড়েছে - দ্বিগুন।
১৩ বছর ব্যাবসা করলে , একজন মানুষের একটি দোকান বা অফিস থাকে না এমন ব্যাবসায়ী , উদ্যোক্তা আমার চোখে পড়ে নাই। অফিস ,দোকান ছাড়া আমার প্রোডাকশন চলে .... 😊 আমার সততার জন্য , আমার কর্তব্য নিষ্ঠার জন্য ।
ঠকেছি অনেক বার কিন্তু হেরে যাইনি ঠিক সেই জায়গা থেকে শিক্ষা নিয়েছি 👍 তাই এইগুলো আমি পসিটিভলি নিজেছি জীবনে ।
সর্বশেষ - আমি ভীষণ রকম আশাবাদী , স্বপ্নবাদী একজন মানুষ । শেষ পর্যন্ত ভালো কাজের মূল্যায়ন সব সময় সর্বত্রই হয় আমি ধারণ করি ,বিশ্বাস করি মনে প্রানে।
আমি দুই সন্তানের জননী ,আমি আমার সন্তানদের যেমন ভালোবাসি ঠিক তেমন এই দেশকে ও ভালোবাসি।
তাই নিজেরদের সন্তানদের জন্য ভালো কাজ করে সুন্দর একটি দেশ রেখে যেতে চাই ।
আমার সন্তান যেন তাদের মায়ের জন্য গর্ববোধ করে সবসময় । ( আমার কোনও কাজ নেই ,কোনও যোগ্যতা নেই তাই আমি অনলাইনে ব্যাবসা করি এমন টা ভাবার দিন শেষ মনে হয়😊👍 )
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও
অভিনন্দন


📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ১০৩ Date:- ৩১/১২/২০১৯ ইং
ফারহানা মুক্তা ।
ব্যাচ-৮ম
রেজিস্ট্রেশন -৭৯৫১
জেলা - নারায়ণগঞ্জ
অবস্থান - নারায়ণগঞ্জ
পরিচিতি- উদ্যোক্তা + ব্যাবসায়ী
ব্র্যান্ড- সাত রঙ ।


ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।